সত্যিকারের প্রচেষ্টা কখনই ব্যর্থ হয় না

সত্যিকারের প্রচেষ্টা কখনই ব্যর্থ হয় না

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা,তা আমরা হয়তো প্রত্যেকেই জানি প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা ভিতর ভিতর অনুপ্রাণিত থাকেতে জীবন নামের জার্নিটা খুব সহজ নয়, আর বাস্তব বরাবরই কঠিন যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর না যদি কিছু করতে চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন

 

যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদে ছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেনআপনি এটা কখনই বলতে পারেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই, কারণ আপনি দিনে ঠিক একই পরিমান (২৪ ঘন্টা) সময় পান যা পৃথিবীর মহান আর সফল লোকেরাও পায়

 

বৃষ্টির সময় সমস্ত পাখিরা আশ্রয়ের খোঁজ করতে থাকে কিন্তু ঈগল আকাশের এতই উপর দিয়ে উড়ে যায় যে বৃষ্টি তাকে একফোঁটা ছুঁতেও পারেনাসেইরকমই জীবনে সমস্যা আসা একটি সাধারণ বেপার যেখানে আপনার মনোভাবই  (Attitude) সমস্ত পার্থক্যের সৃষ্টি করতে পারে

আজ যে ছেলে বেকার চাকরী পায়নি, যে ভদ্রলোক জীবনে  সমস্তটা হারিয়েছেন বা ক্লান্ত হয়েছেন তার জন্যেও এসব কথা আর আপনি যদি এমনি মন খারাপের স্টেশনে দাঁড়িয়ে ভাবেনকিছু তো হল না জীবনেতাহলে বলি বাড়ি ফিরে যান, ঘরে বসে  ভাবুন ছেলেবেলাতে ফিরে যান, সেই গল্পগুলোকে মনে করুন যে কলসির তলা থেকে জলটা তুলে এনেছিল, সেই কচ্ছপটাকে মনে করুন যে পিছিয়ে থেকেও রেসটা ছেড়ে চলে যায়নি আর মশাই ওরা পারলে আপনি পারবেন না? আর সেই রাজার কথা মনে আছে যে একটা মাকড়সাকে দেখে শিখেছিল, ওরা পারলে আপনি পারবেন না? পারবেন মশাই পারবেন আর মানুষ চাইলে কি না পারে বলুন তো, চোখ মুছুন উঠে দাঁড়ান

 

একটা লম্বা রাস্তা গাড়ি পারি দিচ্ছে তেল, ইঞ্জিন সব একেবারে সুন্দর এবং ঝক ঝকে চকচকে কিন্তু মাঝপথে গোল বাঁধল, গাড়ি গরম ইঞ্জিন না চাইতেই থেমে গেল এখন চালক মশাই এর হাতে দুটো রাস্তা খোলা, হয় বাড়ি ফিরে যাও,যেটা কিনা কিঞ্চিৎ সহজ উপায় আর একটা পথ খোলা উঠে দাঁড়াও, গাড়ি সারিয়ে পাল্লা দাও রাস্তাতে কিন্তু ভেঙ্গে পড়া মনকে জোড়া দেয়া কি অত সহজ? তার জন্যে  কাঁধের ওপর একটা হাত থাকা জরুরি , আর সে মানুষ খুব ভাগ্যবান যার কাঁধে হাত রাখার মতো মানুষ আছে কিন্তু এজগতে একলা যারা চলেন তাদের কাঁধে হাত না থাকলেও কিছু মানুষ যারা তাদের জীবন দিয়ে বুঝেছেন, জীবন মানে এক লড়াই আর জীবনের চোখে চোখ রেখে বলা, “বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী

গ্রাহাম বেলকেও তো বলেছিলো, বসে বসে এক জায়গা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে কোন মানুষের সাথে কথা বলা যাবে না রাইট ব্রাদার্সকেও তো বলেছিল, এই মানুষ কখনও আকাশে উড়তে পাড়বে না মানুষের জন্ম শুধু জমিনে চলার জন্য হয়েছে

গান্ধী যি কেউ বলেছিল, একজন একলা মানুষ কখনও পরিবর্তন আনতে পাড়বে না কিন্তু Impossible জিনিসকে Possible  করার জন্য আপনাকেও এই লোকদের মত লড়তে হবে কি জিনিস আপনি এটা দুনিয়াকে বলতে হবে,স্বপ্ন তাদেরই পূরণ হয়, যাদের স্বপ্নতে জীবন থাকে কারণ আপনার নিজের উপর বিশ্বাস আছে নজর আসমানে তো ঠিকই, কিন্তু পায়ের নিচে জমিন আছে একটি সফল জীবনের অর্থই এটা হয়ে থাকে নিজের Limit কে Stages করা দুনিয়ার System-কে Challenge করা সব সময় উপায় গুলোর খোঁজ করা, যার মাধ্যমে নিজেকে আপনি এক ভালো মানুষ বানাতে পারবেন

 

 

জীবনে বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদেরকে উন্নত করা উচিত যদি আমরা নিজেদেরকে উন্নত করা বন্ধ করে ফেলি তাহলে আমরা একই জায়গায় আটকে থাকবো, তাই যে যত নিজেকে উন্নত করবে সে ততই জীবনে এগিয়েও যাবে

আমি মনে করি, এই অনুপ্রেরণা মূলক কথা গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে

 

লিখেছেন

মো: শফিকুল ইসলাম (মিলন)

ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

Comments are closed.