Yarn Manufacturing

Yarn Manufacturing

 

  • Define Blow room.
  • Describe the objects of blow room.
  • “ the functions of blow room.
  • Different machineries of ”.
  • Describe Major Clearing point of minor cleaning point.
  • Clearing efficiency of blow room.

 

  • Define Blow room (ব্লোরুম):

“ব্লো-শব্দের অর্থ ‘প্রবাহিদ হাওয়া’ এবং রুম শব্দের অর্থ ‘কক্ষ’। তাই আভিধানিক অর্থে ব্লো-রুম বলতে প্রবাহের কক্ষ বা বায়ুপ্রবাহের কক্ষকেই বোঝায়।

সে কক্ষে কতগুলো মেশিনের সাহায্যে তুলার আঁশকে পরিস্কার,পরিচ্ছন্ন করে বায়ুপ্রবাহের মাধ্যমে এক মেশিন অন্য মেশিনে স্থান্তর করে ল্যাম্প আকারে প্রক্রিয়া করা হয় তাকে ব্লো-রুম বলে।

 

  • Objects of Blow room (ব্লোরুমের উদ্দেশ্যাবলি):
  • বেল আকারে প্রাপ্ত তুলাকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিনত করা।
  • আশেঁর মধ্যে থাকা সকল প্রকার ট্রাশ দূর করা।
  • উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন মানের বা বিভিন্ন গ্রেডের আঁশ যথাসম্বব ভালভাবে মিশ্রিত করা।
  • পরবর্তী প্রক্রিয়ার উপযোগী সুষ্ম ল্যাপ তৈরিকরণ।

 

  • Functions of Blow room (ব্লোরুমের কার্যাবলী):
  • ওপেনিং এবং ফিডিং (Opening & Feeding).
  • বিটিং এবং ক্লিনিং (Beating & Cleaning).
  • ব্লেন্ডিং এবং মিক্সিং (Mixing & Blending).
  • ট্রান্সফরিমং (Transforming).
  • ল্যাম্প ফরমিং (Lamp Forming).

 

  • Different macheries (ব্লোরুমে কি কি মেশিনারী থাকে):
  • ব্লেডিং ও মিক্সিং মেশিনারি।
  • ওপেনিং ও ক্লিনিং ”।
  • সহায়ক যন্ত্রপাতি সমূহ।

 

  • Describe Major & Minor Cleaning Point (মেজর মাইনর ক্লিনিং পয়েন্ট):
  • Major (মেজর) Cleaning point:

ব্লো-রুম সেকশনে ব্ল-রুমে ব্যবহারকারী বিভিন্ন ক্লিনিং পয়েন্টসমূহের মধ্যে যেসহ মেশিনারী অধিক ট্রাস্টযুক্ত ময়লা আশঁসমূহকে অধিক ক্লিনিং করে আশসমূহ পরিষ্কার করে তাকে মেজর ক্লিনিং পয়েন্ট বলে।

  • ক্রাইটন ওপেনার।
  • পারকিউপাইন ও পেনার
  • ক্রিশনার বিটার
  • স্টেপ ক্লিনার

 

  • Minor (মাইনর) Cleaning point:

ব্লো-রুম সেকশনে ব্লো-রুমে ব্যবহারকারী বিভিন্ন ক্লিনিং পয়েন্ট সমূহের মধ্যে যেসব মেশিনারী তুলনামূলক কম ট্রাশযুক্ত ময়লা আশসমূহকে ক্লিনিং করে তাকে মাইনর ক্লিনিং পয়েন্ট বলে।

  1. হপার ফিডার।
  2. কনডেন্সার।
  • নিউমেটিক ডেলিভারী বক্স।

 

  • Cleaning Efficiency of Blow-room (ব্লোরুমের ক্লিনিং দক্ষতার সূত্র):

 

 

 

 

Writer,

Emam Shad Ahmed
Instructor
Department of Textile Engineering
Daffodil Polytechnic Institute

Tags: No tags

Comments are closed.