গল্প থেকে শেখা পর্ব- ৬

গল্প থেকে শেখা, পর্ব- ৬

গল্পের নাম:  এক টুকরো মাখন

এক টুকরো মাখন

এক কৃষক এক রুটি ওয়ালাকে একাউন্ট মাখন বিক্রি করেছিল। একদিন রুটিওয়ালা মাখন ওজন করে দেখলো যে সেটি এক পাউন্ডের কম। সে খুবই রেগে গেল এবং রেগে গিয়ে সেক কৃষকের নামে কোর্টে নালিশ করল। জজ সাহেব  জিজ্ঞেস করল সে কোন দাঁড়িপাল্লা ব্যবহার করেছে কিনা? কৃষক জবাব দিল,জনাব আমি পুরনো দিনের লোক আমার দাঁড়িপাল্লা নেই। কিন্তু একটি ওজন যন্ত্র আছে। জজ জিজ্ঞেস করল তুমি তাহলে মাখন মাপলে কি করে?

কৃষক জবাব দিল, জনাব আমার থেকে মাখন নেওয়ার অনেক আগে থেকেই আমি এক পাউন্ড রুটি নিয়ে ছিলাম। রুটিওয়ালার রুটি যখন নিয়ে আসে আমি তখন দাঁড়িপাল্লায় একদিকে তার রুটি চাপিয়ে দিয়ে অন্যদিকে মাখন চাপে দিয়ে ছিলাম এবং রুটির পরিমাণ মতোই মাখন দিয়েছিলাম।  যদি কেউ কম ওজনের জন্য দায়ী হয় তাহলে ওই রুটিওয়ালাই দায়ী।

গল্পের মূল কথা :

আামাদের জীবনে,অপরকে আমরা যা কিছুই দেই নিজেদের ক্ষেত্রে ঠিক তাই ফিরে পাই, অন্যকে ঠকানোর চেষ্টা করবেন না।

BSDI