লোটাস ফাইবার  কিভাবে বিশ্বে একটি বিরল আঁশে পরিণত হলো? / How Did Lotus Fiber Become a Rare Fiber in the World?

লোটাস ফাইবার  কিভাবে বিশ্বে একটি বিরল আঁশে পরিণত হলো?

 

লোটাস ফাইবার, এটি একটি প্রাকৃতিক ফুলের ফাইবার, একটি বিরল এবং অত্যন্ত এক্সক্লুসিভ ফাইবার। সারা বিশ্ব জুড়ে মাত্র কয়েকজন বিশেষজ্ঞ কারিগর দ্বারা এই প্রাকৃতিক ফুলের ফাইবারটি বুনন করা বা তোলা হয়। তবে এই সিল্ক তৈরি করা মোটেও সহজ কাজ নয়। একটি স্কার্ফের জন্য পর্যাপ্ত লোটাস রেশম সংগ্রহ করতে দুই মাস বা তার বেশি সময় লেগে যায়। সাধারণত এই পদ্ম সিল্কের ফিনিসড প্রোডাক্ট তৈরিতে অন্যান্য রেশমের চেয়ে দশ গুণ বেশি খরচ হয়ে থাকে।

ভিয়েতনামের পদ্ম ফুলের বিল
ভিয়েতনামের পদ্ম ফুলের বিল

 

লোটাস সিল্ক থেকে তৈরিকৃত ফেব্রিক শুধু মাত্র কম্বোডিয়া, মায়ানমার এবং সম্প্রতি ভিয়েতনামে সল্প আকারে পাওয়া যায়। পদ্ম হচ্ছে  ভিয়েতনামের জাতীয় ফুল এবং এই একটি উদ্ভিদ যা সারা দেশ জুড়ে জন্মে। লোটাস বা পদ্ম ফুল সাধারণত কর্দমাক্ত নোংরা পানিতে জন্মায়।

এই রেশম আঁশ পদ্ম ফুলের কান্ড থেকে তৈরি হয় যা সম্পূর্ণ প্রানীজ মুক্ত। এই বিরল টেক্সটাইল ফাইবার কোম্বোডিয়ার ওয়ার্কশপে বোনা হয়। কম্বোডিয়ার এই শিল্পগুলো প্রায় ৫০০০ হাজারেরও বেশি পুরানো একটি শিল্প।

 

কম্বোডিয়ায়,“সিল্ক বুনন” হাতের একটি বিশেষ দক্ষতা যা প্রধানত মহিলাদের জন্যই সংরক্ষিত । এটি একটি সূক্ষ ম্যানুয়াল প্রক্রিয়া যা অসীম ধৈর্য সহকারে এই মহিলাগণ তাদের হাতের নিপুন আর্টের মাধ্যমে পদ্মের কান্ড থেকে প্রাপ্ত আঁশকে বুনন উপযোগী রেশম সুতায় রূপান্তরিত করে। কম্বোডিয়ানরা তাদের পোশাকের মানের দিকে সর্বাধিক দৃষ্টি আকর্ষণ করে। যার ফলে লোটাস সিল্ক গুণগত মানের দিক থেকে অধিকতর উন্নত হয়ে থাকে।

 

মিয়ানমারের ফান থাই থুয়ান পরিবারের ২০ জন কর্মীর একটি দল রয়েছে যারা এই ফাইবার তৈরি ও সুতা তৈরির নিপুন কাজটি করে থাকেন। তারা প্রতি মাসে মাত্র ১০ থেকে ২০ টি স্কার্ফ তৈরি করতে পারেন। একটি ২৫ সেন্টিমিটারের স্কার্ফ ২০০ ডলারের বেশি মূল্যে বিক্রি করা হয়। আর এজন্যই এই ফাইবার থেকে তৈরি পোশাকের মূল্য অত্যাধিক হয়ে থাকে ।যা অন্যান্য পোশাকের দামের তুলনায় একটু বেশিই।

 

