গার্মেন্টস শিল্পে ব্যবহিত মেশিনসূমহ

গার্মেন্টস শিল্পে ব্যবহিত মেশিনসূমহ

 

বর্তমান গার্মেন্টস ইন্ড্রস্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কাজের জায়গা । যারা টেক্সটাইল এবং জিডিপিএম বিভাগে পড়ালেখা করে তাদের জন্য চাকরির ব্যাপারে গুরুত্ব পূর্ণ  ভূমিকা পালন করে । কিন্ত এই জায়টায় চাকরি করতে গেলে এই জায়গার ব্যবহিত মেশিন গুলোর নাম জানতে হবে। তাই আমাদের ছাত্রছাত্রির জন্য আমার এই ব্লগ টি লিখা ।

 

Sewing মেশিনের নাম

1- Flat Lock – Brand: Hikari, Pegasus, Kansai & Seruba.

2 – Over Lock –  Brand: Seruba & Kansai.

3- Five Thread Inter Lock –   Brand: Juki & Pegasus.

4- Basic Machine –    Brand: Sun star, Brother, Juki & Sun sir.

5- Button Attached –   Brand: Brother.

6- Button Hole –   Brand: Brother.

7- Cutting Machine –   Brand:- K.M & Easman.

8- Kansai –   Brand: Kansai

9- Snap Button –   Brand: Local.

10- Cylinder pad –   Brand: Hikari, Seruba, & Kansai.

12- 2 Needle –   Brand: Juki & Brother.

13-Bar tack –   Brand: Brother & Sun star.

14- One Needle zigzag machine –   Brand: Hikari.

15- Rib Cutter –   Brand: Nito.

16- Bottom hemming –   Brand: Pegasus.

17- Double chain stitch –   Brand: Pegasus.

18- Iron [Vacuum table size: W48’’ x 30’’]-   Brand: Silver star.

19- Gas Boiler –    Brand   Energy Pac – MEL.

21- Thread Sucking Machine

22- Heat Seal Machine –   Brand: Local.

23- Needle Detector Machine   Brand: Paramount

24- Pull Test Machine    Brand : Safe

 

সুইং ফ্লোরের মেশিনঃ

  1. Plain Machine- সাধারণ সেলাই করার জন্য ব্যাবহার করা হয়। একটি মাত্র সুই বা নিডেল থাকে।
  2. Double Needle Machine- ২টি নিডেল দ্বারা সেলাই করা করা হয়।
  3. Over lock Machine- ২ টি প্লাই বা গার্মেন্টস এর অংশকে ধার ঘেঁষে সেলাই বা জোড়া লাগানোর জন্য ব্যাবহার কিরা হয় এই মেশিন। ৩ এর অধিক সুতা থাকে।
  4. Flat lock Machine- সিলিন্ডার বেড বা ফ্লাট বেড ধরনের হয়।
  5. Kanshai Machine- এই মেশিনের বিভিন্ন ব্যাবহার আছে। তবে স্পেশালই ইলাস্টিক গার্মেন্টস এর সাথে সেলাই করার কাজে লাগে।
  6. Button Hole Machine- গার্মেন্টস এ বোতাম লাগানোর জন্য গর্ত তৈরি করে।
  7. Button Join Machine – বোতাম লাগানোর জন্য ব্যবহৃত মেশিন।
  8. Bartack Machine- একই শেলাই বারবার এক লাইনের উপর দেওয়ার জন্য ব্যাবহার করা মেশিন।
  9. Cylinder Bed Machine- গার্মেন্টস এর স্লিভ বা হাতা সেলাই করে।
  10. Flat bed Machine-গার্মেন্টস এর বডি পার্ট সেলাই করে।

 

Writer

Md. Rasel Sheikh

Jr. Instructor

Department of Textile and GDPM

Daffodil Polytechnic Institute

Tags: No tags

Comments are closed.