Presentation Skill Development. Why and How?

Sarah has recently completed her Diploma in Textile Engineering. She has obtained an excellent CGPA. She was looking for a job. She got a job in a renowned garment industry in the position of a merchandizer. In the first week of her joining the company, she had to present a sample to a foreign client. She always was afraid of the presentation. In the presentation, she could not do well. In the next month, she lost the job. It repeated several times. At last she understood that she must develop her presentation skill. Then she tried heart and soul and she made it and then she became a successful merchandizer.

Now, it is not that because of a merchandizer, she had to be a good presenter. Rather, whatever you do in your life, you need to be a good presenter if you want to go long. There do not have any other option rather than becoming a good presenter. Presentation seems a phobia to the most of the students and its presence is remarkable among the diploma engineers. But most of the students do not know that they are always presenting themselves. How? Let’s know how, but before that we must know that actually what presentation means. So, formally presentation means a speech in which a new product, idea, innovation is explained to an audience. If we make a generalized meaning of presentation, it will be –negotiation/conversation/explanation etc. We always need to negotiate with so many people in various places in different situation.

So, actually we are presenting ourselves all the time. Now, when we face a formal situation, we cannot do it. Why? There are several reasons. Demotivation of the seniors is a reason. When we come to know about presentation, our seniors  inform us that it is a very hard task. They couldn’t make it and so will happen to me. Thus a student become afraid of presentation, becomes demotivated, he/she starts to avoid it and cannot develop his/her presentation skill. Another reason is the psychological barrier. When we are not familiar to a situation, our psychology never allows us to participate in that situation. At the same time, while we stand in front of an audience (whoever they are – teacher/friends/unknown people) our conscious mind thinks itself, “What the
people are thinking of me? May be inside they will mock at me…” It happens in most cases with psychologically weak students. So, we know the reasons that creates barriers in the development our presentation skill. Now let’s see the ways we can develop our presentation skill.

If you want to develop your presentation skill, at first you have to grow up a strong will to do that. Then you have to start to remove the fear of being in crowed. If you can do that, the fear of presenting in front of an audience. Then try to talk keeping an eye contact to your audience. You can practice it with your friends or your family members. If you do not get any help from them, try it with a mirror. People  around you will whisper so many things about you, they will try to pull your leg. Avoid the criticism and turn it into a positive force which will boost you up in the long run. After all, practice more and more. Thus, you can be a good presenter.

Don’t be controlled by the negligence of the people around you. Rather focus on what you need to do. If you cannot present yourself, you cannot grab the attention of the world. At the same time, you cannot explain who and what you are. So, break the barriers and present you as you are to the world.

Peace…

Writer: Nahid Hasan 

Instructor, Daffodil Polytechnic Institute  

টেলিকমিউনিকেশনে ক্য়ারিয়ার ভাবনা (পার্ট-2)

টেলিকমিউনিকেশনে ক্য়ারিয়ার ভাবনা

আমরা যারা টেলিকমিউনিকেশন টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হব বা রানিং ছাত্র-ছাত্রী অথবা যারা কমপ্লিট করেছে সকলের জন্যে আজকে আমার এই লেখা। ৩ পর্বের টেলিকমিউনিকেশন ক্যারিয়ার আলোচনায় গত পর্বে আমরা আলোচনা করেছিলাম টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোন কোন বিষয় নিয়ে পড়ানো হয় এবং একজন শিক্ষার্থী পাশ করা পর্যন্ত কি ধরনের দক্ষতা অর্জন করে। আজ আমরা  দ্বিতীয় ধাপে আলোচনা করব, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ার পর একজন ছাত্র ছাত্রী কোন কোন টেকনিক্যাল সেক্টরে চাকরির সুযোগ সুবিধা থাকে।

যেহেতু টেলিকমিউনিকেশন এ ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার সাইন্সের জ্ঞান দেওয়া হয়, ফলে একজন শিক্ষার্থীর জন্য এই ডিপার্টমেন্ট এ পড়ার পর এই তিনটি ফিল্ডের যেকোনো একটি তার পছন্দসই বিষয়ে দক্ষ হয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে। 

টেলিকম থেকে একজন ছাত্র পাস করে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোতে সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন টেলিকম কোম্পানী যেমন: টেলিনর, ই ডট কো, হুয়াওয়ে, রবি, বাংলালিংক, এয়ারটেল ইত্যাদি তে ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গঠন করতে পারে। সেই সাথে সরকারি বিভিন্ন টেলিকম এবং অপটিক্যাল ফাইবার কোম্পানীগুলোতে, যেমন: বিটিসিএল, বিএসসিসিএল, বিটিআরসি তে চাকরির বিশেষ অগ্রাধিকার রয়েছে। এছাড়া বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জুনিয়র আইসিটি অফিসার অথবা সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ পেয়ে থাকে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশন টেকনোলজি থেকে পাশ করার পর একজন শিক্ষার্থীর জন্য বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারম্যান, সাইফার এসিস্ট্যান্ট হিসেবে যোগদানের সুযোগ রয়েছে, যার রেংক ওয়ারেন্ট অফিসার পর্যন্ত হতে পারে।

টেলিকমিউনিকেশন টেকনোলজি তে কম্পিউটার সাইন্সের ওয়েব, গ্রাফিক্স বিভিন্ন জিআইএস সফটওয়্যার এর বিষয়ে শেখানোর ফলে একজন ছাত্র ওয়েব/অ্যাপ্লিকেশন  ডেভেলপার, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার, গ্রাফিকস ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এছাড়া কারো যদি বিভিন্ন সমস্যা সমাধানে দক্ষতা থাকে তাহলে সে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম গুলোতে দক্ষতা অর্জন করে, দেশীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বিভিন্ন কনটেস্টে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের পোর্টফোলিও কে একজন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তুলে ধরতে পারে। সেই সাথে প্রবলেম সলভিং এর বিভিন্ন উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার মাধ্যমে স্যামসাং, হুয়াওয়ে এবং আরো বড় বড় কোম্পানিতে ইন্টার্ন বা সরাসরি চাকরিতে যোগদানের সুযোগ পেতে পারে।

এছড়াও টেলিকমিউনিকেশন টেকনোলজিতে ইলেকট্রনিক্স সম্পর্কে বিশদ জ্ঞান দেওয়া হয় বলে যে কোন শিক্ষার্থী চাইলেই আরডুইনো, মাইক্রোকন্ট্রোলার, এমবেডেড সিস্টেম, আইওটি ইত্যাদি তে পছন্দ অনুসারে দক্ষ হয়ে পাস করার পর এক জন এমবেডেড ইঞ্জিনিয়ার হিসেবে অথবা হার্ডওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গঠন করতে পারে। সেইসাথে চতুর্থ প্রজন্মের সিস্টেম ডিজাইনিং এর জন্য টেলিকম এর স্টুডেন্টদের জন্য অপার সুযোগ রয়েছে। এর একটি উদাহরণ হিসেবে বলা যায়, বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সাইন্স এর সমন্বয় বিভিন্ন অটোমেটিক সিস্টেম অর্থাৎ রোবটিক্স, সেলফ ড্রাইভিং কার, ইন্ডাস্ট্রি অটমেশন, দৈনিন্দন জীবনে ব্যবহৃত বিভিন্ন আইওটি ডিভাইস ইত্যাদির চাহিদা ব্যাপক ভাবে বেড়েই চলছে।

শিক্ষার্থীরা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর টেকনিক্যাল সেক্টর ছাড়াও আরো বিভিন্ন সেক্টরে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। পরবর্তী পর্বে আরো অন্যান্য সেক্টর এ ক্যারিয়ার গঠনের সম্ভাবনা এবং বিভিন্ন সুযোগ সম্পর্কে আলোচনা করব। সেইসাথে ধাপে ধাপে উচ্চ শিক্ষা, গবেষণা এবং ক্যারিয়ার গাইডেন্স সম্পর্কে আলোচনা করব।

ধন্যবাদ

 

লেখক:

আতিকুর রহমান (Atiqur Rahman)

জুনিয়র ইন্সট্রাক্টর, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

আজ না কাল (Today Not Tomorrow)

আজ না কাল

(Today Not Tomorrow)

আজ অনেক পড়ছি, আজ আর না, কাল পড়বো|

আজ অনেক কাজ করেছি, আজ আর না, কাল করব|

আজ আর না যাই, কাল যাব| দৈনন্দিন জীবনে আমরা এরকম অনেক কথাবার্তা বলে থাকি| আজ না কাল|

কিন্তু প্রকৃতপক্ষে, কাল যে সেই কাজটা, সেই পড়াটা, সেই জায়গায় যাওয়াটা আর হয়ে ওঠে না| কাল করব, কাল পড়বো, বলে আমরা যেটি রেখে দিই সেটি আমরা আর কখনোই সমাপ্ত করতে পারিনা| তার প্রমান আপনি নিজেই, বিগত কয়েকটি দিনের কথা আপনি চিন্তা করে দেখুন তো? এরকম অনেককথা বলেছেন যে, আজ না কাল, আসলে কি কাল যে সেই কাজটি হয়েছিল? হয়নি|

ছোটবেলায় একটি ভাব সম্প্রসারণ পড়েছিলাম –

“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,

গড়ে তোলে মহাদেশ, সাগর অতল|’’

আমরা অনেকেই ভাব-সম্প্রসারণ টি পড়েছি, কিন্তু তার যে মূলভাবটি কিন্তু আমরা ধারণ করতে পারিনি|

এটির মূল কথা হচ্ছে, অল্প অল্প করে জমা হতে হতে, এক সময় অনেক বড় কিছুতে পরিণত হয়|

আজকে একটু রাখলাম, কালকে একটু রাখলাম, পরশু আরেকটু রাখলাম, এইভাবে রাখতে রাখতে কাজটি এত বড় হয়ে যায়, তখন সেটি আর করা সম্ভব হয়ে ওঠেনা| তখন আমাদের কাছে সেটি মনে হয়, আমাদের দারা করা অসম্ভব না| একটা উদাহরণ দিলে সহজে বুঝা যাবে, অনেক ছাত্র-ছাত্রী আছে – যারা সেমিস্টার শুরুতেই নিয়মিত পড়াশোনা করে, দিনের পড়া দিনে সম্পন্ন করে, তাদের কাছে কোন পড়াশোনাই জটিল মনে হয় না|

আবার অনেক ছাত্র-ছাত্রী আছে – যারা শুরুতেই বলতে থাকে, কেবল তো সেমিষ্টার শুরু হল এখনো অনেক সময় আছে, আজ না কাল, কাল না পরশু, এরকম করতে করতে তাদের সেমিস্টার শেষ হয়ে যায় কিন্তু তাদের পড়া আর সম্পন্ন হয় না, কিছুদিন পরে ঝরে যায়, এবং সে মনে মনে ভাবে আমার জন্য পড়াশোনা সম্ভব না|

বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার সমূহ নিয়ে একটু চিন্তা করলে মাথা ঘুরে যায়| মোবাইল- আমাদের কাছে কোন ব্যাপারই না, কিন্তু পূর্বের মানুষের কথা চিন্তা করেন, তারা কখনো ভাবতেই পারেনি  যে, এখানে বসে তারা বাড়িতে তাদের পরিবারের

সঙ্গে কথা বলবে তাদের চেহারা দেখবে|

কম্পিউটার – বিজ্ঞানের আর এক বিস্ময়ের নাম| কম্পিউটারে কাজ করতে যেয়ে, এই যন্ত্রটি কে যত দেখি, ততো আমি অবাক হয়ে যাই|

কত রকম জটিল জটিল সমস্যা, মুহূর্তের মধ্যেই সমাধান করে দিচ্ছে| বিজ্ঞানের হাজারো আবিষ্কার আছে এরকম, যেগুলো আমাদেরকে বিস্ময় করে তোলে| অন্য কিছু ভাববেন না আমি বিজ্ঞানের আবিষ্কার নিয়ে কথা বলছি না, আমি এই সমস্ত কিছু আবিস্কার করার পিছনের যে কাহিনীগুলো ছিল সেগুলো নিয়ে একটু আলোকপাত করব|

টমাস আলভা এডিসন, বাল্ব আবিষ্কার করতে এক   হাজার বার ব্যর্থ হয়েছিল, কিন্তু উনি হাল ছেড়ে দেননি| অবশেষে বারবার চেষ্টা করার পরে তিনি সফল হয়েছেন এবং আজকে আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি| এরকম অনেক উদাহরণ আছে যেগুলো এখানে বলে শেষ করা যাবে না| তারা যদি আজ করবো না কাল করব বলে এই সমস্ত কাজগুলো এক/দুই দিন করে রেখে দিত তাহলে আজও আমরা সেই আদিমজাতি থেকে যেতাম, সভ্য হয়ে ওঠা আমাদের আর হতো না|

কালকের দিনটা কেমন যাবে আমরা কেউ জানিনা| আজকে যতটুকু সময় পেয়েছি সেই সময়টা যথাযথভাবে কাজে লাগাতে হবে| কালকেরটা কালকে দেখা যাবে| আজকে যতটুকু পারি ততটুকুই করতে হবে, মনের ভুলেও কালকের জন্য কোন কিছু রাখা যাবে না| একটা কাজ করার সময় ভাবতে হবে, বা পড়তে বসলে পড়াটা নিয়ে বলতে হবে, এটি আজকেই আমাকে সম্পন্ন করতে হবে| তাহলে কি হয় শরীরের ভেতরে, কাজ করার বা পড়াশোনা করার একটা শক্তি চলে আসে| কিন্তু আপনি যখন বলবেন যে আজ করব না কালকে, তখনি আপনার মন আপনার মস্তিষ্ক, আপনার ওই কথাটা কে সমর্থন করে অলস হয়ে যেতে শুরু করে এবং ধীরে ধীরে আপনি একটি অলস মানুষের পরিণত হবেন| ছোট ছোট কাজ সম্পন্ন করতে করতে একদিন দেখবেন আপনি অনেক বড় কাজ সম্পন্ন করে ফেলেছেন|

মনে করেন একটি গণিত বই তে, দশটা অধ্যায় আছে| প্রত্যেক অধ্যায় এ ত্রিশটা করে সমস্যা আছে| তাহলে মোট তিন শত সমস্যা দেওয়া আছে ওই গণিত বই টিতে|

একজন ছাত্র  পড়াশোনায় খুবই ভালো, সে কয়েকটা  অধ্যায়ের সমস্যার সমাধান করে দেখল খুবই সোজা, আমি এগুলো পারব| থাক পরে করব, আজ না| এইভাবে আজ না কাল করতে করতে যখন সামনে পরীক্ষা আসবে, তখন তার কাছে এই তিন শত সমস্যা সমাধান করার জন্য সময় থাকবে দুই থেকে তিন দিন|  তখন সে ভাল ছাত্র হওয়া সত্বেও, অনুশীলনের অভাবে সে কিন্তু আশানুরূপ ফল পাবেনা| কিন্তু  তিন শত সমস্যা  আপনি যদি প্রত্যেকদিন দুইটা করে সমস্যার সমাধান করেন, তো  তিন শত সমস্যা সমাধান করতে আপনার সময় লাগবে দেড়শ দিন| এক বছরে তিন শত পয়ষট্টি দিন| তো দেখেন আপনি নিয়মিত দুইটা করে সমস্যা সমাধান করেন তাহলে গণিত বই আপনার বছরের অর্ধেক সময়ের মধ্যেই সবগুলো সমস্যার সমাধান আপনি করে ফেলছেন| আর প্রত্যেকদিন দুইটা করে সমস্যার সমাধান  করতে যে কেউ পারে| কেউ যদি  প্রত্যেকদিন একটা করে সমস্যা সমাধান করে, দুই মাস আগে তার গণিত বইটির সকল সমস্যার সমাধান হয়ে যাবে| আমরা অনেকেই ছোটবেলায় কচ্ছপ আর খরগোশের দৌড় এর গল্প জানি| খরগোশ দ্রুতগতি সম্পন্ন হওয়া সত্বেও, এখন না পরে করব, এই মতবাদের উপর বিশ্বাস করে সে কিন্তু ধীরগতিসম্পন্ন কচ্ছপের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল| এরকম হাজারো উদাহরণ  আছে যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না|

প্রতিযোগিতাময় এই পৃথিবীতে, কোন কিছুই সহজে অর্জন করা সম্ভব না| কঠোর পরিশ্রম চেষ্টা ও সাধনার দ্বারা অনেক অসম্ভবকে সম্ভব করা যায়|

কয়েকটি বাস্তব উদাহরণ, মানুষ কি কখনও ভাবছিল আকাশের ঐ সুন্দর চাঁদে তারা অবস্থান করতে পারবে? কিন্তু সেটি সম্ভব হয়েছে| সেটি কি একদিনে সম্ভব হয়েছে? না, অনেক পরিশ্রম চেষ্টা-সাধনার দ্বারা মানুষ চাঁদকে পরাজিত করতে পেরেছে|

সুতরাং সর্বশেষ আমি বলব, আজকে যে সময়টা পাবেন সেই সময়টা সুন্দরভাবে কাজে লাগাবেন| আজকে যে সময়টি পেলেন সেটি আজকে কাজে লাগিয়ে ফেলুন| আজকে সম্পন্ন  করলে কালকে নতুন আরেকটি কাজ আপনি হাতে পাবেন| সেটি সম্পন্ন করার পরে আরেকটি নতুন কাজ আপনি হাতে পাবেন| কালকে করবেন বলে রেখে দিলে কালকে যদি আর একটা নতুন  আরেকটি সুযোগ আসে, সেটি কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না| আর ছাত্র-ছাত্রী যারা আছেন, তারা আজকে যে সময় পেলেন যতটুকু সম্ভব পড়াশোনার কাজে লাগিয়ে ফেলবেন, তাহলে কালকে নতুন একটি  অধ্যায়, নতুন একটি সমস্যার সমাধান  করার কৌশল কিন্তু অর্জন করতে পারবেন|

সুতরাং আমরা এই লেখাটি পড়ে শেষ করার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের প্রত্যেকটি সময়কে কাজে লাগাবো| কাল নয়, আজ থেকে, এখনই শুরু করে দিন|

 

 

 

লেখক,
এম. এম. শাহানুজ্জামান
লেকচারার,
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

 

গনিতের ইতিহাস

গনিতের ইতিহাস

গণিত করতে বসলেই হাত পা ঠান্ডা হয়ে যায়, মস্তিস্ক কোন কাজ করে না, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে – গবেষকদের মতে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় বিশ শতাংশ এই ধরনের গণিত নিয়ে ভীতিতে ভুগে থাকে। ফরাসি স্কুল ছাত্র লরেন সোয়াজও গণিত নিয়ে এ রকম ভীতিতে ভুগতেন। গণিতকে ভয় পাওয়া সেই লরেন সোয়াজ পরবর্তীতে গণিতের সর্বোচ্চ সম্মান ফিল্ডস মেডেলে ভূষিত হয়েছিলেন।
গণিত শিখতে চাইলে প্রথমে গণিতকে নিয়ে যে ভয়, সেই ভয়টাকে জয় করতে হবে।

গণিতে দক্ষতা অর্জন করতে হলে –

১। ইতিবাচক হওয়া – গণিত মানেই যুক্তি । যুক্তি বুঝতে অনেকেরই অনেক সময় লাগে। কিন্তু তার মানে এই না যে, এমন চিন্তা করব ” গণিত আমার জন্য নয়” বা আমি হয়ত এটা পারবো না” বা এটা পড়ার সামর্থ্য হয়ত আমার নেই।” আমি গণিতে দুর্বল ।
২। মুখস্থ না করে বুঝে করা – গণিত বুঝে করতে হবে। যদি বুঝে প্রতিটি কর, তাহলে সব জটিল সমস্যা সহজ হয়ে যাবে।
৩। অনুশীলন করা – যে গণিতগুলো পারি, সেগুলো আবার করলে কোন ক্ষতি নেই। বেশি কে অনুশীলন করলে গণিত দেখলেই বুঝা যায় সমাধান কিভাবে হবে। নিরন্তর অনুশীলন হল নিখুত ও নির্ভুলভাবে গণিত জয় করার চাবিকাঠি।
৪। গণিত শুধু বুদ্ধির খেলা – যে কোন জিনিষ উদাহরণ দিয়ে শিখলে তা অনেক ভালভাবে বুঝা যায়। তাই কোন গাণিতিক সমস্যা সমাধানের সময় উদাহরণ দিয়ে চিন্তা করলে সহজে সমাধান করা যায়।

বেশির ভাগ মানুষের এই গনিত কিংবা সংখ্যার প্রতি বিদ্যমান ভীতি লুকিয়ে আছে তাদের মস্তিস্কে। যারা গণিতকে ভয় পায় তাদের অনেকের মনেই এই ধারণা বদ্ধমূল যে তারা গনিতে খারাপ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা কিছু উল্টো। গণিত নিয়ে ভয়ে থাকে বলেই তাদের গাণিতিক সমস্যা সমাধান করার দক্ষতা কম।

গণিত একটি গুরুত্বপূর্ণ আর আবশ্যিক বিষয়। হিসাব নিকাশ কিংবা তথ্য উপাত্ত নিয়ে যে বিষয় তাকেই গণিত বলা হয়। গণিতের কাজ হচ্ছে সব ধরনের হিসাব নিকাশ নিখুঁতভাবে সম্পন্ন করা। গণিতের নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া একটু কঠিন। বিজ্ঞানের যে শাখায় পরিমাণ, গঠন, স্থান এবং পরিবর্তন বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয় তাকেই গণিত বলে। আর গণিত নিয়ে যারা গবেষণা করেন তাদের গনিতবিদ বলে।

গ্রিক পন্ডিত অ্যারিস্টোটলের মতে ” গণিত হল পরিমাণের বিজ্ঞান।আবার জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস এর মতে, ”গণিত হল সকল বিজ্ঞানের রাণী। গণিত বিজ্ঞানের ভাষা। এটি হলো গণিতের সার্বজনীন ভাষা। এ ভাষা ব্যবহার করে বিজ্ঞানীরা বা গণিতবিদগণ একে অপরের সাথে মতামত বিনিময় করে থাকেন।
গণিতের সূচনা হয় প্রায় ৫৫০০ খ্রিষ্টপূর্বাব্দে বর্তমানে ইরাকের দক্ষিণ অংশ তৎকালীন সময়ে মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল। মেসোপটেমিয়ার বাসিন্দা ছিল সুমেরীয়রা। তারা ছিল পৃথিবীর প্রথম সংগঠিত ও শহরে বসবাসকারী মানবসম্প্রদায়। দৈনন্দিন কেনা-বেচার প্রয়োজনে সেখানে গণনা করার রীতি প্রচলিত হয়। তারা এক ধরনের মাটির তৈরি টোকেন ব্যবহার করা শুরু করে এবং প্রতিটি টোকেন দ্বারা একটি অঙ্ক বোঝানো হতো। শহরে নাগরিকদের কর, রাজস্ব আদায়ের হিসাব-নিকাশ, পণ্যদ্রব্যের হিসাব, পশু গণনা ইত্যাদি কাজে এগুলো ব্যবহার করা হতো।
এভাবে প্রায় এক হাজার বছর পেরিয়ে যায়। নতুন সা¤্রাজ্যের বিকাশ ঘটে আর সুমেরীয়দের অর্জিত জ্ঞানের শিখা ছড়িয়ে পরে আরবের আরেক বিখ্যাত ভূখন্ডে বর্তমানে মিশর নামে পরিচিত। মিশরীয়রা গণিত ভালবাসত। হিসাব ও পরিমাপকে অপরের কাছে প্রকাশ করার জন্য তারা বিভিন্ন চিত্রলিপি যেমন বস্তু ও প্রাণীর প্রতিমূর্তি ব্যবহার করত, যার কিছু নমুনা মিসরিয়ান হায়ারোগিøপে পাওয়া যায়।

এভাবে কয়েক হাজার বছর কাটল। গ্রিসের মানুষ তখন গণনা করতে শেখেনি। গ্রিস থেকে এক বিদ্যানুরাগী মিশরে আসলেন অধ্যয়ন করতে। বিদ্যানুরাগী সেই ব্যক্তিটি হলেন পিথাগোরাস। তিনি গণিতকে ভালবাসতে থাকেন এবং মিশরীয়দের প্রযুক্তি জ্ঞান দেখে অভিভূত হন। পরে তিনি নিজ দেশ গ্রিসে ফিরে এসে গণিত শিক্ষার একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
পিথাগোরাসের মৃত্যুর ২০০ বছর পর গ্রিসে জন্ম হয় আর্কিমিডিসের। তাকে প্রাচীন যুগের সেরা গণিতজ্ঞ ও দার্শনিক হিসাবে বিবেচনা করা হয়। ৭৫ বছর বয়সে আর্কিমিডিসের এক রোমান সৈন্যের হাতে মৃত্যুবরণ করেন। আর্কিমিডিসের মৃত্যুর পর ক্ষমতালোভী রোমানরা বহু শতাব্দী জুড়ে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার একটি বড় অংশে সা¤্রাজ্য বিস্তার ঘটায়।
গ্রিকদের উদ্ভাবিত গাণিতিক পন্থাকে রোমানরা পুরোদমে ব্যবহার করে গাণিতিক সফলতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। রোমানদের ব্যবহৃত রোমান সংখ্যার প্রচলন আজও আছে। এত সহ¯্র বছর পেরিয়ে গেলেও একটি সংখ্যা শূন্য এর ব্যবহার জানত না।

প্রাচীন মিশরীয়রা শূন্যকে কেবলমাত্র একটি প্রতীক হিসাবে ব্যবহার করত। প্রাচীন ভারতীয় গণিতবিদ শূন্যকে সংখ্যা হিসাবে প্রথম ব্যবহার করেন এবং বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেন। আনুমানিক ৭৭৩ খ্রীষ্টাব্দে একজন ভারতীয় বার্তাবাহকের ইরাকে আগমনের মধ্যে দিয়ে আরবের মানুষ শূন্যের সংগে পরিচিত লাভ করে। দূর – দুরান্ত এমনকি চীন, ভারত উপমহাদেশ থেকে প্রচুর ব্যবসায়ী ও বিজ্ঞানী বাগদাদে পাড়ি জমান। তাদের মধ্যে একজন আধুনিক বীজগণিতের জনক আল খোয়ারিজমি। তিনি সর্বপ্রথম গুণ, ভাগ করার সহজ প্রক্রিয়া উদ্ভাবন করেন যেটাকে আমরা অ্যালগরিদম বলি।

ব্যবসা – বাণিজ্যের সুবাদে আরবীয় বণিকদের কাছ থেকে শূন্যের ব্যবহার সম্পর্কে উত্তর আফ্রিকার বণিকেরা অবগত হন। তারাও ভারতীয়দের আবিস্কৃত সংখ্যা পদ্ধতিকে নিজেদের মধ্যে জনপ্রিয় করে তোলেন। ১১০০ সালের শেষের দিকে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার ফিবোনাচ্চি নামে এক তরুণ গণিতবিদের প্রচেষ্টায় ইউরোপে শূন্যের ব্যবহার ছড়িয়ে পরে। তিনি জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও বাবার সঙ্গে ব্যবসার সুবাদে আলজেরিয়াতে এসেছিলেন। তিনি ১২০০ সালে নিজ দেশ ইতালিতে ফিরে লিবার আবাচি (খরনবৎ অনধপর), ইংরেজি নাম ঞযব ইড়ড়শ ড়ভ ঈধষপঁষধঃরড়হ, যেখানে তিনি সর্ব প্রখম আল খোয়ারিজমির উদ্ভাবিত বীজ গাণিতিক ধারণাকে ইউরোপিয়ানদের সাথে পরিচয় করিয়ে দেন। মধ্যযুগে তিনি প্রধান গণিতবিদ, যার বীজগণিত, সংখ্যা তত্ত¡, পাটিগণিত ও জ্যামিতিতে অবদান রয়েছে। এরপর মানবসভ্যতাকে আর পিছিয়ে তাকাতে হয়নি। সপ্তদশ শতকে আইজাক নিউটন ও গটফ্রিড ভিলহেল্ম লাইবনিৎস ক্যালকুলাস উদ্ভাবন করেন। গণিতবিদেরা বিভিনান সমস্যার উপর ক্যালকুলাস প্রয়োগ করেনএবং গণিতের নতুন নতুন শাখারও উদ্ভাবন করেন।

