গল্প থেকে শেখা, পর্ব – ৭
গল্পের নাম: চলার পথে বাধা (সুযোগ)
একদা এক রাজা চলার পথে এক বড় পাথর রেখে দিল এবং দূর থেকে লক্ষ্য করতে লাগল যে কি হয়। সবাই তার পাশ কাটিয়ে চলতে থাকলো। আবার কিছু লোক তার পাশে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো যে রাজা চলার পথটা কেউ পরিষ্কার রাখতে পারেনা কিন্তু কেউ পাথরটাকে রাস্তা থেকে সরিয়ে দিল না। একদিন সেই পথ দিয়ে এক কৃষক সবজি মাথা নিয়ে যাচ্ছিল, সে পাথরটাকে দেখে সবজিগুলোকে নিচে নামিয়ে রেখে পাথরটাকে ঠেলে সরিয়ে দিতে চইল এবং অনেক কষ্ট করে শিখলে পাথরটাকে রাস্তার একপাশে সরিয়ে দিল।
যখন সে সবজির ঝুড়িটা মাথায় আবার উঠাতে গেল তখন সে দেখল যেখানে পাথরটা রাখা ছিল সেখানে একটা ব্যাগ রাখা আছে।
ব্যাগটি খুলে দেখল এক ভর্তি সোনার মোহর এবং সাথে রাজার একটি চিঠি লেখা আছে। চিঠিতে লেখা ছিল, যে এই সোনার মোহর গুলো তার যে এই পাথর টা রাস্তা থেকে সরিয়ে দিতে পারবে।
গল্পের নীতিকথা
জীবনে আমাদের সংগ্রামগুলি আমাদের শক্তি বিকাশ করে। লড়াই ছাড়া আমরা কখনই বড় হতে পারি না এবং কখনই শক্তিশালী হতে পারি না সুতরাং আমাদের নিজের পক্ষে চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং অন্যের সাহায্যের উপর নির্ভর না করা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ।