এসএসসি পরীক্ষার পর অবসর তিন মাস নিয়ে ভাবনা

এসএসসি পরীক্ষার পর অবসর তিন মাস নিয়ে ভাবনা

এসএসসি পরীক্ষার পর অবসর তিন মাস নিয়ে ভাবনা

এসএসসি পরীক্ষা মানেই জীবনের একটি ধাপ অতিক্রম করা। তাই সকল SSC পরীক্ষার্থীর জন্য শুভকামনা জানাচ্ছি। এসএসসি পরীক্ষার পরবর্তী তিন মাস বিশাল একটা ব্যবধান পড়াশোনার থেকে দূরে থাকার। এ সময়ে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে তাদের ক্যারিয়ার থেকে। আবার অনেক শিক্ষার্থী অবসর সময়ের সঠিক ব্যবহার করে নিজেকে দক্ষ করে তুলে বিভিন্ন ক্ষেত্রে। বর্তমান যুগ একটি প্রতিযোগীতাপূর্ন যুগ। তাই জীবনে সফলতা আনার জন্য প্রয়োজন হয় দক্ষতার। কিছু ক্ষেত্র রয়েছে যেখানে দক্ষ হওয়ার বিকল্প নেই। এই সকল ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-

  • কম্পি‌উটার স্কিল
  • ইংলিশ কমুনিকেশন স্কিল
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি।

তাই এই অবসরের তিন মাস হেলায়-ফেলায় না কাটায়ে শিক্ষার্থীদের দক্ষ করার লক্ষ্যে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট বেশ কিছু কোর্স নিয়ে এসেছে। এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যাতে এসএসসি পরীক্ষার পরবর্তী অবসর সময়কে কাজে লাগাতে পারে। যা তাকে পরবর্তী ধাপ সহ ক্যারিয়ারের সর্ব ক্ষেত্রে এগিয়ে থাকতে সহায়তা করে।

তাই এসএসসি পরীক্ষার পর অবসর তিন মাসের সঠিক ব্যবহারের জন্য বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট নিয়ে এলো তিন টি প্যাকেজ।

প্যাকেজ সমুহঃ

  • প্যাকেজ ১. – কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন + বেসিক কমিউনিকেটিভ
    ইংলিশ
    মেয়াদ- ২মাস
  • প্যাকেজ ২ – কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন + গ্রাফিক ডিজাইন
    মেয়াদ- ২মাস
  • প্যাকেজ -৩ – বেসিক কমিউনিকেটিভ ইংলিশ / গ্রাফিক ডিজাইন
    মেয়াদ- ২মাস