বিংশ শতাব্দীতে গণিতের ক্ষেত্রে গবেষণায় জোয়ার আসে। অন্যদিকে হিলবার্ট বিংশ শতাব্দীর শুরুতে গণিতের ২৩টি সমস্যা প্রস্তাব করেছিলেন এবং আশা করেছিলেন যে গণিতবিদরা এই সমস্যাগুলির সমাধানে ব্যস্ত থাকবেন। কিন্তু কিছু সমস্যার সমাধান আজও হয়নি। যেমন – মৌলিক সংখ্যা সম্পর্কিত রিমান অনুকল্প। হিলবার্টের রেখে যাওয়া সমস্যা এবং আরও নতুন কিছু সমস্যা নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্লে ম্যাথমেটিক্স ২০০০ সালে গণিতের এই সমস্যাগুলির সমাধানের জন্য মিলেনিয়াম পুরস্কারের ঘোষণা করেছে। ঘোষণাকৃত ৭টি সমস্যার যে কোন একটি সমাধান করলে একজন গণিতবিদ ১ মিলিয়ন ডলার পুরস্কার পাবেন।

বিজ্ঞানের কয়েকটি বিষয়ে নোবেল পুরস্কার প্রদানের ব্যবস্থা থাকলেও গণিতের জন্য কোনো নোবেল পুরস্কার নাই। ১৯৩৬ সাল থেকে গণিতের সবচেয়ে মর্যদাপূর্ণ পুরস্কার ”ফিল্ডস মেডেল বা ফিল্ডস পদক” নামে পরিচিত। গণিতে অসামান্য অবদান রাখার জন্য প্রতি চার বছর পরপর চারজন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়।
এছ্াড়াও ১৯৭৮ সালে ইসরাইলে উলফ ফাউন্ডেশন (ডড়ষভ ঋড়ঁহফধঃরড়হ) প্রতিষ্ঠিত হয়। গণিতে অসামান্য অবদান রাখার জন্য প্রতি বছর এই ফাউন্ডেশন পুরস্কার প্রদান করে থাকে।

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

ট্যুরিজম কেন পড়বেন?

ট্যুরিজম কেন পড়বেন?

হোটেল ম্যানেজমেন্ট একটা শিল্প । এই শিল্প এমন একটা শিল্প যেটা কখনোই কর্মসংস্থান বন্ধ হয়না ,তার একটা কারণ হচ্ছে হোটেলের একদিকে যেমন রয়েছে বাণিজ্য অন্যদিকে তেমন রয়েছে বিনোদন যা মানুষের  পেশা হিসেবে চিহ্নিত করা যায়। হোটেল ম্যানেজমেন্টর ছেলে মেয়েরা হোটেল ছাড়াও ট্যুরিজম,এয়ারলাইন্স, শিপিং, কাষ্টমার কেয়ার,যে কোন বিভাগেই কাজ করতে পারে। এছাড়াও মিডিয়া,পাবলিক রিলেশান ও ইন্টারটেনমেন্ট এর ক্ষেত্রেও কাজের সুযোগ আছে।

হোটেলে  প্রয়োজন অনুযায়ী সারাবছরই লোক  নেওয়া  হয়। ২/৩ বছর অভিজ্ঞতার পর এক হোটেল থেকে অন্য হোটেলে ও মুভ করা সম্ভব হয় ।হোটেল জব এর ক্ষেত্রে সাধারণত প্রার্থীর বিভিন্ন দিক দেখা হয়,যেমন-

কাজের প্রবণতা , কেমন কাজ করতে পারে , সপ্টস্ স্কিল,কমিনিকেশান স্কিল ,স্মাট্নেস ,লিডারশিপ এর ক্ষমতা , প্রার্থীর এ্যটিচিউড,বিষয় সম্পর্কে  ধারণা ইত্যদি।

ইন্টারভিউ বোর্ড গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রর্থীর নিয়োগ দেয়। হোটেল ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট যেখানে প্রতিটা ক্ষেত্রে ম্যানেজমেন্ট সিস্টেম সঠিক ভাবে পালন করা শেখানো হয়।শেখানে রয়েছে  অনেক বিভাগ।যেমন-

ফ্রণ্ট অফিসঃ এ বিভাগের কাজ সাধারনত গেস্ট বা অতিথিদের রিসিভ করা ,ঘর বুকিং করা ,জ্রুরী খোঁজ খবর দেওয়া, আর্থিক লেনদেন ইত্যাদি।পেশাদারির পাশাপাশি থাকতে হবে যে গুণঃ যেমন-

স্মার্টনেস, ইংরেজীতে চটপট কথা বলতে পারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, ভাল ব্যবহার  ইত্যাদি যে সব ছেলে মেয়েরা চৌকস , সবার সাথে মিশতে পারে তারা কিন্ত এই বিভাগে ভাল করতে পারে।

হাউজকিপিং বিভাগঃ অতিথিদের জন্য হোটেল রুম পরিস্কার-পরিচ্ছন্ন সাইট দেখা শুনা করা  যাতে অতিথি কমফট বোধ করে ।

ফুড্    এ্যন্ড বেভারেজ সার্ভিসঃ এই বিভাগ থেকে আপ্যায়ন ও পরিসেবা সাইট দেখে ।জেমন-বার,রেস্টুরেণ্ট, স্পেশাল রেস্টুরেন্ট, ব্যানকয়েট, রুম সার্ভিস ,কফি শপ,বারটেন্ডার ইত্যাদি।

এবার আসি ফুড প্রডাকশনঃ হ্যাঁ এই বিভাগ একটা হোটেলের সবচেয়ে গুরুত্বপুর্ন বিভাগ ,নামেই  বোঝা যায়

এর ফুড কোয়ালিটির উপরেই হোটেলের সুনাম হয়।এখানে কমি চ সেফ থেকে শুরু করে এক্সিকিউটিভ সেফ পযন্ত  বিভিন্ন পোস্ট আছে।এছাড়া ও একটা হোটেলের সেলস এ্যন্ড  মার্কেটিং ,পাবলিক, রিলেশান ,এইচ আর  বিভাগ, ইনফরমেশন টেকনোলজি, মেণ্টেনেন্স ,একাউণ্ট বিভাগে ও কাজ করা যায়। এভাবে

ট্রেইনি থেকে ম্যানেজারিয়ালে পর্যন্ত যাওয়া সম্ভব প্রার্থী তার পারফরমেন্স এর উপর ।এভাবেই প্রতিটি বিভাগ মিলিয়ে একজন গেস্ট যাতে  হাইয়েষ্ট  সাটিশফেকশন পায় সেদিকে লক্ষ্য রাখা হয় । হোটেল  ম্যানেজমেন্ট এ পড়ে কাউকে বসে থাকতে হয় না । চাইলে চাকরী না করে  একজন অন্টারপ্রনার হিসেবে ও নিজেকে  তৈরি করা যায়।

 

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

আমি ওয়েব ডেভেলপার হতে চাই! (পর্ব – ২)

আমি ওয়েব ডেভেলপার হতে চাই! (পর্ব – ২)

ওয়েব ডেভেলপার-আমরা জানি ওয়েব ডেভেলপমেন্টের দুটি অংশ Front End এবং Back End.  আমি পূর্বের ব্লগে ওয়েব ডেভেলপমেন্টের Front End নিয়ে আলোচনা করেছিলাম। আজ Back End নিয়ে আলোচনা করবো।

Back End ডেভেলপার হওয়ার যে কোন একটি Server side Scripting Language ভালো করে শিখতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে, সার্ভার সাইড স্ক্রিপ্টিং কি ?

স্ক্রিপ্টিং হচ্ছে প্রোগ্রামের আরেকটা সমার্থক শব্দ। এটা হচ্ছে কিছু instruction এর সেট, যেটা run করলে স্বয়ংক্রিয় ভাবে কিছু কাজ হয়। সার্ভার সাইড বলতে বুঝানো হয় এই স্ক্রিপ্ট গুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের বদলে সার্ভার থেকে নিয়ন্ত্রন করা।

যখন কেউ পিএইচপি ওয়েব পেজ ভিজিট করবে তখন ওয়েব সার্ভার পিএইচপি কোডগুলিকে কিছু Process করবে । যেটা দেখানো দরকার (Picture,Content ইত্যাদি) সেটা দেখাবে আর যেটাকে লুকানো দরকার (math calculation,file operation ইত্যাদি) তা লুকাবে এবং শেষে HTML এ রুপান্তর করে ইউজারের ওয়েব ব্রাউজারে পাঠাবে।

বর্তমানে যে সকল Server side Scripting Language সবচেয়ে বেশী জনপ্রিয় এর মধ্যে একটি বাচাই করে নিতে হবে। যেমন PHP, NodeJS, Python etc. আসুন আমরা এই সকল  Language সম্পর্কে জেনে নেই।

পিএইচপিঃ ইন্টারনেটে যত গুলো ওয়েব সাইট রয়েছে, তার মধ্যে 82.6% ওয়েব সাইট তৈরি করতে ব্যবহৃত হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি ল্যাংগুয়েজটি তৈরী করেছেন Rasmus Lerdorf । পিএইচপি সব প্লাটফর্মে সাপোর্ট আছে অর্থ্যাৎ ক্রস প্লাটফর্ম যেমন উইন্ডোজ, লিনাক্স (সব ইউনিক্স সদৃশ অপারেটিং সিস্টেমে চলবে)। পিএইচপি দিয়ে চাইলে ব্লগ, ইকমার্স থেকে শুরু করে এন্টারপ্রাইজ লেভেলের যেকোন এপ্লিকেশন কিংবা ওয়েবসাইট বানানো যায়। পিএইচপি’র কিছু জনপ্রিয় ফ্রেমওয়ার্ক রয়েছে যেমনঃ Laravel, CodeIgniter, Symfony, CakePHP, Yii, Zend Framework, Phalcon ইত্যাদি। এছাড়াও কিছু সিএমএস রয়েছে, যেমনঃ WordPress, Joomla, Drupal, OctoberCMS, OpenCart, ExpressionEngine, PyroCMS. Magento, Craft CMS ইত্যাদি।

নোড জেএসঃ যারা নতুন তাদের মধ্যে অনেকেই ভাবে নোড জেএস হয়তো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক! কিন্তু এটা সম্পূর্ণ ভুল। নোড জেএস কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক নয়। তাহলে নোড জেএস কি? নোড জেএস হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট Run-Time Environment। আচ্ছা বুঝলাম কিন্তু এই Run-Time Environment টা আবার কি? Run-Time Environment এর কাজ হচ্ছে নির্দিষ্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কোড গুলোকে রান করা।

আমরা জানি জে জাভাস্ক্রিপ্ট তৈরী করা হয়েছিলো শুধুমাত্র ব্রাউজার এর জন্য। আগে শুধুমাত্র ওয়েবসাইট Interective করার জন্য ব্যবহার করা হতো জাভাস্ক্রিপ্ট। একমাত্র ব্রাউজারই বুঝতে পারতো জাভাস্ক্রিপ্ট কোড। কিন্তু ২০০৯ সালে Ryan Dahl নামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাজারে নিয়ে আসে নোড জেএস আর পাল্টে দেয় সবকিছু! নোড জেএস আসার পর এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়! প্রত্যেকটা ব্রাউজার এর মধ্যে একটি করে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে যার কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড কে মেশিন কোডে রূপান্তর করা। Google Chrome এর আছে V8 Engine আর Mozilla Firefox এর আছে SpiderMonkey এবং প্রত্যেকটি ব্রাউজার এর জন্য রয়েছে আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন।

পাইথনঃ পাইথন একটা General Purpose High Level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । জেনারেল পারপাজ মানে হলো পাইথন দিয়ে আমরা নানা ধরনের এপ্লিকেশন সফটওয়ার বানাতে পারি । যেমন টা আগেই বলেছি, ডেক্সটপ বেসড , ওয়েব, গেমস ইত্যাদি । পাইথনের কোডিং সাইজ ছোট , কম কোড লিখে বেশি কাজ করা যায় । ফলে ডিবাগিং এবং কোড মেইনটেনেন্স অনেক সহজ হয়ে যায় । পাইথন কোড পড়তে অনেক সহজ , অনেক টা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মত । ফলে রিডেবিলিটি বেশি । সে জন্য প্রোগ্রামিং শেখাও অনেক সহজ হয়ে পড়ে । সহজে মানুষ কোড পড়ে বুঝতে পারে ।

পাইথনের বিরাট কম্যুনিটি গড়ে উঠেছে অনলাইনে । ফলে আপনি পাইথন বিষয়ক যে কোন সমস্যার সমাধান খুব সহজেই একটু খুঁজলেই পেয়ে যাবেন । Flask, Pyramid , Django এর মত পাইথনের অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে যার মাধ্যমে খুব দ্রুত এপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারবেন ।

ডাটাবেজঃ যেকোন একটি Server side Scripting Language শেখার পর আপনাকে ডাটাবেজ শিখতে হবে। ডাটাবেজের জন্য আপনাকে mySQL শিখতে হবে। এটা আপনি w3schools থেকে শিখতে পারবেন খুব কঠিন কিছু হবে না। ভালো সফটওয়্যার/ওয়েবসাইট ডেভেলপার হওয়ার জন্য ডাটাবেজ ও এসকিউএল শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকাল যত সফটওয়ার তৈরি করা হচ্ছে বা হবে তার শতকরা ৯৫ ভাগই ডাটা-কেন্দ্রিক। আর ডাইনামিক ওয়েবসাইট ডাটাবেজ ছাড়া কল্পনাই করা যায় না। যদিও আজকাল মংগোডিবির মত NoSQL ডাটাবেজ সিস্টেমে এসকিউএলের জ্ঞান ছাড়াই কাজ করা যায় তবু নানা কারণে SQL-এর প্রয়োজনীয়তা ফুরাবে না।

রিলেশেনাল ডাটাবেজ সিস্টেমগুলোতে ডাটা নিয়ে কাজ করার মূল ভাষা (Language) হচ্ছে SQL. ডাটাবেজ তৈরি, টেবল তৈরি, ডাটা ঢুকানো, ডাটা দেখা, আপডেট করা, ডিলিট করা তথা সব ধরনের ডাটাবেজ অপারেশন চালানোর জন্য ‍SQL অত্যাবশ্যক। SQL ছাড়া এই কাজগুলো করার কথা কল্পনাই করা যায় না। এমনকি আপনি যদি পিএইচপি, জাভা, পাইথন কিংবা সি শার্প দিয়ে কোন ডাটাবেজের সাথে সংযোগ তৈরি করেন এবং উক্ত প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সাহায্যে ডাটা ইনসার্ট/আপডেট/ডিলিট/ভিউ করতে চান তাহলেও ‍SQL লাগবে। যদিও অনেক প্রোগ্রামিং ল্যাংগুয়েজে ওবজেক্ট রিলেশনাল ম্যাপিং (ORM) ব্যবহার করে SQL ছাড়াই এসব কাজ করা যায় কিন্তু কখনও কোন সমস্যা হলে ‍ SQL জানা না থাকলে অনেক সময় সেটা সমাধান করা অনেক সময় কঠিন হয়ে দাড়ায়।

তাহলে কি শুরু করে দিতে পারি দক্ষ ওয়েব ডেভেলপার হওয়ার মিশন?

 

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই)

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

মাইরের উপর ওষুধ নাই (রম্যরচনা)                                                                      

মাইরের উপর ওষুধ নাই (রম্যরচনা)

মাইরের উপর ওষুধ নাই (রম্যরচনা) – সকাল সন্ধ্যা স্টুডেন্টদের সাথে বক-বক করে আবার সন্ধ্যায় স্টাফ মিটিং করে একটু যে শান্তিতে শুয়ে বিশ্রাম নিবো তা আর কপালে সইলোনা । পাশের রুমে মা আর আমার এক নাম্বারের বাদর অনুজ হাও কাও লাগিয়েছে অনেক্ষন হলো । নাহ, আর সইতে পারছিনা । একটু দেখেই আসি ঘটনাটা কি । গিয়ে দেখি এই দুই বান্দা টিভি নিয়ে গবেষণা করছে রীতিমতো । মা বকা দিচ্ছে আমার ছোট ভাইকে । টিভিতে একটু পরপর সমস্যা হচ্ছে মা দেখতে পাচ্ছেনা তাই সে এবার টিভিটাই খুলে হাতুরে ইঞ্জিনিয়ারিং শুরু করেছে । আমি এই চরম ইঞ্জিনিয়ারিং মুহুর্তটি দেখতে হাতছাড়া করলাম না । আমি জানি একটু পর টিভি টা আরো বেশি খারাপ হয়ে যাবে, আর তখন মা যে কি ভাবে তাকে উত্তম-মধ্যম লাগাবে সেটা ভেবেই চোখ দুটো চক-চক করে উঠলো দেখার জন্য । মনের মাঝে সেই লেভেলের একটা শয়তানি হাসি দিয়ে উঠলো । সকালে আমার চা এ ফাজিলটা দুধের বদলে আটা মিশিয়ে ছিলো ।

মিনিট দশেক পর সব আগের মতো করে লাগিয়ে সে টিভিটা অন করতেই টিভির দৃশ্যের ভয়াবহ বিপর্যয় দেখতে পেলাম মানে আর চালুই হচ্ছেনা। এখন অপেক্ষা মা এর হাতে খুন্তি বা ঝাটার বাড়ি উঠার । কিন্তু এই রিমান্ডের আগ মুহুর্তে আমার অনুজ এক হাত উঠিয়ে বললো শান্ত থাকো সবাই। এখন আখেরি দাওয়া দিবো, এই বলেই প্যান্টের পেছনে হাত টা মুছে দুম-দুম দুটো কিল বসালো টিভির উপর । ব্যাস সেই অলৌকিক ঘটনাটি ঘটেই গেলো । টিভি একদম এইচডি কোয়ালিটির ছবি দেখাতে লাগলো । এই জাদু দেখানোর পর অনুজ তার মাথার চুলে নায়কের স্টাইলে হাত বুলিয়ে একটা ভাব নিয়ে বললো এমন কত ম্যাশিন ঠিক করলাম । সত্যি বলতে তার ইঞ্জিনিয়ারিং এ কতটা কাজ হয়েছে তা জানিনা তবে মাইর দিয়ে যে কাজটা হয় তা আমি নিজেই সাক্ষী ।