লোটাস ফাইবারের বৈশিষ্ট্য
লোটাস ফাইবারের বৈশিষ্ট্য

লোটাস ফাইবারের বৈশিষ্ট্য

অন্যান্য ফাইবারের মত এই ফাইবারেরও কিছু বৈশিষ্ট্য বিদ্যমান।

  1. লোটাস ফাইবারের ওজন অত্যন্ত কম
  2. এটি সিল্কের মত নমনীয় এবং লিনেনের মত মসৃণ ও কিছুটা স্বচ্ছ
  • এই ফাইবার অত্যন্ত সূক্ষ, স্থিতিস্থাপক ও আরামদায়ক
  1. সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এই ফাইবারের জীবাণু প্রতিরোধক ক্ষমতা বেশি
  2. আদ্রতা ধারণ ক্ষমতা অন্যান্য ফাইবারের তুলনায় বেশি এবং এটি সহজেই আদ্রতা শুষে নিয়ে শুষ্ক হতে পারে
  3. দীর্ঘদিন টিকে থাকার ক্ষমতা । ইত্যাদি

 

ইতিহাসঃ

পদ্ম ফুল হিন্দু এবং বৌদ্ধদের কাছে পবিত্র।পদ্ম ফুল তাদের নিকট মন, আত্মা, আলোকিতকরণ এবং দেহের শুদ্ধকরণের প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে মায়ানমারের এক মহিলার বিশ্বাস তাদের এই পবিত্রতায় পদ্ম শিকড় রেশমের উত্স রয়েছে।

মিয়ানমারের ফান থাই থুয়ান পরিবার বহু বছর ধরে রেশম তৈরি করে আসছে। বিলাসবহুল পোশাক তৈরির জন্য নিজেরাই রেশম পোকা থেকে সুতোর বর্ধন ও ফল সংগ্রহ করে আসছে। তবে সিল্ক তৈরি করা আলাদা, যা সাধারণত রেশমপোকা বা সিল্কওয়ার্ম থেকে আসে। তবে লোটাস ফুলের সিল্ক  ফাইবার কান্ড থেকে আসে, এটি কোনও ধরণের কীটের উপর নির্ভর করে না, এটি পুরোপুরি হস্তনির্মিত।

 

উজ্জ্বল হলুদ সিল্ক এবং পদ্ম সংস্করণের মধ্যে মূল পার্থক্য হলো- প্রাকৃতিক পদ্ম রেশমের প্রতিটি একক স্ট্র্যান্ড অবশ্যই হাতে বের করা হয়। এবং পদ্মের রেশমের প্রতিটি সুতা পদ্ম ফুলের কাণ্ড দিয়ে শুরু হয়। যদিও এই ফ্যাব্রিকটি কয়েক বছর ধরে মায়ানমারে পদ্ম ফুল ব্যবহার করে তৈরি করা হয়েছে, ফান থাই থুয়ান এর পরিবার কেবলমাত্র ২০১৭ সালে এই ফাইবারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।

চিত্রে একটি মেয়ে লোটাস ফাইবার সংগ্রহ করছে
চিত্রে একটি মেয়ে লোটাস ফাইবার সংগ্রহ করছে

 

প্রক্রিয়াজাতকরণঃ

টেক্সটাইল ফাইবার মূলত দুই ধরনের হয়ে থাকে ১) ন্যাচারাল বা প্রাকৃতিক ফাইবার এবং ২) ম্যান মেইড বা কৃত্রিম ফাইবার। লোটাস ফাইবার প্রাকৃতিক ফাইবারের অন্তর্ভূক্ত। এই ফাইবার বেশ ভঙ্গুর হয়ায় এটি শুকিয়ে যাওয়ার আগেই আঁশগুলো সংগ্রহ করতে হয় । সাধারণত ক্ষেত থেকে লোটাস এর কান্ড তোলে আনার পর কাঁচা বা ভেজা অবস্থায় ২৪ ঘন্টার মধ্যো আঁশ থেকে সুতা সংগ্রহ করা হয়। সূতা তৈরির এই কাজটি অত্যন্ত নিপুণ হাতে ও দক্ষতার সহিত করতে হয়।

 

ফাইবার সংগ্রহঃ

  1. অনেকগুলো লোটাসের শাখা বা কান্ড একত্র করা হয় এবং ৫-৬ টি শাখা একত্রে নিয়ে কর্তন করা হয়।
  2. টুইস্টিং প্রক্রিয়ার মাধ্যমে ২০-৩০ টি পরিষ্কার ফিলামেন্ট আলাদা করা হয়।
  3. অতঃপর ড্রাফটিং ও রোলিং এর দ্বারা একটি সূতায় পরিণত করা হয়।

