টেক্সটাইল সেক্টরে ফ্রি প্রশিক্ষন মিলবে ভাতা ও চাকরি

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিল ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম (সেইপ) এর আওতায় বিটিএেমএ এর তত্বাবধানে বিএসডিআই এর সাথে টেক্সটাইলের নিন্মক্ত কোর্স সমূহ পরিচালনা করে থাকে।

কোর্স সমূহঃ-

  • এ্যাপারেল মার্চেন্ডাইজিং ,
  • ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড লিন ম্যানুফ্যাকচারিং
  • প্রডাকশন প্লানিং এন্ড ম্যানেজমেন্ট

এসব কোর্সের সুবিধাঃ-

  • বিনা খরচে কোর্সটি শেখা সম্ভব এবং রয়েছে চাকরির ব্যবস্থা
  • কাজের সুযোগ বৃদ্ধি
  • দক্ষ কর্মীর চাহিদাপূরন

নূন্যতম যোগ্যতাঃ-

  • নূন্যতম ৮ম শ্রেনী অথবা সমমান।
  • বয়স সীমা ১৫ বছর থেকে ৪০ বছর।
Tags: No tags

Comments are closed.