সকালে চা বানাতে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। চিনির বক্সটা এমন ভাবে জেদ অভিমান করে বসলো যে কিছুতেই অভিমান কমিয়ে খুলতে পারলাম না । শেষে আমিও একটু দিলাম এক থাপ্পর । ব্যাস অনন্ত জলিলের মত অসম্ভব কে সম্ভব করে ফেললাম । গোসল খানার শাওয়ার (ঝর্না) টা বেশ কিছুদিন অল্প করে নিজেকে জলদান করছিলো । মা এর ডাকে সাড়া দিয়ে প্লায়ার্স দিয়ে দিলাম কয়েকটা বারি । ম্যাজিকের মত এর পর থেকে পানি মুক্ত মনে পরতে লাগলো । সব মিলিয়ে সকাল-সকাল অসাধারণ অভিজ্ঞতার মাঝে দিয়ে শুরু করলাম । অনলাইনে ক্লাস নেওয়ার পুর্বে একবার ভেবে নিলাম সেই কোন এক মহাপুরুষ বলে গিয়েছিলেন মাইরের উপর নাকি ঔষধ নাই ।

ক্লাস নিতে মিটে ঢুকেই যখন দেখলাম ফাজিলের হাড্ডি গুলো ক্লাসে আসেনি আর যারা আছে তারাও ঝিমাচ্ছে তখন আবার মনে হলো মাইরের উপর ঔষধ নাই । কিন্তু মায়া ও হয় বাচ্চা গুলোর উপর আর অনলাইনে পিটুনি লাগানোর অপশনও নাই ।

ছোট বেলায় ভয়ানক কিছু প্রানীর মাঝে ছিলো ক্লাসের স্যার । ইনাদের হাতের ছিলো অসাধারণ পিটুনি শিল্প । এই শিল্প অধিকাংশই ঝরে পরতো উনাদের হ্যারিপটারের জাদুর লাঠি হতে । উনাদের সেই লাঠির জাদুতেই আজ আমরা বাঁকা পথে যাইনি। উনাদের এই শিল্প যে শুধু পিটুনি দিতেই লাগতো তা নয় , প্রতিভাও বের করে নিয়ে আসে। তখন আমি ৭ম শ্রেনীতে । আমার এক বন্ধু আর আমার মাঝে মোটামুটি ৩য় মহাযুদ্ধ সামনের ব্রেঞ্চে কে বসবে তা নিয়ে। বন্ধুর এর সাথে যুদ্ধে আমার শার্টের ২টি বোতাম শহীদ হয় । এই নিয়ে জমসেদ স্যার (স্কুলে ভয়ংকর রাগী স্যার হিসেবে পরিচিত) এর আদালতে বিচার হয় । আমাকে কান ধরে ২০ বার ইয়ে করতে হয় আর বেচারা বন্ধুকে ২০টা পিটুনি শিল্পের বেত্রাঘাত দান করে । স্যার যখনই তাকে বেত্রাঘাত দিতে লাঠি তুলে তখনই সে এমন ভংগিতে শারীরিক কসরত করে যে স্যার ৫/৬ টা বেত্রাঘাত দিয়েই হাসতে শুরু করে আর বলে সে নাকি ফিউচারে মাইকেল জ্যাকসন কে টেক্কা দিবে । সে বার বিদায় অনুষ্ঠানে স্যার তাকে একটা সুযোগও দিলো স্টেজে ব্রেকডান্স দেয়ার । সেই যে আমার দুটো বোতাম শহীদের বিনিময়ে তার স্টেজে উঠার সৌভাগ্য হলো তারপর থেকে প্রতি বছর আমাদের মহল্লায় তার নাচ দেখতে হয় বিজয় দিবসের অনুষ্ঠানে ।

বিকেলে বের হয়েছিলাম রাজশাহী পদ্মার পাড়ে বাতাস উপভোগ করতে। ভরা নদীতে পানির খেলা দেখে মন দুলে উঠলো নৌকার দুলুনি খেতে-খেতে । নৌকায় আমি বাদেও আরো কয়েকজন উঠলো ঠিকই কিন্তু নৌকার স্যালুমেশিন ইঞ্জিন আর স্টার্ট নেয় না। মাঝি তার চ্যালাকে চোখ রাংগিয়ে বললো “ মামুর ব্যাটা ঠ্যালে ঘুইরালেই হবে ? কান্ঠার উপ্রে স্যান্ধে লাগা” (রাজশাহীর আঞ্চলিক ভাষা) মানে শুধু ঘুরালেই হবেনা, মেশিনের এক পাশে জোরে মাইর লাগাতে হবে। মাঝির চ্যালা হাল্কা একটা বারি দিতেই ইঞ্জিন চালু। মাঝি তার হাজারী পাওয়ারের চশমাটা নাকের ৬০ ডিগ্রি কোণে স্থাপন করে ব্রাজিল রং এর দাত গুলো ভাসিয়ে হেসে বললো “ এঞ্জিনিয়ার হবি বোটা, শিখ্যালে কথা লুঠে লিবি” (রাজশাহীর আঞ্চলিক ভাষা)।

এখন বাসায় বসে বসে এই পিটুনি শিল্প বা মহাঔষধ (মাইর) নিয়ে ভাবছি আর লিখতে বসলাম সারাদিনের অভিজ্ঞতা। লিখতে লিখতে পিটুনি শিল্পের বাস্তবতা দেখে মনে মনে হাসছি খুব। আমার আদরের বাদর অনুজটা অনেক্ষন তার হাত ঘড়ির দিকে তাকিয়ে থেকে বললো ব্যাটারিটা তাহলে শেষ আবার এই করোনায় বের হয়ে ব্যাটারি লাগাতে হবে। আমি আড় চোখে তাকিয়ে বললাম হাত দিয়ে একটা চর থাপ্পড় মার। অব্যার্থ ওষুধ তা কি আর ভুল হয়, চলতে  শুরু। আরকি সন্দেহ থাকে এই সাত কলার রঙচোখা জীবনে। পিটুনির তেল মারা কথা শেষ করতে হবে তাই এখনি ভাবলাম ইতি টানবো। কিন্তু বিধীবাম, কী-বোর্ডের সমস্যা একটু পর-পর কয়েকটা কী কাজ করছেনা। শেষ ওষুধ তো আছেই হুহুহুহাহাহা। ইয়া ঠাস ঠাস ঠাস…………………….

একটু আগে এক্স-রে করে আসলাম। এখন আমার বর্তমান অবস্থাটা আর নাই বা বললাম, কিন্তু আমার অবস্থাটা নিচের লাইন টুকু পড়ে একটু হলেও আন্দাজ করতে পারবেন ………………………….

“ হুতাসে মেতে চটকনা দিয়ে হাত করলাম ফুলিয়ে হাতি,

স্বস্তা ওষুধ ব্যাবহারে সাইড ইফেক্ট পড়ে নিয়ো হে মহা জ্ঞাণী এই জাতি ”

 

কপি রাইটঃ এস. এম. রাজিব আহম্মেদ

ইন্সট্রাকটর, কম্পিউটার টেকনোলজি

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

 

ফ্রেশারদের চাকুরীর প্রস্তুতিঃ [পর্ব ৩]

 

ফ্রেশারদের চাকুরীর প্রস্তুতিঃ [পর্ব ৩]

চাকুরীর ইন্টারভিউতে কেমন হওয়া উচিত আপনার পোশাক
মোঃ জায়েদুল হক, ইন্সট্রাকটর, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

 

ইন্টারভিউতে চাকুরীপ্রার্থীর যোগ্যতা, বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও উপস্থাপনের দক্ষতা চাকুরীদাতা যাচাই করে থাকেন। ইন্টারভিউতে চাকুরীপ্রার্থীর সফলতা তার আচার আচরণ, পরিচ্ছন্নতা, চিন্তা-ভাবনা, পোশাক ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। চলুন এই পর্বে জেনে আসি চাকুরীর ইন্টারভিউতে কেমন হওয়া উচিত আপনার পোশাক।

 

ক) পুরুষদের ক্ষেত্রে
ইন্টারভিউতে আপনার পোশাক হিসেবে সাদা ফুল স্লিভ শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট কালো মোজা এবং কালো পলিশ করা চামড়ার সুজ হতে পারে আপনার প্রথম পছন্দ। সাদা শার্টের পরিবর্তে নেভি ব্লু ,কালো, ধূসর ও বাদামি ইত্যাদি রঙের শার্ট বেছে নিতে পারেন। খুব বেশি উজ্জ্বল ও টকটকে রঙের শার্ট পরিহার করতে হবে। কালো চামড়ার সুজের পরিবর্তে বাদামী চামড়ার সুজ বেছে নিতে পারেন । বাদামী সুজের ক্ষেত্রে বাদামী বেল্ট পড়ুন। আপনার সুজ যাতে অতিরিক্ত স্টাইলিশ না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন।

যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিচ্ছেন, সেই প্রতিষ্ঠানে ধরন ও যে পজিশনের জন্য ইন্টারভিউ দিচ্ছেন তার উপর নির্ভর করে আপনি স্যুট-টাই বেছে নিতে পারেন। শার্টের সঙ্গে মানানসই হালকা রঙের টাই পরিধান করুন। গাঢ় রঙের টাই পরিহার করুন। হালকা রঙের ফুল স্লিভ শার্টের সঙ্গে গাড় রঙের স্যুট অথবা গাঢ় রঙের ফুল স্লিভ শার্টের সঙ্গে হালকা রঙের স্যুট আপনার পারসোনালিটিকে আকর্ষনীয় করে তুলতে পারে। নিট ও ক্লিন শেভ অথবা দাঁড়ি রাখলে তা খুব ভালো করে ট্রিম করে নিবেন। হেয়ার স্টাইলটা যাতে মার্জিত এবং পরিপাটির হয় তা লক্ষ্য রাখুন।

