ক্যারিয়ার যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

ক্যারিয়ার যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

শিল্পায়ননির্ভর এ সময়ে যে কয়েকটি পেশাকে সবচেয়ে সম্ভাবনাময় ধরা হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদের মধ্যে একটি। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভিন্ন শিল্পে ব্যবহৃত যন্ত্রের ডিজাইন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন।

 

এক নজরে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

সাধারণ পদবী: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

বিভাগ: ইঞ্জিনিয়ারিং

প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং

ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম

লেভেল: এন্ট্রি, মিড

এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর

এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৩০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ

এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২৫ বছর

মূল স্কিল: পাওয়ার, ইলেক্ট্রনিক্স, টেলিকমিনিকেশন

বিশেষ স্কিল: সমস্যা সমাধানের দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, প্রজেক্ট ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোথায় কাজ করেন?

বিদ্যুৎ বিভাগ-যেমন Bangladesh Power Development Board (BPDB), Dhaka Power Distribution Company (DPDC), Dhaka Electricity Supply Company (DESCO), Rural Electrification Board (REB), Bangladesh Water Development Board of Bangladesh (BWDB)

শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ উপকেন্দ্র

মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান

প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সেনা, নৌ বা বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরএকজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কী ধরনের কাজ করেন? প্রতিষ্ঠান অনুযায়ী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ আলাদা হয়ে থাকে।

বিদ্যুৎ বিভাগঃ উৎপাদন বিভাগে উচ্চক্ষমতার জেনেরেটর এর নিয়ন্ত্রণ ও উৎপাদন পর্যবেক্ষণ

বিতরণ বিভাগঃ ট্রানমিশন লাইনের রক্ষণাবেক্ষণ

বিপণন বিভাগঃ বিল তৈরি

নতুন ভোক্তাদের সেবা প্রদান

ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণ

টেলিফোন বিভাগঃ নতুন সংযোগ প্রদান

নতুন নেটওয়ার্ক নির্মাণ

বিল তৈরি করা

শিল্পকারখানাঃ অটোমেটেড মেশিনের মেইন্টেনেন্স

ওভারহোলিং করা

ব্যবস্থাপনাঃ উৎপাদন ব্যাবস্থাপনা, মান নিয়ন্ত্রণ ইত্যাদি।

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

 

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। সাধারণত আপনার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

অভিজ্ঞতাঃ এ পেশায় অভিজ্ঞদের প্রাধান্য রয়েছে। সাধারণত ১-২ বছরের অভিজ্ঞতা কাজে আসে।

 

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

 

পাওয়ার সেক্টরে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান

টেলিকমিউনিকেশন কোম্পানিতে কমিউনিকেশন বিষয়ে জ্ঞান

PLC (Programmable Logic Controller), Microcontroller বিষয়ে জ্ঞান

C++ Programming language জানা

নন-টেকনিক্যাল জ্ঞানের মধ্যে উল্লেখযোগ্য হলো –

সৃজনশীল উপায়ে ও যৌক্তিকভাবে সমস্যা সমাধানের দক্ষতা;

বিশ্লেষণী ক্ষমতা, যা খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করতে পারে;

অন্যদের সাথে কাজ করার মানসিকতা থাকা;

বিভিন্ন ধরনের কাজ একসাথে সামলানোর দক্ষতা;

বড় কারখানায় ভারি যন্ত্রপাতি নিয়ে কাজ করার মানসিকতা থাকা;

কোথায় পড়বেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং?

বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিএসসি ডিগ্রি নিতে পারেন। আবার ডিপ্লোমা কোর্সেও পড়াশোনার ব্যবস্থা আছে। এছাড়া বাংলাদেশে বহু সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানকার বিশেষায়িত প্রশিক্ষণ আপনাকে নির্দিষ্ট কিছু কারখানা ও শিল্পাঞ্চলে কাজ পেতে সাহায্য করবে।

 

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মাসিক আয় কেমন?

 

সরকারি বিদ্যুৎ বিভাগ: ৩২০০০

সরকারি মালিকানাধীন লিমিটেড কোম্পানি: ৫২০০০

বেসরকারি প্রতিষ্ঠান (টেলিকম/ ব্যাংক/ বহুজাতিক প্রতিষ্ঠান) : ৩৫০০০- ৪০,০০০

অভিজ্ঞতা ও কারিগরি যোগ্যতা এবং বিশেষায়িত প্রশিক্ষনপ্রাপ্ত বিদ্যুৎ প্রকৌশলীরা বেসরকারিখাতে বা কনসালটেন্সি করে মাসে ১- ২ লক্ষ টাকাও আয় করতে পারেন।

 

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার কেমন হতে পারে?

 

যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজের পরিধি অত্যন্ত ব্যাপক তাই ক্যারিয়ারের শুরুতেই নিজের পছন্দের ক্ষেত্র নির্বাচন খুব জরুরি। কেউ যদি সরকারি পরিদপ্তরে কাজ করতে চান তবে বিদ্যুৎ উৎপাদন, পরিবেশন বা সংরক্ষণ বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কাজে যোগ দান করলে সেই বিভাগে পদোন্নতি সাপেক্ষে প্রধান প্রকৌশলী পর্যন্ত হতে পারেন যা অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। এছাড়া বেসরকারি কারখানা গুলোতেও সহকারী প্রকৌশলী থেকে ম্যানেজার কিংবা জেনারেল ম্যানেজার, হেড অফ অপারেশন পর্যন্ত পদোন্নতি পাওয়া সম্ভব। সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে সরাসরি মেজর পদে নিয়োগ দেয়া হয় যা থেকে ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল পর্যন্ত পদোন্নতি পাওয়া সম্ভব। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেশা অত্যন্ত বৈচিত্রময়- আপনার মেধা, সততা আর সময়োপযোগী প্রশিক্ষণ আপনাকে সরকারি কিংবা বেসরকারী প্রতিষ্ঠানে একজন অনন্য উপাদানে পরিনত করবে।

লেখক,

লেখকঃ মোঃ আব্দুল্লা-আল-মামুন রুপম

ইন্সট্রাকটর, ইলেকট্রিক্যাল

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

Comments are closed.