Quality Control Management এর প্রয়োজনীয় টার্ম

আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সেকশন নিয়ে পোশাক তৈরি করা হয়ে থাকে । যার মধ্যে অন্যতম  এই বিভাগ ছাড়া ক্রেতার চাহিদা পূরণ করা সম্ভবপর নয়। তাই এই বিভাগ গুরুতপূণ ভূমিকা পালন করে। এই বিভাগ ক্রেতার চাহিদা পূরণ গেলে আমাদের প্রয়োজনিও কিছু টার্ম মনে রাখতে হবে। তাই আজ আমি সেই টার্ম গুলো সবার মাঝে তুলে ধরছি

Quality Control Management এর প্রয়োজনীয় টার্ম

১. Q.I এর পূর্ণরূপ কি ?

উত্তর: Quality Inspector

২. S.P.I এর পূর্ণরূপ কি ?

উত্তর: Stitch Per Inch

৩. D.H.U এর পূর্ণরূপ কি ?

উত্তর: Defect per Hundred Unit.

৪. D.H.U বের করার সূত্র কি ?

উত্তর: Defects × 100 ভাগ Total Cheek Quantity

 

আমরা জানি যে,

১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার

১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার

১২ ইঞ্চি = ১ ফুট

৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ

৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার

 

আপনার মেজার্মেন্ট এর ভালো জ্ঞান এর জন্য আরও জানতে হবে :

 ১ম অংশ

 

১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার

১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার

২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার

৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার

৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার

৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার

৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার

৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার

 

২য় অংশ

১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) বা ১.৫৯ মিলিমিটার

৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা) বা ৪.৭৬ মিলিমিটার

৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা) বা ৭.৯৪ মিলিমিটার

৭/১৬ ইঞ্চি = ৩. ১/২ (সাড়ে ৩ সুতা) বা ১১.১১ মিলিমিটার

৯/১৬ ইঞ্চি = ৪. ১/২ (সাড়ে ৪ সুতা) বা ১৪.২৯ মিলিমিটার

১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা) বা ১৭.৪৬ মিলিমিটার

১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা) বা ২০.৬৪ মিলিমিটার

১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ সাড়ে ৭ সুতা বা ২৩.৮১ মিলিমিটার

 

হাজারের মাপ:

১২৫ = ১ সুতা বা ১/৮

২৫০ = ২ সুতা বা ১/৪

৩৭৫ = ৩ সুতা বা ৩/৮

৫০০ = ৪ সুতা বা ১/২

৬২৫ = ৫ সুতা বা ৫/৮

৭৫০ = ৬ সুতা বা ৩/৪

৮৭৫ = ৭ সুতা বা ৭/৮

১০০০ = ৮ সুতা বা ১ ইঞ্চি

১টি মেজার্মেন্ট টেপ এ সাধারণত ৫’ ফুট বা ৬০” ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটার বা ১৫০০ মিলিমিটার

১ ইঞ্চি = ২.৫৫ সি.এম

১ সুতা = ০.৩১ সি.এম

২ সুতা = ০.৬৩ সি.এম

৩ সুতা = ০.৯৩ সি.এম

৪ সুতা = ১.২৭ সি.এম

৫ সুতা = ১.৫৫ সি.এম

৬ সুতা = ১.৮৬ সি.এম

৭ সুতা = ২.১৭ সি.এম

৮ সুতা = ২.৫৫ সি.এম

Writer

Md. Rasel Sheikh

Jr. Instructor

Department of Textile & GDPM

Tags: No tags

Comments are closed.