সিঙ্গেল নিডেল লকস্টিচ মেশিন অপারেশন
সিঙ্গেল নিডেল লকস্টিচ মেশিনঃ
সেলাই মেশিনের মধ্যে সাধারণ সেলাই মেশিন হলো সিঙ্গেল নিডেল লক স্টিচ সেলাই মেশিন। এই মেশিনকে প্লেইন সেলাই মেশিন ও বলা হয়। সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনটি গার্মেন্টসে সবথেকে বেশি ব্যবহৃত হয়। এই মেশিনের বিভিন্ন প্রকার ফিড মেকানিজম অন্তর্ভুক্ত রয়েছে। আপনার ভালোভাবে কিছু পোশাকের লেবেলে খেয়াল করলে দেখতে পাবেন “সিঙ্গেল নিডেল স্টিচিং” লেখা আছে, এর মানে হল কাপড়টি সিঙ্গেল নিডেল সুইং মেশিন দ্বারা সেলাই করা হয়েছে।
সুইং মেশিন এর প্রকারভেদঃ
লক স্টিচ সেলাই মেশিন দুই প্রকার
১.সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন
২.ডাবল নিডেল লক স্টিচ মেশিন
লক স্টিচ সেলাই মেশিনের কিছু বৈশিষ্ট্যঃ
- একটি অথবা দুইটি নিডেল বিশিষ্ট প্লেন সেলাই মেশিন।
- ওভেন ফেব্রিক দিয়ে পোশাক তৈরি করার ক্ষেত্রে এ মেশিন সবথেকে বেশি ব্যবহৃত হয়।
- লক স্টিচ মেশিনের গতি সাধারণত ১,৫০০ থেকে ৫,৫০০ এসপিএম (Stitches per minute) পর্যন্ত হয়।
- জুকি কোম্পানির (DDl – 5500) মডেলের মেশিনটি সর্বোচ্চ ৫ মিমি. দৈর্ঘ্যবিশিষ্ট স্টিচ তৈরি করে।
- ডিজিটাল মেশিনের মধ্যে কিছু কিছু মেশিনে সেলাই সুতা কাটা এবং অটোমেটিক ববিন ওয়াইন্ডিং এর ব্যবস্থা রয়েছে।
- কিছু কিছু ডিজিটাল লক স্টিচ মেশিনে সেলাইয়ের পূর্বে কাপড়ের প্রান্ত কাটার ব্যবস্থাও রয়েছে।
- লক স্টিচ মেশিন অপারেটর করা অনেক সহজ।
সংক্ষিপ্ত বিবরনীঃ
একজন শিক্ষার্থী সিঙ্গেল নিডেল লকস্টিচ মেশিন পরিচালনা জন্য প্রয়োজনীয় জ্ঞান ,দক্ষতা এবং কর্মক্ষেত্রে সুরক্ষার পদ্ধতি অনুসরণ করে সিঙ্গেল নিডেল লকস্টিচ মেশিন চালানোর জন্য প্রস্ত্তুতি গ্রহন, সেলাইয়ের জন্য মেশিন সেট করণ, সেলাই করণ এবং কাজ শেষে টুলস এবং ইকুপমেন্টস সহ কর্মক্ষেত্র পরিষ্কার করণ সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১.তৈরি পোশাক শিল্প (আর এম জি) কর্মক্ষেত্রে পোশাক তৈরি সংশ্লিষ্ট প্রোপারটিজ, কম্পোনেন্ট ও যন্ত্রপাতির ধারনা লাভ ও ব্যবহার করতে পারবে।
২.আর এম জি কর্মক্ষেত্রে হেলথ, সেফটি অ্যান্ড ইথিকস প্রাকটিস এর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।
৩. পোশাক সেলাই এর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।
প্রত্যাশিত শিখনফলঃ (১) কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে
পারদর্শিতা নির্ণায়ক / মানদন্ড
