Search Engine Optimization(সার্চ ইন্জিন অপটিমাইজেশন)

Search Engine Optimization

(সার্চ ইন্জিন অপটিমাইজেশন)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে-SEO এর পুরো রূপ হল Search Engine Optimization (সার্চ ইন্জিন অপটিমাইজেশন) । আমরা সবাই কম বেশি সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি যেমন Google, Yahoo, Bing ইত্যাদি ।আর এই সার্চ ইঞ্জিনের জন্যে কোন keyword কে অপ্টিমাইজ করে টপ পজিশনে নিয়ে আসার প্রক্রিয়াই হল SEO । এতে আপনার সাইটে অনেকেই সার্চ করে খুজে পাবে।

একটি সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া।ওয়েব সাইটের জন্য প্রিয়তা বৃদ্ধি করা।সাইটের ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি করা।
তথ্য বিনিময় ও প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত হিসেবে কাজ করে।

SEO কেন  দরকার-

আপনি যখন Google এ কোন কিছু লিখে সার্চ দেন তখন Google আপনার সামনে কিছু ওয়েবসাইটের লিস্ট সম্বলিত পেজ নিয়ে হাজির হয়। একে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সংক্ষেপে SERP বলা হয়। আপনি একটা ওয়েবসাইট অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে করলেন,যা অনেক তথ্যবহুল এবং প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করে যাচ্ছেন। সেটা আড়ালেই থেকে যাচ্ছে। আপনার পোস্ট/তথ্য গুলো কেউ জানতে পারছে না। তাহলে কি আপনার পরিশ্রম সার্থক হবে? উত্তর অব্যশই নেগেটিভ আসবে। কারন ওয়েবসাইট তৈরির পরই আপনার কাজ হবে আপনার সাইটকে সবার মাঝে পরিচিত করা। বিভিন্নভাবে আপনার সাইটকে আপনি  SEO করতে পারবেন। কিন্তু এই SEO করার কিছু কিছু টিপস অবলম্বন করতে হয়। তাহলে আপনার সাইট সম্পর্কে সবাই জানতে পারবে।

একটি পেজে সাধারণত ১০টি রেজাল্ট থাকে। দেখা যায় যে, বেশিরভাগ ব্যবহারকারীরাই  প্রথম পেজের ১০টি রেজাল্টের মধ্যে তাদের কাঙ্খিত বিষয় খুঁজে না পেলে দ্বিতীয়  পেজে না গিয়ে পুনরায় অন্য কিছু লিখে সার্চ করে। তাই সবাই চায় তাদের ওয়েবসাইট/ব্লগ/প্রোডাক্ট যেন প্রথম পেজের ১০টি রেজাল্টের মধ্যে থাকে। সারা বিশ্বের  লক্ষ লক্ষ ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতা করে এই ১০টি রেজাল্টের মধ্যে থাকা  অনেক কঠিন ব্যাপার। আর নতুন ব্লগ/ওয়েবসাইট হলে তো কথাই নেই। এজন্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয় যাতে আপনার ওয়েবসাইটটি সার্চ রেজাল্টের শুরুর দিকে থাকে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মুলত দুই ধাপের মাধ্যমে হয়ে থাকে-

১. অন পেজ অপটিমাইজেশন

যে কাজ ওয়েবসাইটের ভিতরে করা হয় তাকে অন পেইজ অপটিমাইজেশন বলে। যেমন: টাইটেল ট্যাগ,কনটেন্ট,কিওয়ার্ড ইত্যাদি ।

২. অফ পেজ অপটিমাইজেশন

যে কাজ ওয়েবসাইটের বাহিরে করা হয় তাকে অফ পেজ অপটিমাইজেশন বলে। যেমন:  ওয়েবসাইট, ব্লগ, ফোরাম, সোশ্যাল বুকমার্কিং সাইট, সোশ্যাল মিডিয়া(ফেসবুক, টুইটার, ইউটিউব,গুগল প্লাস ইত্যাদি) তে আপনার ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচার করা বা সোজা কথায় মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলতে আমরা সোজা কথায় বলতে পারি সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের ভাল সম্পর্ক তৈরি করা। একটা ওয়েবসাইট কখনোই পূর্ণতা পাওয়া এবং কোটি কোটি সাইটের অবস্থান থেকে প্রথম সারিতে তৈরি করতে হলে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ছাড়া কোন বিকল্প নেই।

 

Mst. Sathi Akter

Instructor of Computer Technology

Daffodil Polytechnic Institute

Tags: No tags

Comments are closed.