জিন্স, টি-সার্ট, ফতুয়া ইত্যাদী পোশাক অবশ্যই পরিহার করুন।

 

 

খ) নারীদের ক্ষেত্রেঃ
চাকুরীর ইন্টারভিউতে নারীদের মার্জিত পোষাক পরিধান করা জরুরী। হালকা কালারের শাড়ি পরতে পারেন। শাড়ি সঙ্গে ম্যাচ করে ফুল স্লিভের ব্লাউজ ও শাড়ি সঙ্গে মানানসই জুতা পছন্দ করবেন। হাই হিলের জুতা না পরাই ভালো। অতিরিক্ত কারুকাজ পূর্ণ শাড়ি এড়িয়ে চলতে হবে। মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত মেক আপ না নেওয়াই উত্তম। চাকরির ইন্টারভিউতে যতটা সম্ভব সজীব, পরিচ্ছন্ন ও স্বাভাবিক থাকার চেষ্টা করুন। ধর্মীয় রীতিনীতি মেনে হিজাব পরলে ইন্টারভিউতে ইমপ্রেশন নষ্ট হবে- এমন ধারণা ভুল। বরং হিজাবের সঙ্গে মানানসই রক্ষণশীল পোশাকে হয়ে উঠতে পারেন অনন্যা।  হিজাব ব্যবহারের ক্ষেত্রে পোশাকের রং ও ধরনকে মাথায় রেখে হিজাব বাছাই করতে হবে। পোশাকের রঙের সাথে মিলিয়ে বা বিপরীত রঙের হিজাব ব্যবহার করতে পারেন।

 

আজ এই পর্যন্তই। আমন্ত্রন থাকল পরবর্তী পর্ব পড়ার জন্য।

 

The history of printing

The history of printing

The history of printing-Printing, or the process of reproducing text and images, has a long history behind it. This page describes the evolution of print. It acts as a summary of a more elaborate description that starts. You can also click on the title of each century to get more in-depth information. There is a separate section on the history of prepress.

3000 BC and earlier

The Mesopotamians use round cylinder seals for rolling an impress of images onto clay tablets.  In other early societies in China and Egypt, small stamps are used to print on cloth.

Second century AD

A Chinese man named Ts’ai Lun is credited with inventing paper.

Seventh century

A small book containing the text of the Gospel of John in Latin is added to the grave of Saint Cuthbert. In 1104 it is recovered from his coffin in Durham Cathedral, Britain. It is not a printed book but is still worth mentioning because this Cuthbert Gospel is currently the oldest European book still in existence.

Eleventh century

A Chinese man named Pi-Sheng develops type characters from hardened clay, creating the first movable type. The fairly soft material hampers the success of this technology.

Twelfth century

Papermaking reaches Europe.

                                

Thirteenth century

Type characters cast from metal (bronze) are developed in China, Japan and Korea. The oldest known book printed using metal type dates back to the year 1377. It is a Korean Buddhist document, called Selected Teachings of Buddhist Sages and Seon Masters.

Fifteenth century

Even though woodcut had already been in use for centuries in China and Japan, the oldest known European specimen dates from the beginning of the 15th century. Woodcut is a relief printing technique in which text and images are carved into the surface of a block of wood. The printing parts remain level with the surface while the non-printing parts are removed, typically with a knife or chisel. The woodblock is then inked and the substrate pressed against the woodblock. The ink that is used is made of lampblack (soot from oil lamps) mixed with varnish or boiled linseed oil.

Books are still rare since they need to be laboriously handwritten by scribes. The University of Cambridge has one of the largest libraries in Europe – constituting just 122 books.

In 1436 Gutenberg begins work on a printing press. It takes him 4 years to finish his wooden press which uses movable metal type. Among his first publications that get printed on the new device are bibles. The first edition has 40 lines per page. A later 42-line version comes in two volumes.

In 1465 the first drypoint engravings are created by the Housebook Master, a south German artist. Drypoint is a technique in which an image is incised into a (copper) plate with a hard-pointed ‘needle’ of sharp metal or a diamond point.

In their print shop in Venice John and Wendelin of Speier are probably the first printers to use pure roman type, which no longer looks like the handwritten characters that other printers have been trying to imitate until then.

In 1476 William Caxton buys equipment from the Netherlands and establishes the first printing press in England at Westminster. The painting below depicts Caxton showing his printing press to King Edward IV.

That same year copper engravings are for the first time used for illustrations. With engravings, a drawing is made on a copper plate by cutting grooves into it.

By the end of the century, printing has become established in more than 250 cities around Europe. One of the main challenges of the industry is distribution, which leads to the establishment of numerous book fairs. The most important one is the Frankfurt Book Fair.

Sixt eenth century

Aldus Manutius is the first printer to come up with smaller, more portable books. He is also the first to use Italic type, designed by Venetian punchcutter Francesco Griffo.

In 1507 Lucas Cranach invents the chiaroscuro woodcut, a technique in which drawings are reproduced using two or more blocks printed in different colors. The Italian Ugo da Carpi is one of the printers to use such woodcuts, for example in Diogenes, the work shown below.

In 1525 the famous painter, wood carver and copper engraver Albrecht Dürer publishes ‘Unterweysung der Messung’ (A Course on the Art of Measurement), a book on the geometry of letters.

The ‘Historia Veneta’ (1551) is one of the many books of Pietro Bembo, a Venetian scholar, and cardinal who is most famous for his work on the Italian language and poetry. The Bembo typeface is named after him.

Christophe Plantin is one of the most famous printers of this century. In his print shop in Antwerp, he produces fine work ornamented with engravings after Rubens and other artists. Many of his works as well as some of the equipment from the shop can be admired in the Plantin-Moretus Museum.

Seventeenth century

Plantin is also the first to print a facsimile. A facsimile is a reproduction of an old book, manuscript, map, art print, or another item that is as true to the original source as possible.

The word ‘not’ is accidentally left out of Exodus 20:14 in a 1631 reprint of the King James Bible. The Archbishop of Canterbury and King Charles I are not amused when they learn that God commanded Moses “Thou shalt commit adultery”. The printers, Robert Barker and Martin Lucas, are fined and have their printing license revoked. This version of the Bible is referred to as The Wicked Bible and also called the Adulterous Bible or Sinner’s Bible.

In Paris, the Imprimerie Royale du Louvre is established in 1640 at the instigation of Richelieu. The first book that is published is ‘De Imitatione Christi’ (The Imitation of Christ), a widely read Catholic Christian spiritual book that was first published in Latin around 1418.

In 1642 Ludwig von Siegen invents mezzotint, a technique to reproduce halftones by roughening a copper plate with thousands of little dots made by a metal tool with small teeth, called a ‘rocker’. The tiny pits in the plate hold the ink when the face of the plate is wiped clean.

The first American paper mill is established in 1690.

Eighteenth century

In 1710 the German painter and engraver Jakob Christof Le Blon produces the first engraving in several colors. He uses the mezzotint method to engrave three metal plates. Each plate is inked with a different color, using red, yellow, and blue. Later on, he adds a fourth plate, bearing black lines. This technique helped form the foundation for modern color printing. Le Bon’s work is based on Newton’s theory, published in 1702, which states that all colors in the spectrum are composed of the three primary colors blue, yellow, and red.

William Caslon is an English typographer whose foundry operates in London for over 200 years. His Caslon Roman Old Face is cut between 1716 and 1728. The letters are modeled on Dutch types but they are more delicate and not as monotonous. Caslon’s typefaces remain popular, digital versions are still available today.

The Gentleman’s Magazine is published for the first time in 1731. It is generally considered to be the first general-interest magazine. The publication runs uninterrupted until 1922.

In 1732 Benjamin Franklin establishes his own printing office and becomes the publisher of the Pennsylvania Gazette. Among his publications, Poor Richard’s Almanac becomes the most famous.

Alois Senefelder invents lithography in 1796 and uses it as a low-cost method for printing theatrical works. In a more refined form lithography is still the dominant printing technique today.

Another famous person from this era is Giambattista Bodoni who creates a series of typefaces that carry his name and that are still frequently used today. They are characterized by the sharp contrast between the thick vertical stems and thin horizontal hairlines.

Nineteenth century

In 1800 Charles Stanhope, the third Earl Stanhope, builds the first press which has an iron frame instead of a wooden one. This Stanhope press is faster, more durable and it can print larger sheets. A few years later another performance improvement is achieved by Friedrich Gottlob Koenig and Andreas Friedrich Bauer who build their first cylinder press. Their company is still in existence today and is known as KBA.

In 1837 Godefroy Engelmann is awarded a patent on chromolithography, a method for printing in color using lithography. Chromolithographs or chromos are mainly used to reproduce paintings. The advertisement below is from the end of the century and shows what can be achieved using this color printing technique. Another popular technique is the photochrom process, which is mainly used to print postcards of landscapes.

The Illustrated London News is the world’s first illustrated weekly newspaper. It costs five pence in 1842. A year later Sir Henry Cole commissions the English painter John Callcott Horsley to do the artwork of (arguably) the first commercial Christmas card. Around 1000 cards are printed and hand-colored. Ten of these are still in existence today.

Around the same time, the American inventor Richard March Hoe builds the first lithographic rotary printing press, a press in which the type is placed on a revolving cylinder instead of a flatbed. This speeds up the printing process considerably.

The Czech painter Karel Klíč invents photogravure in 1878. This process can be used to faithfully reproduce the detail and continuous tones of photographs.

In typesetting, Ottmar Mergenthaler’s 1886 invention of the Linotype composing machine is a major step forward. With this typesetter, an operator can enter text using a 90-character keyboard. The machine outputs the text as slugs, which are lines of metal type.

Lothar Meggendorfer’s International Circus is a nice example of the quality that could be achieved in those days. This pop-up book contains six pop-up scenes of circus acts, including acrobats, clowns, and daredevil riders.

In 1890 Bibby, Baron and Sons build the first flexographic press. This type of press uses the relief on a rubber printing plate to hold the image that needs to be printed. Because the ink that is used in that first flexo press smears easily, the device becomes known as Bibby’s Folly.

 

Writer:

Rebeka Monsur

Department Head (Textile & GDPM)

Daffodil Polytechnic Institute

 

Source: Wikipedia & Google

বিদ্যুতের হিংস্রতার কাছে কেন নই আমরা পরাজিত?

বিদ্যুতের হিংস্রতার কাছে কেন নই আমরা পরাজিত?

ইলেক্ট্রিসিটি বা বিদ্যুৎ এক অসাধারন শক্তির নাম। এই শক্তি মানুষের কল্যাণে ব্যয় হয়ে আসছে, কিন্তু এই শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে সে মহা অকল্যাণের কারন হতে পারে।

তুমি নিশ্চয়ই চিড়িয়াখানা পরিদর্শনে গিয়েছ বা টেলিভিশনে দেখেছ। এখানে কত শত মানুষ আনন্দচিত্তে বাঘের হুংকার শুনে যাচ্ছে। ভয়ঙ্কর সব প্রানীদের কাছাকাছি এসে আনন্দ উপভোগ করে যাচ্ছে। একবার ভাবো তো,  এই প্রাণীগুলো যদি চিড়িয়াখানার খাচায় বন্দি না হয়ে মুক্ত থাকতো, তাহলে তুমি সহ সব পরিদর্শনকারীর কি অবস্থা হতো?

মুলত প্রাণীগুলো খাচায় বন্দি, তাই  নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছ বলেই তুমি আনন্দ করে যাচ্ছ।

বিদ্যুৎ শক্তিকেও হাতের মুঠোয় বন্দি করার জন্য কিছু কন্ট্রোলিং এবং প্রটেক্টিভ ডিভাইস রয়েছে।  যা তোমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে। আর এজন্যই বিদ্যুতের সার্কিট দ্বারা বেষ্টিত তোমার গৃহে নিশ্চিন্তে আনন্দ করতে পারছ, রাতে ঘুমোতে পারছ।

বিদ্যুৎ ব্যাবস্থায় কন্ট্রোলিং এবং প্রটেক্টিভ ডিভাইসের গ্রুরুত্ব অপরিসীম। এই বিষয়গুলোকে নিয়েই “সুইচগিয়ার এন্ড প্রটেকশন ” শব্দগুলোর জন্ম।

সমগ্র পাওয়ার সিস্টেমকে নিয়ন্ত্রনের জন্য ধাপে ধাপে পরিকল্পিত ভাবে কন্ট্রোলিং এবং প্রটেক্টিভ ডিভাইসকে সংযুক্ত করা হয়েছে।

আজ কিছু কন্ট্রোলিং এবং প্রটেক্টিভ ডিভাইসের নাম বলে যাচ্ছি -তোমাদের কৌতুহল হলে অন্য কোন একদিন এদের কার্যপদ্ধতি নিয়েও লিখা লিখি করব।

সার্কিটব্রেকার,সার্জডাইভার্টার, লাইটনিং এরেস্টার, অটোরিক্লোজার, ফিউজ, রিলে, আইসুলেটর, এলার্ম সার্কিট উইথ রিলে, বিভিন্ন ধরনের সুইচ। এরাই তোমাকে আনন্দচিত্তে বিদ্যুৎ ব্যাবহারে নিরাপত্তা এবং নিয়ন্ত্রনের নিশ্চয়তা দেয়।

 

সুতরাং এদের কেউ কেউ তোমার গৃহে ওয়ারিং এর বিভিন্ন স্থানে অবস্থান করছে। শুধু তোমার গৃহে নয় এরা, উৎপাদন ব্যাবস্থা, পরিবহন ব্যাবস্থা, বিতরন ব্যাবস্থা তথা সমগ্র‍্য পাওয়ার সিস্টেমেই প্রয়োজনীয় স্থানে সজ্জিত। প্রটেক্টিভ ডিভাইসগুলো নিরাপত্তায় নিয়জিত প্রহরী। আর কন্ট্রোলিং ডিভাইসগুলো হুকুমের গোলাম। কন্ট্রোলিং ডিভাইস দ্বারা তুমি কোন লাইনকে অন বা অফ করতে পারো। আর প্রটেক্টিভ ডিভাইসগুলো লাইনে কোন ত্রুটি, (অভার লোড, শর্টসার্কিট ইত্যাদি) হলে স্বয়ংক্রিয়ভাবে লাইনকে বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ ত্রুটি দেখা দিলে লাইনকে অটোমেটিক্যালি বন্ধ করে দেয় সার্কিট ব্রেকার। রিলে এই কাজে সার্কিট ব্রেকারকে সহায়তা করে থাকে। ত্রুটি হয়েছে তা সনাক্ত করার দায়িত্ব রিলের।  ত্রুটি সনাক্ত করার সাথে সাথেই রিলে- সার্কিট ব্রেকারকে নির্দেশ দেয় সরবারাহ বা লাইন বন্ধ করে দেয়ার জন্য।

রিলের সাথে কখনো, কখনো দেখে থাকবে এলার্ম সার্কিট যুক্ত। ত্রুটি দেখা দিলে এলার্ম সার্কিটকে জাগ্রত করে দেয় এই রিলে।

বিদ্যুৎ ব্যাবস্থার বিভিন্ন স্থানে অবস্থান করে প্রোটেকটিভ ডিভাইসগুলো, ত্রটিযুক্ত অংশকে ভাল অংশের সার্কিট হতে বিচ্ছিন্ন করে দেয়। অনেকটা টিউমার অপসারন এর মত। হাহ হাহ হাহ হা….।  বজ্রপাত এর কারনে উৎপন্ন সার্জ ভোল্টেজ থেকে বিদ্যুৎব্যাবস্থার দামী ইকুইপমেন্টগুলোকে রক্ষা করে লাইটনিং এরেস্টার। ট্রান্সফরমারকে ত্রুটির হাত থেকে রক্ষা করার জন্য ব্যাবহার হয় বুখলজ রিলে। ডিস্ট্রিবিশন ট্রান্সফরমারকে রক্ষা করার জন্য ব্যাবহার হয় ড্রপ আউট ফিউজ। উচ্চ ভোল্টেজ লাইনকে পর্যবেক্ষন করতে সহায়তা করে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার CT এবং PT. ক্ষণস্থায়ী ত্রুটি সনাক্ত করে পুনরায় সরবরাহের বিঘ্ন না ঘটিয়ে সরবারাহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাবহার হয় অটো রিক্লোজার। তাছাড়া বাসাবাড়ীতে সার্কিটব্রেকারের ব্যাবহার, তোমরা খুব কাছে থেকেই লক্ষ করেছ। হাতের কাছের সুইচ, যা দিয়ে ফ্যান, লাইট সহ যাবতীয় লোড নিয়ন্ত্রন করছ।

বিদ্যুতের লাইন, ট্রান্সফরমার, অল্টারনেটর, ইলেক্ট্রিক্যাল মোটর, কলকারখানা, আবাসিক ভবন ইত্যাদিকে প্রটেকশন দেয়ার জন্য বিভিন্ন ধরনের প্রোটেকশন পদ্ধতিও রয়েছে।

 

বিদ্যুৎকে সঠিকভাবে নিয়ন্ত্রন করতে পারলে তা মানবজাতীর জন্য কল্যানের ব্যাপার। অন্যথায় এ শক্তি নিমিষেই ধ্বংস করে দিতে পারে যে কোন কিছু। এমনকি যে কোন নগরকেও।

তাই বিদ্যুৎ ব্যাবস্থায়, নিয়ন্ত্রন যন্ত্র, রক্ষনযন্ত্র, এবং পর্যবেক্ষন করার জন্য বিভিন্ন মিটার অত্যান্ত গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রন, আরক্ষ ব্যাবস্থা, এবং পর্যবেক্ষন  এই সামগ্রিক বিষয়টিকেই বলা হয় সুইচগিয়ার।

 

সুইচগিয়ার এন্ড প্রোটেকশন নামে একটি বই পাবে যা খুবই গুরুত্বপূর্ণ।  এ বইটি ভালোভাবে অধ্যয়ন করবে। আমরা যারা শিক্ষক রয়েছি,আমাদের লেকচারগুলো থেকে নোট করবে, এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখবে।

দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিয়ে যাচ্ছি। বুকভরা স্বপ্ন আর আশির্বাদ রইল, দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে দক্ষ হাতে এদেশটাকে গড়বে। নিজের মেধাকে দেশের সেবায় কাজে লাগিয়ে নিরাপদ বিদ্যুৎ ব্যাবস্থা সুনিশ্চিত করবে।

 

লেখক:-

নাহিদুল ইসলাম (নাহিদ)

ইন্সট্রাকটর

ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট