আধুনিক যুগে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন এর গুরুত্ব

– আধুনিক যুগে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন এর গুরুত্ব –

 

আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাই

আধুনিকতার উৎকর্ষ সাধনের সাথে সাথে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনে মানুষের কর্মক্ষেত্রও বেড়েছে।
ক্যারিয়ারে সফলতা পেতে অনেকেই   এ কর্মক্ষেত্রেকে বেছে নিয়ে নিজের চিন্তাধারার বিকাশ ঘটাচ্ছেন এন্ড (and)
আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনিং হচ্ছে তেমনই একটি কর্মক্ষেত্র।

=>  Architecture and Interior Design,আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনারের প্রধান লক্ষ্যই হচ্ছে লাইট,আসবাবপত্র,গৃহসজ্জা সামগ্রীর যথাযথ স্থানে ব্যবহারের মাধ্যমে বাড়ি, অফিস বা যেকোনো প্রতিষ্ঠানকে আরো আকর্ষণীয় ও আরামদায়কভাবে উপস্থাপন করা। যিনি দক্ষতার সাথে উক্ত কাজগুলো করে থাকেন তিনিই হচ্ছেন একজন আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনার।

মানুষ নিজের সৃষ্টিশীলতার বিকাশ ঘটিয়ে আবাসস্থল ও অফিস-আদালত,হাসপাতাল, বিদ্যালয় থেকে শুরু করে সব কিছুরই সৌন্দর্য বৃদ্ধি করতে চায়। আবাসস্থলের দরজা, জানালা, মেঝে, আসবাবপত্র, পর্দাটা কোমন হবে সে হিসাবটাও করে দেন একজন আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনার। মোটকথায় বলা চলে স্থাপনার ভিতরের ও বাহিরের দেওয়ালের রঙ,সঠিক আসবাবপত্রের ডিজাইন ও রঙে থেকে শুরু করে স্বল্প জায়গাকে কীভাবে বেশী করে ব্যবহার করা যায়, সেসকল যাবতীয় ডিজাইন ও সঠিক বাস্তবায়ন করাটাই একজন আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনারের কাজ।

=>আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন(Architecture and Interior Design) থেকে পাশকৃত শিক্ষার্থীদের কর্মক্ষেত্রঃ নিজেদেরকে এ ক্ষেত্রটির সাথে যুক্ত করে বর্তমান সময়ের তরুণ-তরূণীরা গড়ে তুলছে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার।

সম্ভাবনাময় ক্যারিয়ার – আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাই

রিয়েল এস্টেট
ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম
ইন্টেরিয়র ডিজাইন ফার্ম এ বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনারদের ব্যাপক চাহিদা।

এছাড়াও সরকারি বিভিন্ন সংস্থা,  যেমন-
গণপূর্ত
স্থাপত্য অধিদপ্তর
রাজউক
কেডিএ
সিডিএ
আরডিএ
বিডিএ
এলজিইডি

সিটি করপোরেশন সহ যেকোন নির্মাণ মূখী চাকুরীর ক্ষেত্রে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যেখানে রয়েছে কর্মনির্ভর সম্মানী।

তাছাড়া বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে একজন আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনারের ব্যাপক জনপ্রিয়তা।সর্বোপরি বলা যায়, আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন বহির্বিশ্ব ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

লিমা আক্তার
জুনিয়র ইনস্ট্রাক্টর
আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

Comments are closed.