ইয়ার্ন প্রস্তুতিঃ

  1. সুতা তৈরির পর সুতার জটকে বাঁশের তৈরি স্পিনিং ফ্রেমের উপর রাখা হয়।
  2. ওয়ার্পিং প্রসেসের জন্য সুতাকে উইন্ডারে রুপান্তরিত করা হয়।
  3. ওয়েফট প্রক্রিয়ায় ব্যবহৃত ইয়ার্নকে কুন্ডলী পাকিয়ে গোলাকার আকৃতি প্রদান করা হয়।
  4. সুতার অধিকতর জট পাকা প্রতিহত করার জন্য ৪০ মিটার সুতা তৈরির পর আলাদা পলিব্যাগে সংরক্ষন করা হয়।

 

উইভিং

  1. ঐতিহ্যবাহী কম্বোডিয়ান লুমে ফেব্রিক গঠন করা হয়
  2. উইভিং প্রক্রিয়ার সময় ফাইবারগুলকে শীতল রাখার জন্য ধারাবাহিকভাবে পানি দিয়ে ভিজানো হয়।
  3. প্রাকৃতিক ডাইং প্রক্রিয়া অবলম্বন করে সুতাকে বিভিন্ন রঙে ডাইং করা হয়।

 

লোটাস ফাইবার থেকে তৈরিকৃত স্কার্ফ
লোটাস ফাইবার থেকে তৈরিকৃত স্কার্ফ

 

নির্দেশনাবলী

এই লোটাস ফাইবার থেকে তৈরি স্কার্ফ/ পোশাক বেশি ধোয়ার প্রয়োজন হয় না। যদি তারপরও ধুতে হয় তাহলে নিম্নলিখিত নির্দেশনা বিবেচনা করতে হবেঃ-

  • খুব হালকা সাবান ব্যাবহার করতে হবে
  • এই ফাইবার থেকে তৈরি পোশাক পানিতে বেশীক্ষণ ভিজিয়ে রাখা যাবে না
  • পোশাক বা কাপড় সমতল আকারে শুকাতে দিতে হবে
  • কাপড় শুকাতে ড্রায়ার ব্যবহার করা যাবে না
  • কাপর আয়রণ করার ক্ষেত্রে বেশি হিট দেওয়া যাবে না। ইত্যাদি

 

সুতা তৈরির প্রক্রিয়া
সুতা তৈরির প্রক্রিয়া

উপসংহারঃ

কিছু ঐতহ্যবাহী বৈশিষ্ট বিরল এই ফাইবারকে স্যুভেনিয়র পর্‍্যটকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। এটি সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর নিকট বিলাসবহুল ফাইবার হিসেবে বিবেচিত হচ্ছে এবং তারা এই লোটাস ফাইবারকে আরো জনপ্রিয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এর ম্যানুফেকচারিং প্রক্রিয়া এখনোও সীমাবদ্ধ রয়েছে। কারন এই লোটাস থ্রেড বা সুতা তৈরিতে মাত্র গুটিকয়েক প্রশিক্ষণপ্রাপ্ত লোক রয়েছে।

তবে এ কাজে জড়িত থাকা ফান থাই থুয়ান পরিবারের লোকজন আশা করছেন যে, এই প্রাকৃতিক লোটাস ফাইবার থেকে উৎপাদিত ফ্যাব্রিক একদিন বৃহৎ শিল্পে পরিণত হবে

 

অবশেষে বলতে পারি যে, শুধু মায়ানমার ও কম্বোডিয়ার মতো দেশে এই ফেব্রিক সীমাবদ্ধ না রেখে পৃথিবীর প্রতিটা দেশে যদি লোটাস ফাইবারের বিস্তার সম্ভব হয়। তাহলে টেক্সসটাইল ও ফ্যাশান জগতে এই ফাইবারের তৈরি পোশাক আরও জনপ্রিয়তা অর্জন করবে।

 

 

সোর্স- #গুগল,উইকিপিডিয়া

রোমানা রশীদ তন্দ্রা

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

 

Tags: No tags

Comments are closed.