বিএসডিআই এবং আরএকে সিরামিক্স এর উদ্যোগে বিশেষ অনুশীলন কর্মশালার আয়োজন

গত ২৬ জুলাই বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট RAK Ceramics এর মিড লেভেল ম্যানেজমেন্টের লিডারশীপ দক্ষতা বৃদ্ধির লক্ষে “Leadership & Business Communication” এর ওপর দিন ব্যাপী ট্রেইনিং সেশন পরিচালনা করে। সেশনে বিভিন্ন ডিপার্টমেন্টের মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সেশনটি পরিচালন করেন বিএসডিআই এর নির্বাহী পরিচালক জনাব কে এম হাসান রিপন। সেশনে ব্যাক্তিগত দক্ষতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানের উন্নয়নে লিডারশীপ এবং কমিউনিকেশন স্কিলস এর কার্যকরী ব্যবহারের গুরুত্ব আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীরা এর সম্পর্কিত নানা কৌশল অনুশীলন করেন।

এ সময় সেশনে RAK Ceramics এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন RAK Ceramics এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব শ্রী নিবাস। সেশন শেষে উপস্থিত ট্রেইনিদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এখানে উল্লেখ যে, বিএসডিআই  ২০০৩ সাল থেকে কর্পোরেট সেক্টরে সফলতার সাথে কর্মীদের কর্ম দক্ষতা উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে।