Mastering-in-AI-Prompting---1920-by-1080

Exclusive workshop on “Mastering in Ai Prompting” on 27th January at BSDI

২০২৪ সালের Techjury নামক আন্তর্জাতিক টেকনোলজি সংস্থার পরিসংখ্যা মতাবেক ২০২৩ সালে পুরো পৃথিবীতে Artificial Intelligence এর মার্কেট সাইজ ১৩৬.৬ বিলিয়ন ডলারেরও উপরে। আবার ২০৩০ সালের মধ্যে এই মার্কেট বেড়ে দাড়াবে প্রায় ১,৮১১.৮ বিলিয়ন ডলার। বর্তমানে পুরো বিশ্বের প্রায় ৭৭% কোম্পানি Artificial Intelligence নিয়ে কাজ করার চেষ্টা করছে। এসকল কোম্পানি যেকোনো সময়েই তাদের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য Artificial Intelligence কে বাধ্যতামূলক করে দিতে পারে। তখন কিন্তু আমাদের এই গতানুগতিক ধারার পড়াশুনা সম্পূর্ণ সাহায্য করতে পারবে না।

আপনি নিশ্চয়ই আপনার জীবনের কোনো না কোনো সময়ে ChatGPT, Google Bard বা এরকম কোনো Artificial Intelligence assistant ব্যবহার করেছেন অথবা নাম তো অন্তত শুনেছেন। আবার আপনাদের অনেকে হয়তবা ChatGPT ব্যবহার করার সময়ে লক্ষ্য করেছেন যে ChatGPT আপনাকে এমন সব উত্তর দিচ্ছে যেগুলো বিরক্তিকর। অথচ আপনাদের মধ্যেই অনেকে হয়তবা ChatGPT কে কাজে লাগিয়ে আপনার আগোচরে সবার থেকে ভালো কাজ করছে। আসলে এটার গোপন রহস্য কি জানেন?

ছোটবেলা থেকে আদেশ বা Command দেওয়ার প্রথা দেখতে দেখতে আমরা হয়ত ভুলেই গেছি Boss এবং Leader এর পার্থক্য। হয়তবা এই ভুলের জন্যই আমরা Artificial Intelligence এর মত সম্ভাবনাময় Software যেমন ChatGPT ব্যবহার করতে পারছি না।

এর প্রধান কারন হলো আমরা ChatGPT কে command দেওয়ার চেষ্টা করছি বারবার। এই command করার অভ্যাস বাদ দিয়ে আমাদের অভ্যাস করতে হবে কিভাবে ChatGPT বা এরকম Artificial Intelligence assistant কে আমাদের পার্সোনাল সহকারী হিসেবে কাজে লাগানো যায়। 

এরজন্য আপনাকে “Command” করার পরিবর্তে  “Prompt” করার ক্ষেত্রে Master হতে হবে। 

Prompting কি জানেন? আসলে ChatGPT কে যদি আপনি একটি নবজাতক শিশু হিসেবে চিন্তা করেন যেই শিশুর মাথায় সকল তথ্য এবং জ্ঞান আছে তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। আপনাকে শিশুটিকে যত্ন সহকারে বুঝায়ে তার মাথা থেকে আপনার চাহিদা মত তথ্য বের করে নিতে হবে। Basically “Prompting” বিষয়টি এরকমই। 

আপনি যদি Prompting এ Master হতে পারেন তাহলে ChatGPT আপনার চাহিদা মত সঠিক ভাবে তথ্য প্রদান করবে এবং ChatGPT হয়ে যাবে আপনার পার্সোনাল এসিস্ট্যান্ট।

Prompting বিষয়ে আরো exciting সব তথ্য নিয়ে আপনাদের সাথে অতিশীঘ্রই দেখা হবে “Mastaring in AI Prompting” ওয়ার্কশপে Bangladesh Skill Development Institute (BSDI) তে।

আপনি গতানুগতিক পড়াশুনার সাথে অথবা আপনার চাকরী বা ব্যবসার সাথে Artificial Intelligence যুক্ত করতে চাইলে “Mastaring in AI Prompting” ওয়ার্কশপটি করতে পারেন মাত্র ৪৫০ টাকার বিনিময়ে। 

এজন্য শুধু আপনাকে নিচের ফর্মটি পূরন করতে হবে।

https://admission.bsdi-bd.org/

বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে..

Tags: No tags

Add a Comment

You must be logged in to post a comment