১.১ পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সম্মত পদ্ধতি (OSH) অনুসরন করবে।
১.২ প্রতিষ্ঠানের বিধি মেনে কাজের প্রয়োজন অনুযায়ী পিপিই সংগ্রহ ও পরিধান করবে
১.২ প্রয়োজনীয় টুলস, ম্যাটেরিয়াল ও ট্রিমস স্পেসিফিকেশনস
অনুযায়ী সনাক্ত এবং সংগ্রহ করবে।
প্রত্যাশিত শিখনফলঃ (২) সেলাইয়ের জন্য মেশিন সেট করতে পারবে
পারদর্শিতা নির্ণায়ক / মানদন্ড
২.১ মেশিন পরিস্কার করবে এবং লুব্রিকেন্ট চেক করবে ।
২.২ প্রয়োজন অনুযায়ী মেশিনে ব্যবহারের জন্য বিভিন্ন সেফটি গার্ড চেক করবে এবং ব্যবহার করবে।
২.৩ কাজের স্পেসিফিকেশন অনুযায়ী ফ্যাংশনাল ডিসপ্লে বোর্ড সেট করবে।
২.৪ মেশিনের ম্যানুয়াল অনুযায়ী মেশিনের যন্ত্রাংশসমূহ চেক করবে এবং অ্যাডজাস্ট করবে ।
২.৫ ফেব্রিক, সুইং ম্যানুয়ালস এবং কাস্টমারের স্পেসিফিকেশনস অনুযায়ী মেশিনের নিডেল নির্বাচন করবে।
২.৬ মেশিন চালু করবে এবং স্বাভাবিক কাজের জন্য চেক করবে।
২.৬ থ্রেড টেনশন, এসপিআই ও সেলাইয়ের মান চেক করবে ।
২.৭ কাজের প্রয়োজন অনুযায়ী সুয়িং মেশিন অ্যাটাচমেন্ট সমূহ সংযোগ করবে ।
প্রত্যাশিত শিখনফলঃ (৩) সেলাই করতে পারবে
পারদর্শিতা নির্ণায়ক / মানদন্ড
৩.১ সরল রেখা সেলাই অনুশীলন করবে।
৩.২ বক্ররেখা (কার্ভ লাইন) সেলাই অনুশীলন করবে।
৩.৩ ত্রিভূজ ও চতুর্ভূজ সেলাই অনুশীলন করবে।
৩.৪ গোলাকার সেলাই অনুশীলন করবে।
৩.৫ পোশাকের কম্পোনেন্ট সমূহ সংগ্রহ করবে এবং সেলাইয়ের জন্য প্রস্তুত করবে ।
৩.৬ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে কম্পোনেন্টসমূহ সেলাই করবে ।
৩.৭ সেলাইয়ের ত্রুটি চেক করবে এবং ক্রুটি সংশোধন করবে।
৩.৫ চেকিং এবং অতিরিক্ত সুতা ট্রিমিংয়ের মাধ্যমে সুইংয়ের গুনগতমান রক্ষা করবে ।
৩.৬ সুইং কম্পোনেন্টসমূহ একত্রে জমা করে ব্যান্ডেল বাধবে এবং পরবর্তী ধাপে পাঠাবে ।
প্রাসঙ্গিক বিষয় ও শর্তঃ
- সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন দ্বারা সুইং বা সেলাই সামঞ্জস্যপূর্ণ ও সাম্প্রতিক হতে হবে এবং ক্রেতার চাহিদা পূরণে সক্ষম হতে হবে।
- তৈরী পোষাক শিল্প প্রতিষ্ঠানে অনুকুল পরিবেশ, অবকাঠামো, যন্ত্রপাতি /মালামাল ও উপকরনের সংস্থান সাপেক্ষে নির্ধারিত গাইডলাইন অনুযায়ী সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন দ্বারা সুইং বা সেলাই করতে হবে ।
সোর্সঃ গুগল উইকিপিডিয়া ও বিএনকিএফ
মোঃ আশফাকুর রহমান টগর
ইন্সট্রাক্টর
টেক্সটাইল ও জিডিপিএম ডিপার্টমেন্ট
ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট,ঢাকা ।