Inclusive-leadership---2

৪র্থ শিল্প বিপ্লব করবে জীবনযাত্রাকে সহজতর।

৪র্থ শিল্প বিপ্লবকে মূলত প্রযুক্তির বিপ্লব বলা হয় যা মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। ৪র্থ শিল্প বিপ্লবকে কাজে লাগিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে সামনের দিকে। ৪র্থ শিল্প বিপ্লবের ফলে বাড়বে মানুষের কর্মসংস্থান এবং কমে যাবে নিন্ম কর্মসংস্থান।

৪র্থ শিল্প বিপ্লবের মূল উদ্দেশ্যঃ-

৪র্থ শিল্প বিপ্লবের মূল উদ্দেশ্য হচ্ছে জীবনযাত্রার মান কে আরো সহজলভ্য করা। দৈনন্দিন কাজকর্ম নিয়ন্তন করবে প্রযুক্তির উদ্ভাবনসমূহ। যেখানে একটি মেশিন অন্য একটি মেশিনকে নিয়ন্ত্রন করবে, যেখানে একটি ডিভাইস অন্য একটি ডিভাইস কে নিয়ন্ত্রন করবে এবং মানুষের জীবনযাত্রা হবে টেকনোলজি বেস এবং সহজ।

Tags: No tags

Comments are closed.