220 ভোল্ট এসি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট ডিসি তে ব্যবহার করলে কি ঘটবে?
বিদ্যুৎ আমাদের জীবনে একটি অপরিহার্য বিষয় ।প্রতিদিনই আমরা বিদ্যুৎবিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করি । বৈদ্যুতিক ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করি বৈদ্যুতিক বাতি। আসুন আজ আমরা জানি এই ২২০ ভোল্ট (এসি)-তে রেটিং করা বৈদ্যুতিক বাল্বটিতে যদি ২২০ ভোল্ট ডিসি প্রয়োগ করা হয় তাহলে কি ঘটবে? চলুন এ ব্যাপারে আজ আলোচনা করে সমাধানে আসা যাক।
এই বৈদ্যুতিক বাতি বা ইনক্যান্ডিসেন্ট বাল্ব কি ধরনের লোড?
অনেকেই হেসে বলবেন এটা ত খুবই সহজ প্রশ্ন। এটা রেজিস্টিভ লোড। যেহেতু ফিলামেন্ট এখানে রোধের ন্যায় কাজ করে। কিন্তু বাস্তবতা ভিন্ন। রেজিস্টিভ আর পিওর রেজিস্টিভ দুটো শব্দের মধ্যে বেশ ফারাক রয়েছে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট পিওর রেজিস্টিভ নয়। এটি মূলত উচ্চ ইম্পিডেন্সবিশিষ্ট।
অর্থাৎ এই ফিলামেন্ট এ শুধুমাত্র রেজিস্টিভ বৈশিষ্ট্যই বহন করেনা, পাশাপাশি ইন্ডাক্টিভ এবং ক্যাপাসিটিভ বৈশিষ্ট্যও বহন করে। আর তন্মধ্যে রেজিস্টিভ বৈশিষ্ট্য খুবই নগন্য। যদিও বা রেজিস্টিভ বৈশিষ্ট্যে বাতির পাওয়ার রেটিং এর পরিবর্তনে বিভিন্নতা দেখা যায়। তবুও সেটি বাতির রিয়েক্টিভ বৈশিষ্ট্যের তুলনায় খুবই নগণ্য।

এভাবে ফিলামেন্ট ডিজাইন করার কারণ কি?
কারণ আমরা জানি, রোধ আপু এসি ভাইয়াকে পছন্দ করেনা। রোধের প্রভাব এসি প্রবাহের উপর নেই বললেই চলে। তবে ক্যাপাসিটিভ এবং ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স আপুরা এসি ভাইয়াকে খুব পছন্দ করে। তাদের প্রভাব এসি ভাইয়ার উপর বেশ প্রকট। তাই ম্যানুফেকচারারগণ ইনক্যান্ডিসেন্ট বাতির ফিলামেন্ট ডিজাইনের সময় রিয়েক্টিভ কম্পোনেন্টকেই প্রাধান্য দেয়।

২২০ ভোল্ট ডিসি ব্যবহার করলে কি ঘটবে?
ক্যাপাসিটিভ এবং ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স আপুরা এসি ভাইয়াকে পছন্দ করলেও ডিসি ভাইয়াকে তারা একদম পছন্দ করেনা। তারা ডিসি ভাইয়ার প্রতি বিরুপ আচরণ করে। আর রইল বাকি রেজিট্যান্স আপু। এই আপুর সাথে ডিসি ভাইয়ার খুবই মধুর সম্পর্ক। আর ফিলামেন্টের রোধ আপুর বয়স খুব কম (কম মানের রোধ) বলে ডিসি ভাইয়ার আকর্ষণ (অতিরিক্ত প্রবাহ) আরো বেড়ে যায়। আর কোন কিছুর অতিরিক্ত কখনোই ভাল না। যার ফলশ্রুতিতে বাল্ব এর ফিলামেন্টের ক্ষতি হয়। বাতিটি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে।
চোক কয়েলবিশিষ্ট টিউব লাইটে ২২০ ভোল্ট ডিসি ব্যবহার করলে কি ঘটবে?
এই পরিস্থিতিতে আরো মহাবিপদ। কারণ চোককয়েলবিশিষ্ট টিউব লাইট হল বিশুদ্ধ ইন্ডাক্টিভ লোড। আর আগেই বলা হয়েছে ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স আপু ডিসি ভাইয়াকে একদম পছন্দ করেনা। কয়েল বা ইন্ডাক্টর ডিসির ক্ষেত্রে শর্ট সার্কিট এর মত আচরণ করে। কারণ আমরা জানি, ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স XL = 2πfL যেহেতু ডিসির ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি শূণ্য তাহলে এক্ষেত্রে ইন্ডাক্টিভ রিয়েক্টেন্সও শূণ্য হবে। তাই টিউব লাইটটি শর্ট সার্কিটের ন্যায় আচরণ করবে।
তাই প্রতিটি মুহূর্তে আমাদের স্মরণ রাখতে হবে,এসিতে রেটিং করা বাতি ডিসিতে জ্বালানো যাবেনা। যদি জ্বালানোই যেত তাহলে ম্যানুফেকচারারগণ বাতির গায়ে ২২০ ভোল্ট এসি/ডিসি কথাটি উল্লেখ করে দিত।
লিখেছেন
মোঃ শফিকুল ইসলাম মিলন
ইন্সট্রাক্টর
