হাউজ ওয়্যারিং এর খুটিনাটি

হাউজ ওয়্যারিং এর খুটিনাটি

 

এখন প্রায় সব ঘরেই বিদ্যুতের ছোঁয়া লেগেছে৷ গ্রামের অনেক ঘরেই এখন সুইচ টিপলে বাতি জ্বলে, ফ্যান চলে ও ফ্রিজ চলে৷ কিন্তু সুইচ টিপে বিদ্যুত বাতি জ্বালানো সহজ কাজ হলেও ঘরে বিদ্যুতের ব্যবস্থা করার কাজটি এত সহজ নয়৷ এর জন্য অনেক সময় একজন ইলেকট্রিক মিস্ত্রির দরকার হতে পারে৷ আমরা সাধারণত কোন্ ঘরের কোথায় ফ্যান চলবে, কোথায় বাল্ব জ্বলবে তা আগে ঠিক করে নেই৷ তারপর সে অনুযায়ী মিস্ত্রির সাহায্যে বিদ্যুতের তার টেনে নেই৷ বিদ্যুত থাকা অবস্থায় বিদ্যুতের তার ধরা বিপদজনক৷ তাই কাজটি খুব সাবধানে করতে হয়৷ এক্ষেত্রে একজন  মিস্ত্রি বিদ্যুতের তারকে জায়গামত বন্টন করে৷ এই কাজকে আমরা বলি ঘরে বৈদ্যুতিক তার লাগানো বা হাউস ওয়্যারিং৷আর হাউস ওয়্যারিং বা নিয়মমত তারের সুন্দর বিতরণ ব্যবস্থা নানা ধরনের হতে পারে৷

হাউজ ওয়্যারিং কত প্রকার ?

আভ্যন্তরীণ বা ভিতরের ওয়্যারিং: ঘরের ভিতরে যে ওয়্যারিং করা হয় তাকে আভ্যন্তরীণ ওয়্যারিং বলে৷ এই ওয়্যারিং প্রধানত দুই ধরনের৷ যথা

১.কনসিলড ওয়্যারিং

২.ওপেন ওয়্যারিংঃ

 

১.কনসিলড ওয়্যারিংঃ হলো দেয়ালের ভিতরে যে ওয়্যারিং করা হয়৷ এই ওয়্যারিং পাইপের ভিতর দিয়ে করা হয়৷ ঘর তৈরির সময় এই ব্যবস্থা করে নিতে হয়৷ আর ওপেন বা সারফেস ওয়্যারিং হলো ঘরের দেয়ালের উপরে চ্যানেল বা পাইপের সাহায্যে যে ওয়্যারিং করা হয়৷

২. বাহ্যিক বা বাইরের ওয়্যারিংঃ  ঘরের বাইরে যে ওয়্যারিং করা হয় তাকে বাহ্যিক বা বাইরের ওয়্যারিং বলে৷ বিদ্যুতের মূল খুঁটি থেকে বাড়ির মিটার পর্যন্ত বিদ্যুত নেওয়ার জন্য এই ওয়্যারিং করা হয়৷

হাউজ ওয়্যারিং এর কাজ করার জন্য যা যা লাগবে

১.স্থায়ী জিনিসপত্র: এ কাজে এরকম জিনিসগুলো হলো-

 

প্লায়ার্স বা প্লাস

ড্রাইভার

এভো মিটার

ছুরি

কাঁচি

মেজারিং টেপ

স্টার স্ক্রু ড্রাইভার

হ্যাক-স

হ্যান্ড ড্রিল মেশিন

ইলেকট্রিক ড্রিল মেশিন

ইন্সুলেশন রিমোভার

হাতুড়ি

সাইড কাটিং পাস

ফ্লাট স্ক্রু ড্রাইভার

টেস্টার ও মেজারিং টেপ৷

 

এসব স্থায়ী জিনিসপত্র আমরা নিকটস্থ জেলা ও উপজেলা শহরের ইলেকট্রিক বা হার্ডওয়ারের দোকানে পাবো৷

২.নিয়মিত লাগে এমন জিনিসপত্র: হাউজ ওয়্যারিং এর কাজে আমাদের লাগবে পিভিসি বা প্লাস্টিক টেপ, হ্যাক-স ব্লেড বা লোহা কাটা ব্লেড, ওয়াল ড্রিল বিট (৬ মিলি মিটার), রঙিন চক, পেন্সিল ও সুতা৷ এদের মধ্যে প্রথম তিনটি জিনিস আমরা পাবো হার্ডওয়ারের দোকানে৷ আর চক, পেন্সিল ও সুতা যেকোনো স্টেশনারি দোকান থেকে কেনা যাবে৷

অন্যান্য জিনিসপত্র: হাউস ওয়্যারিং করার জন্য আরও কিছু জিনিসপত্র আমাদের লাগবে৷ যে বাড়িতে কাজ হবে তার মালিককে এসব জিনিস সংগ্রহ করতে হবে৷ নিচে এসব জিনিসের নাম দেওয়া হলো:

চীনা মাটির ফিউজ বা কাট আউট প্লাস্টিক প্লাস্টিক ফিউজ বা কাট আউট

মেইনসুইচ

এনার্জি মিটার

পিয়ানো সুইচ

টুপিন সকেট

টাম্বলার সুইচ

সিলিং রোজ

সিলিং রোজ বসানোর বোর্ড স্ক্রুরাওয়াল বা রয়েল প্লাগ

ব্যাটেন হোল্ডার

প্যানডেন্ট হোল্ডার

সুইচ বোর্ড

প্লাষ্টিক চ্যানেল

ফ্যান

বাল্ব

টিউব লাইট

টিউব ব্যালেস্ট

টিউব স্টার্টার

টিউব হোল্ডার

এক খেই বিশিষ্ট তারবহু খেই বিশিষ্ট তার।

 

হাউজ ওয়্যারিং এর কাজ কিভাবে করতে হবে?

হাউস ওয়্যারিং এর কাজ শুরু করার আগে আমাদের বিদ্যুত ও ওয়্যারিং সম্পর্কে কিছু তথ্য জানতে হবে৷ নিচে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো:

 

 

ক. বিদ্যুত সর্ম্পকিত বিষয়সমূহ:

 

১. বিদ্যুত কি: বিদ্যুত এক প্রকার শক্তি৷ এই শক্তি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়৷ এজন্য বিদ্যুত চলাচল করে এমন কোনো তারের উপর হাত দিলে আমাদের ধাক্কা খেতে হয়৷ অথবা বিদ্যুতের তার আমাদের টেনে ধরে রাখে৷ কোন তারে হাত দিলে আমরা যদি এমন অদৃশ্য শক্তি অনুভব করি, তাহলে বুঝতে হবে ঐ তারে বিদ্যুত আছে৷ এই অদৃশ্য শক্তিই হল বিদ্যুত শক্তি৷ এই শক্তি দুটি তারের মধ্য দিয়ে চলাচল করে৷ তার দুটি হল ফেজ এবং নিউট্রাল৷

 

২. ফেজ কি: বিদ্যুত আছে এমন দুটি তারের মধ্যে যে তারটির খোলা অংশে টেস্টার ধরলে টেস্টারের লাইট জ্বলে ওঠে, সেই তারটিকে ফেজ বলে৷ এই তারটির মধ্য দিয়ে বিদ্যুত চলাচল করে৷ বিদ্যুতের যে কোন কাজ করার সময় লাল তার দিয়ে ফেজ বোঝানো হয়৷

 

৩. নিউট্রাল কি: বিদ্যুত আছে এমন তারের যে তারটিতে টেস্টার ধরলে টেস্টারের লাইট জ্বলে না সেই তারকে নিউট্রাল বলে৷ বৈদ্যুতিক কাজ করার সময় কালো তার দিয়ে নিউট্রাল বোঝানো হয়৷

 

৪. আর্থিং কি: আর্থিং অর্থ মাটির সাথে তারের সংযোগ করা৷ হাউস ওয়্যারিং করার সময় অবশ্যই আর্থিং করতে হবে৷ এর ফলে বৈদ্যুতিক শক বা আঘাতের হাত থেকে রক্ষা পাওয়া যায়৷ সেইসাথে বৈদ্যুতিক মেশিনপত্র পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচানো যায়৷ আর্থিং করার এই কাজটি বিদ্যুত অফিসের লোকজন করে দিয়ে যান৷ মেইন সুইচের যে জায়গায় এই চিহ্নটি থাকে সেখানে আর্থিং এর তার সংযোগ দিতে হয়৷

 

খ. ওয়্যারিং সর্ম্পকিত বিষয়সমূহ:

১. এনার্জি মিটার: যে যন্ত্র বিদ্যুত  খরচের হিসাব রাখে, তার নাম এনার্জি মিটার৷ এই মিটারের নিচ বরাবর চারটি পয়েন্ট থাকে৷ বাম দিক থেকে পয়েন্ট চারটি হল ১, ২, ৩, ৪ ৷ ১ নম্বর পয়েন্টে ফেজের তার লাগানো হয়৷ ২ নম্বর পয়েন্টে নিউট্রালের তার লাগানো হয়৷ বিদ্যুতের মেইন লাইন থেকে এই  তার দুটি টেনে মিটারে লাগানো হয়৷ এই তার বিদ্যুত অফিসের লোকজন লাগিয়ে দিয়ে যান৷ একইভাবে ৩ নম্বর পয়েন্টে নিউট্রালের তার এবং ৪ নম্বর পয়েন্টে ফেজের তার লাগানো হয়৷ পরবর্তীতে ৩ নম্বর ও ৪ নম্বর তার দুটি টেনে নিয়ে মেইন সুইচে লাগানো হয়।

 

২. মেইন সুইচ ও কাট আউট: যে সুইচ থেকে বাড়ির বিদ্যুত ব্যবস্থা নিয়ন্ত্রণ হয় তাকে মেইন সুইচ বলে৷ মেইন সুইচেও চারটি  পয়েন্ট থাকে৷ এই পয়েন্ট চারটি দুটি কাট আউটের৷ চারটি পয়েন্টের মধ্যে উপরে দুটি এবং নিচে দুটি পয়েন্ট থাকে৷ বাড়ি-ঘরে সাধারণত ৩০ এম্পিয়ারের মেইন সুইচ লাগে৷ মেইন সুইচ বন্ধ করলে বাড়ির কোথাও বিদ্যুত থাকে না৷ লাইট জ্বালানো বা টিভি ফ্রিজ চালানোর জন্য বিদ্যুত দরকার হয়৷ এই বিদ্যুত কখনও খুব বেশি, কখনও খুব কম আবার কখনও বা স্বাভাবিক চলাচল করে৷ বিদ্যুত যখন খুব বেশি চলাচল করে তখন টিভি বা ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে৷ সেজন্য কাট আউট লাগানো হয়৷ বিদ্যুত বেশি চলাচল করলে কাট আউটের ভিতরের তার  কেটে যায়৷ তাতে টিভি, ফ্রিজ বা বৈদ্যুতিক সরঞ্জাম বা যন্ত্রপাতি রক্ষা পায়৷ এই কাট আউট থাকে মেইন সুইচের ভিতরে৷ একটি মেইন সুইচে ২টি কাট আউট থাকে৷ প্রতিটি কাট আউটের উপরে একটি আর নিচে একটি পয়েন্ট থাকে৷ আমরা আগেই জেনেছি মিটারের ৪টি পয়েন্ট থাকে৷ এই ৪টি পয়েন্টের মধ্য থেকে ৩ নম্বর (নিউট্রাল) ও ৪ নম্বর (ফেজ) পয়েন্টের তার ২টি মেইন সুইচের কাট আউটের নিচের ২টি পয়েন্টের সাথে লাগাতে হয়৷ এরপর কাট আউটের উপরের ২টি পয়েন্টে আবার একইভাবে ফেজ ও নিউট্রালের তার লাগাতে হয়৷

 

৩. তার ও তারের রঙ: হাউস ওয়্যারিং-এর কাজ করার জন্য সাধারণত ৩/২২ ও ৭/২২ গেজের তার ব্যবহার করা হয়৷ বাজারে প্রধানত ৩ রঙের তার পাওয়া যায়৷ যেমন- লাল, কালো ও সবুজ৷ এদের মধ্যে লাল রঙের তারটি ফেজ হিসাবে, কালো রঙের তারটি নিউট্রাল হিসাবে আর সবুজ রঙের তারটি আর্থিং হিসাবে ব্যবহার করা হয়৷

 

৪. চ্যানেল: যে জিনিসটির ভিতর দিয়ে তার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় তাকে চ্যানেল বলে৷ প্লাস্টিকের তৈরি এই চ্যানেল চারকোণা আকারের হয় যার দুটি অংশ থাকে৷ এর মধ্যে একটি অংশ দেয়ালে লাগানো হয়৷ দেয়ালে লাগানো অংশটির উপর দিয়ে তার টানা হয়৷ তারপর আরেকটি চ্যানেল ঢাকনা হিসেবে নিচের চ্যানেলের উপর লাগানো হয়৷ বাজারে আধা ইঞ্চি, পৌনে এক ইঞ্চি, এক ইঞ্চি ও দেড় ইঞ্চি চওড়া চ্যানেল পাওয়া যায়৷ এগুলো লম্বায় ৬ ফুট হয়৷

 

৫. রাওয়াল বা রয়েল প্লাগ: দেওয়ালে সব ধরনের স্ক্রু লাগানোর সময় রাওয়াল প্লাগ ব্যবহার করা হয়৷ দেয়ালের ছিদ্রে রাওয়াল প্লাগ ঢুকিয়ে এর মধ্যে স্ক্রু ঢুকানো হয়৷ দেয়ালে বিভিন্ন জিনিস আটকানোর জন্য স্ক্রুর সহযোগী হিসেবে রাওয়াল  প্লাগ ব্যবহার করা হয়৷

 

৬. স্ক্রু : হাউস ওয়্যারিং-এর সময় দেয়ালে চ্যানেল, সুইচবোর্ড ও হোল্ডার আটকানোর জন্য স্ক্রু ব্যবহার করা হয়৷ ওয়্যারিং-এর জন্য সাধারণত সোয়া এক ইঞ্চি মাপের স্ক্রু লাগে৷

 

এখন আমরা জানবো হাউস বা বাড়ি ওয়্যারিং করার ধাপগুলো কি কি৷ একজন ওয়্যারিং মিস্ত্রি চারটি ধাপে হাউস ওয়্যারিং-এর কাজ করেন৷ ধাপ চারটি হচ্ছে-

 

মিটারের পয়েন্ট থেকে লাইন টেনে মেইন সুইচে নিয়ে আসামেইন সুইচ থেকে লাইন টেনে জয়েন্ট বক্সে নিয়ে আসাজয়েন্ট বক্স থেকে লাইন টেনে ঘরের সুইচ বোর্ডে নিয়ে আসা,  এবংসুইচ বোর্ড ও জয়েন্ট বক্স থেকে লাইন টেনে বিভিন্ন পয়েন্টে নিয়ে যাওয়া৷

 

ওপেন ওয়্যারিং কিভাবে করতে হয় ?

সাধারণত ঘরের যেসব জায়গায় সকেট, বাল্ব, টিউব লাইট, ফ্যান ইত্যাদি থাকে সেসব জায়গাকে পয়েন্ট বলে৷ বাড়ি ওয়্যারিং এর জন্য মেইন লাইন থেকে বিদ্যুতের তার বাড়ির মিটারে আনতে হবে৷ এই কাজটি বিদ্যুত অফিসের লোকজন করেন৷ হাউস ওয়্যারিং-এর কাজ শেষ হলে তারা মেইন লাইন থেকে তার টেনে মিটারে সংযোগ দিয়ে যাবেন৷ এরপর সুইচ অন করলেই বিদ্যুত চলে আসবে৷ আসলে বাড়ির মালিকের চাহিদা ও পছন্দ মত ওয়্যারিং মিস্ত্রীর কাজ করতে হয়৷ বাড়ির মালিক হাউস ওয়্যারিং-এর সমস্ত জিনিসপত্র সরবরাহ করেন৷ যেমন- মেইন সুইচ, তার, সুইচ বোর্ড, সুইচ, সকেট, চ্যানেল ইত্যাদি৷ একজন ওয়্যারিং মিস্ত্রী এসব জিনিস ব্যবহার করে ঘর ওয়্যারিং করে দেন৷

 

আমরা এখন ওপেন ওয়্যারিং কিভাবে করতে হবে সে সম্পর্কে জানব৷ কারণ ঘর বা বাড়িতে চ্যানেল ওয়্যারিং করা নিরাপদ এবং সহজ৷ একটি ঘর ওয়্যারিং করার জন্য প্রথমেই আমাদের জানতে হবে ঐ ঘরে কয়টি পয়েন্ট হবে৷ ঘরের যেসব জায়গায় লাইট, ফ্যান, টেলিভিশন ইত্যাদি সংযোগ দেওয়া হয় তাকে একেকটি পয়েন্ট বলে৷ একটি ঘরে সাধারণত পাঁচটি পয়েন্ট থাকে৷ তবে প্রয়োজন অনুযায়ী পয়েন্ট কম বা বেশি হতে পারে৷ ঘরের কোথায় লাইট বা ফ্যান থাকবে আর কোথায় টিভির জন্য সকেট থাকবে তা আমাদের ঠিক করে নিতে হবে৷ আর এই পয়েন্ট অনুযায়ী জিনিসপত্রের হিসাব দেবেন মিস্ত্রি৷ যেমন- কোন সাইজের কতটুকু তার লাগবে, চ্যানেল লাগবে, কয়টি সুইচ বোর্ড ও সুইচ লাগবে ইত্যাদি৷ এখানে বলে নেওয়া ভালো ১২ ফুট বাই ১৫ ফুট মাপের একটি ঘর ওয়্যারিং করার জন্য আনুমানিক ৪০ গজ তার লাগে৷ চ্যানেল লাগে ৭ টি৷ সুইচ লাগে ৩/৪টি৷ সকেট লাগে ২টি, হোল্ডার লাগে ২টি এবং সিলিং রোজ লাগে ২টি৷ এখন কি কি কাজ করতে হবে তা ধাপে ধাপে আলোচনা করা হলো:

 

১. পয়েন্ট ও জয়েন্ট বক্সের জায়গা তৈরি করা: একটি ঘরে কয়টি পয়েন্ট এবং জয়েন্ট বক্স থাকবে তা প্রথমেই ঠিক করে নিব৷ ধরা যাক একটি ঘরে পাঁচটি পয়েন্ট এবং একটি জয়েন্ট বক্স থাকবে৷ এক্ষেত্রে যেভাবে ওয়্যারিং করতে হবে তা নিচে উল্লেখ করা হল –

 

দেয়ালের যেসব স্থান দিয়ে চ্যানেলের তার বিভিন্ন পয়েন্টে যাবে সেসব স্থান প্রথমেই রঙিন চক বা পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে নিতে হবে৷ তারপর ঐ দাগের উপর আটকানোর জন্য স্ক্রু পয়েন্ট পেন্সিল দিয়ে চিহ্ন দিতে হবে৷ দেয়ালে চ্যানেল আটকানোর জন্য সাধারণত এক ফুট পর পর স্ক্রু লাগানো হয়৷এরপর ঐ দাগের উপর মেজারিং টেপ অথবা গজ ফিতা দিয়ে মেপে দেখতে হবে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট পর্যন্ত মোট কত ইঞ্চি অথবা কত ফুট চ্যানেল লাগবে৷ চ্যানেলের নিচের অংশ হ্যাক -স ব্লেড দিয়ে মাপ কত কেটে নিতে হবে৷ এখন ড্রিল মেশিন, চ্যানেল রাওয়াল প্লাগ, স্ক্রু ড্রাইভার আর একটি টুল হাতের কাছে রাখতে হবে৷ কারণ হাউজ ওয়্যারিং করার সময় এ সব জিনিস লাগবে৷চ্যানেল ও জয়েন্ট বক্স সাধারণত ঘরের মেঝে থেকে দেয়ালের আট ফুট উপরে বসানো হয়৷ আর সুইচ বোর্ড লাগানো হয় ঘরের মেঝে থেকে সাড়ে চার ফুট উপরে৷

 

২. দেয়ালের বিভিন্ন স্থানে চ্যানেল বসানো: ঘর ওয়্যারিং করার জন্য দেয়ালে আগে বসিয়ে নিতে হবে৷ তারপর এর ভিতরে দিয়ে বৈদ্যুতিক তারের সংযোগ দিতে হবে৷ এখন আমরা জানব দেয়ালে কিভাবে চ্যানেল বসাতে হয়

 

কিভাবে পয়েন্ট লাগানোর কাজ করবেন?

 

প্রথমে হ্যান্ডড্রিল মেশিন নিতে হবে৷ মেশিনের মুখে ৬ মিলিমিটার মাপের ওয়াল বিট লাগাতে হবে৷ তারপর পেন্সিল বা চক দিয়ে চিহ্ন করা স্ক্রু পয়েন্টের উপর ড্রিল বিটের মুখ রাখতে হবে৷তারপর মেশিনের হ্যান্ডেল  ডান দিকে ঘুরিয়ে দেয়াল দেড় ইঞ্চি পরিমাণ ছিদ্র করতে হবে৷ ঐ ছিদ্রের মধ্যে রাওয়াল প্লাগ ঢুকিয়ে  দিতে হবে৷চ্যানেলের কভারটি খুলে নিতে হবে৷ এবার চ্যানেলের নিচের অংশটি দেয়ালে চিহ্নিত দাগের ঠিক নিচ বরাবর ধরতে হবে৷ তারপর পেন্সিল বা ড্রাইভারের মাথা দিয়ে চ্যানেলের উপর স্ক্রু পয়েন্ট বরাবর দাগ বা চিহ্ন দিতে হবে৷এবার চ্যানেলটি একটি কাঠের উপর রাখতে হবে৷ তারপর চ্যানেলের ঠিক মাঝ বরাবর চিহ্নিত পয়েন্ট ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হবে৷ এরপর চ্যানেলটি দেয়ালের ছিদ্র বরাবর বসাতে হবে৷তারপর সোয়া এক ইঞ্চি মাপের স্ক্রু নিয়ে স্ক্রু গুলো চ্যানেলের ছিদ্র দিয়ে দেয়ালের ছিদ্র বরাবর ঢুকাতে হবে৷ তারপর স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো চ্যানেলের উপর ভালোভাবে এঁটে দিতে হবে৷ দেয়ালের সব জায়গায় এই নিয়মে চ্যানেলের নিচের অংশটি বসাতে হবে৷ওয়্যারিং এর সময় কখনও কখনও চ্যানেলের ভিতর দিয়ে ২টি তার টানা হয়৷ দুটি তার টানলে সেখানে পৌনে এক ইঞ্চির চ্যানেল লাগবে৷ আবার কখনো চ্যানেলের ভিতর দিয়ে ৪ থেকে ৫টি তার টানা হয়৷ ৪/৫টি তার টানলে ১ ইঞ্চি চওড়া চ্যানেল লাগবে৷ আর ৪/৫ টির বেশি তার টানতে হলে সেখানে দেড় ইঞ্চির চ্যানেল লাগবে৷ এবার মেইন সুইচ থেকে চ্যানেল বসানোর কাজ শুরু করতে হবে৷

 

৩. জয়েন্ট বক্স লাগানো: এজন্য মেইন সুইচ থেকে চ্যানেলটি লাগিয়ে জয়েন্ট বক্স পর্যন্ত নিয়ে আসতে হবে৷ এবার চার ইঞ্চি বাই চার ইঞ্চি মাপের একটি জয়েন্ট বক্স নিতে হবে৷ জয়েন্ট বক্সের দুটি স্ক্রু পয়েন্ট থাকে৷ নিচের অংশটি দেয়ালের উপর বসিয়ে দুটি স্ক্রু পয়েন্ট দেয়ালে চিহিৃত করে নিতে হবে৷ তারপর ড্রিল মেশিন দিয়ে দেয়ালে চিহ্নিত জায়গায় ছিদ্র করে ফেলতে হবে৷ এবার ছিদ্রগুলোর মধ্যে রাওয়াল প্লাগ ঢুকিয়ে এর উপর জয়েন্ট বক্সটি বসাতে হবে৷ এরপর জয়েন্ট বক্সের ছিদ্র বরাবর ২টি স্ক্রু ঢুকিয়ে দিতে হবে৷ তারপর স্ক্রু  ড্রাইভার দিয়ে স্ক্রু গুলো এঁটে দিতে হবে৷

 

৪. বাল্ব পয়েন্ট লাগানো: জয়েন্ট বক্সের অন্যদিকে আরেকটি চ্যানেল বসিয়ে দেয়ালে বাল্বের পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে হবে৷ এই চ্যানেলের শেষ মাথায় ব্যাটেন হোল্ডার ধরতে হবে যার দুটি স্কু পয়েন্ট থাকে৷ হোল্ডারের স্কু পয়েন্ট দুটি দেয়ালে চিহ্নিত করে নিয়ে চিহিৃত জায়গায় ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে হবে৷

 

৫. সকেট পয়েন্ট লাগানো: এবার জয়েন্ট বক্স থেকে সকেট পয়েন্ট পর্যন্ত প্রয়োজনীয়  চ্যানেল আগের নিয়মে বসাতে হবে৷ এরপর সকেট পয়েন্টের সুইচ বোর্ডের নিচের অংশটি নিতে হবে৷ এবার জয়েন্ট বক্সের নিচের অংশের মত সুইচ বোর্ডের নিচের অংশ স্ক্রু দিয়ে দেয়ালে লাগাতে হবে৷ এই সকেট পয়েন্ট থেকে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যায়৷

 

৬. টিউব লাইটের পয়েন্ট লাগানো: এজন্য প্রথমে হাফ ইঞ্চি চ্যানেল নিতে হবে৷ চ্যানেলটি জয়েন্ট বক্সের বাম দিক থেকে টিউব লাইটের পয়েন্ট পর্যন্ত বসিয়ে ফেলতে হবে৷ তারপর সিলিং রোজ বসানোর বক্সটি হাতে নিতে হবে৷ এবার দেয়ালে বসানোর চ্যানেলটির ঠিক নিচের মুখে সিলিং রোজের বক্সটি বসাতে হবে৷ তারপর সিলিং রোজ দেয়ালে বসানোর জন্য বক্সের স্ক্রু পয়েন্ট দেয়ালে চিহ্নিত করে নিতে হবে৷ এবার দেয়াল ড্রিল করে ফেলার পর রড লাইট বা টিউব লাইটের ফ্রেমটি নিতে হবে৷ ফ্রেমটি সিলিং রোজের ৫ ইঞ্চি নিচে  আড়াআড়িভাবে বসাতে হবে৷ এবার স্ক্রু ড্রাইভার দিয়ে ফ্রেমের ৩টি স্কু পয়েন্ট দেয়ালে চিহ্নিত করে নিতে হবে৷ তারপর দেয়াল ড্রিল করতে হবে৷

 

৭. ফ্যানের পয়েন্ট লাগানো: এজন্য আমাদের একটি হাফ ইঞ্চি চ্যানেল নিতে হবে৷ চ্যানেলটি জয়েন্ট বক্সের উপরের দিকে থেকে ফ্যানের পয়েন্ট পর্যন্ত বসিয়ে ফেলতে হবে৷ এবার সিলিং রোজের একটি বক্স নিয়ে আগের নিয়মে সিলিং রোজের বক্স বসানোর জন্য স্কু পয়েন্ট দেয়ালে চিহিৃত করে নিতে হবে৷ তারপর দেয়াল ড্রিল করে সিলিং রোজ বসাতে হবে৷

 

৮. সুইচ বোর্ড লাগানো: দেড় ইঞ্চি চওড়া চ্যানেল নিয়ে জয়েন্ট বক্সের নিচের ঠিক মাঝ বরাবর থেকে তা প্রধান সুইচ বোর্ড পর্যন্ত বসাতে হবে৷ অর্থাৎ যে সুইচ বোর্ডে ফ্যান, লাইট ইত্যাদির সুইচ এবং সকেট থাকবে সেই বোর্ড পর্যন্ত চ্যানেল বসাতে হবে৷ তারপর আগের নিয়মে সুইচ বোর্ডের নিচের অংশ দেয়ালে লাগাতে হবে৷

 

ঌ. তার ও ক্যাবল জোড়া লাগানো: একটি তারের সাথে এক বা একাধিক তারের সংযোগ দিয়ে হাউজ ওয়্যারিং করতে হয়৷ হাউজ ওয়্যারিং করার জন্য প্রধানত ৩/২২ ও ৭/২২ মাপের তার ব্যবহার হয়৷ এসব তারের উপর একটি আবরণ থাকে৷ আবরণের ভিতরে এক খেই এবং বহু খেই বিশিষ্ট ধাতব তার থাকে৷ আবরণের মধ্যে তারের একেকটি মুখকে একেকটি খেই বলে৷ দুটি তারের খেইগুলোকে যখন জোড়া দেওয়া হয় তখন তাকে জয়েন্ট বলে ৷ এই কাজের জন্য তিন ধরনের জয়েন্টের প্রয়োজন হয়৷ যেমন:

 

১. পিগ টেইল জয়েন্ট: এটি দুটি তারের খেইগুলোর পাশাপাশি জয়েন্ট৷ এজন্য আমরা খেইগুলো পাশাপাশি রেখে ডানদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তার জোড়া দেবো৷

 

২. বেল হ্যাঙ্গার জয়েন্ট: দুটি তারের খেইগুলোর মুখোমুখি জয়েন্ট দেওয়াকে বেল হ্যাঙ্গার জয়েন্ট বলে৷ এজন্য আমরা তার দুটির খেইগুলো মুখোমুখি ধরে ভালোভাবে পেঁচিয়ে জয়েন্ট দিবো৷ এটা সব ধরনের ওয়্যারিং এ ব্যবহার করা হয়৷

 

৩. মোড়ানো টেপ জয়েন্ট বা টি জয়েন্ট: বেল হ্যাঙ্গার জয়েন্টের উপর নতুন কোনো তারের যে জয়েন্ট দেওয়া হয় তাকেই মোড়ানো টেপ জয়েন্ট বলে৷

 

মিটার ও মেইন সুইচের নিচের পয়েন্টের সাথে সংযোগ

 

 

প্লায়ার্স দিয়ে তার দুটো থেকে ১ ফুট করে কেটে নিতে হবে৷ তারপর রিমোভার দিয়ে তার দুটির মুখের ইন্সু্লেশন কেটে নিতে হবে৷ এরপর মিটারের সাথে তার দুটি জোড়া লাগাতে হবে৷কালো তারের একটি মুখ মিটারের নিচের ৩ নং পয়েন্টে ঢুকিয়ে দিতে হবে৷ অপর মুখটি মেইন সুইচের বামপাশের কাট আউটের নিচের পয়েন্টে ঢুকিয়ে স্ক্রু দিতে হবে৷এরপর ৪ নং তারটির অপর মুখটি মেইন সুইচের ডানপাশের কাট আউটের নিচের পয়েন্টে ঢুকিয়ে স্ক্রু এঁটে দিতে হবে৷

 

 

মেইন সুইচের কাট আউটের উপরের পয়েন্টের সাথে সংযোগ

 

হাতে থাকা লাল ও কালো তার দুটির এক মুখের ইন্সুলেশন ১ ইঞ্চির মত কেটে নিতে হবে৷ তারপর লাল তারটির মুখ ডান পাশের কাট আউটের উপরের পয়েন্টে ঢুকিয়ে স্ক্রু এঁটে দিতে হবে৷

 

 

চ্যানেলের ভিতর তার বসানো

 

এরপর দেয়ালে লাগানো চ্যানেলের উপর দিয়ে লাল ও কালো তার দুটি টেনে আনতে হবে৷ ঢাকনাটি চ্যানেলের নিচের অংশের উপর বসিয়ে চাপ দিলেই দুটি অংশ সুন্দরভাবে লেগে যাবে৷ তারগুলোও এলোমেলো হবে না বা ঝুলে যাবে না৷

 

 

জয়েন্ট বক্সের সাথে সংযোগ

 

 

এখন মেইন সুইচের কাট আউটের উপরের মুখে লাগানো লাল ও কালো তার দুটি টেনে জয়েন্ট বক্স পর্যন্ত নিয়ে আসতে হবে৷ তারপর তার দুটি ৬ ইঞ্চির মত কেটে নিতে হবে৷ আর হাতে থাকা তার দুটির ইন্সুলেশনও ১ ইঞ্চির মত কেটে নিতে হবে৷ এবার লালের সাথে লাল ও কালোর সাথে কালো তারের মুখ বেল হ্যাঙ্গার জয়েন্ট দিয়ে আটকে দিতে হবে৷

 

 

সকেট পয়েন্টের সাথে সংযোগ

 

 

এরপর তারদুটি চ্যানেলের মাঝখান দিয়ে টেনে সকেট পয়েন্টের কাছে নিতে হবে৷সাথে সাথে আগের নিয়মে চ্যানেলের উপরের অংশ চাপ দিয়ে চ্যানেলের সাথে লাগিয়ে দিতে হবে৷ সুইচ বোর্ডে তার ঢুকানোর জায়গা দিয়ে তারদুটির মুখ ঢুকাতে হবে৷ তারপর বোর্ডের মধ্যে ৪ ইঞ্চির মত তার বেশি রেখে বাকিটা কেটে নিতে হবে৷এরপর একটি টু-পিন সকেট ও সুইচ নিয়ে বোর্ডের উপর বসিয়ে দিতে হবে৷ বোর্ডটি উল্টিয়ে নিয়ে তারদুটির ইন্সুলেশন কেটে লাল তারটির মুখ সুইচের উপরের নাটবল্টুর মধ্যে ঢুকিয়ে দিতে হবে৷ তারপর নাটটি এঁটে দিতে হবে৷কালো তারটির মুখ সকেট পয়েন্টের নিচের নাটবল্টুর মধ্যে ঢুকিয়ে নাটটি এঁটে দিতে হবে৷ এবার দেড় ইঞ্চি বিশিষ্ট এক খেইয়ের একটি তার নিয়ে তার মুখদুটির ইন্সু্লেশন কেটে নিতে হবে৷ কাটা তারটির এক মুখ সুইচের নিচের নাটবল্টুর মধ্যে ঢুকিয়ে দিতে হবে৷ অপর মুখটি সকেটের উপরের নাটবল্টুর মধ্যে কোণাকুণিভাবে ঢুকিয়ে স্ক্রু দুটি এঁটে দিতে হবে৷ এবার সুইচ বোর্ডটি দেয়ালে লাগানো বোর্ডের সাথে লাগিয়ে দিতে হবে৷

 

জয়েন্ট বক্সে সুইচ বোর্ডের তারের সাথে সংযোগ

 

হাতে থাকা লাল ও কালো তারের মুখের ইন্সু্লেশন একই নিয়মে কেটে নিতে হবে৷ এবার জয়েন্ট বক্সের নিচ বরাবর একটি টুল রেখে তাতে দাঁড়িয়ে প্রথমে বেল জায়েন্টের মুখে কাটা লাল ও কালো তার দুটির মুখ নিতে হবে৷ জায়েন্টের উপরের লাল তারের সাথে মুখের লাল তার ও কালো তারের সাথে কালো তারের মোড়ানো ট্যাপ জোড়া দিতে হবে৷

 

সুইচ বোর্ডে জয়েন্ট বক্সের তার নেওয়া

 

এরপর চ্যানেলের মাঝখান থেকে ফেজ ও নিউট্রালের তারদুটি টেনে দরজার পাশের প্রধান সুইচবোর্ডে আনতে হবে৷ বোর্ডের মধ্যে আগেই ৫/৬ ইঞ্চির মত তার বেশি রেখে বাকিটা কেটে নিতে হবে৷

 

সুইচ বোর্ডে সুইচ লাগানো

 

বাল্ব, টিউব লাইট, ফ্যান ও সকেটের জন্য একটি করে ৪ টি সুইচ, ১ টি ফিউজ ও ১ টি টু-পিন সকেট নিতে হবে৷ এরপর এসব জিনিসগুলো সুইচ বোর্ডের উপর সমান করে বসাতে হবে৷ বোর্ড সুইচটি উপরে ও নিচে আটকিয়ে রাখার নাটগুলো বসিয়ে দিতে হবে৷

 

 

 

সুইচে এক খেইবিশিষ্ট তার লাগানো

এবার বোর্ডটি উল্টিয়ে নাটগুলো ভালোভাবে লাগাতে হবে৷ সুইচের নিচের বল্টুর নাটটি স্ক্রু ড্রাইভার দিয়ে ঢিলা করে নিতে হবে৷ ইন্সু্যলেশন ছাড়া চার ইঞ্চি বিশিষ্ট এক খেইয়ের একটি তার নিয়ে তা প্রতিটি সুইচের নিচের ছিদ্র দিয়ে সকেট পয়েন্টের আগ পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে৷ সুইচের নিচের নাটগুলো এঁটে দিতে হবে৷

 

সকেটের নিচের ও সুইচের উপরের পয়েন্টে তারের সংযোগ

 

এখন প্লায়ার্স বা কাঁচি দিয়ে কালো তার থেকে দেড় ইঞ্চি তার কেটে নিতে হবে৷ কাটা তারের এক মুখ সকেটের নিচের নাটবল্টুর মধ্যে ঢুকিয়ে নাট এঁটে দিতে হবে৷ অপর মুখটি কোণাকুণিভাবে সকেটের পাশের সুইচের উপরের বল্টুর মধ্যে ঢুকিয়ে নাট এঁটে দিতে হবে৷

 

সকেট ও ফিউজের উপরের পয়েন্টে তারের সংযোগ

 

জয়েন্ট বক্স থেকে আসা লাল তারটি ফিউজের উপরের পয়েন্টে ও কালো তারটির মুখ সকেটের উপরের পয়েন্টে ঢুকিয়ে দিতে হবে৷ এরপর ফিউজ ও সকেটের নাট ড্রাইভার দিয়ে এঁটে দিতে হবে৷

 

সুইচে ফেজের তার সংযোগ

 

সুইচ বোর্ড থেকে বাল্ব, টিউব লাইট ও ফ্যানের পয়েন্ট পর্যন্ত ৩ টি লাল তার মেপে নিতে হবে৷ তার ৩ টির দুই মুখের ইন্সুলেশন আধা ইঞ্চি পরিমাণ কাটতে হবে৷ তারপর তাদের মুখ বোর্ডের ৩ টি সুইচের উপরের বোল্টে একটা একটা করে এঁটে দিতে হবে৷

 

 

সিলিং রোজে তারের সংযোগ

 

রোজটির বাটিটি বাম দিকে ঘুরিয়ে খুলে ফেলতে হবে৷ তারপর রোজটি উল্টো করে হাতের উপর রাখতে হবে৷ টিউব পয়েন্টে রাখা লাল তারটি রোজের বাম পাশের পয়েন্টে ও কালো তারটি ডান পাশের পয়েন্টে ঢুকিয়ে নাট দুটি এঁটে দিতে হবে৷এবার দেয়ালে লাগানো রোজের বক্সের উপর রোজটি বসাতে হবে৷ তারপর রোজের দুই পাশের স্ক্রু লাগিয়ে দিতে হবে৷

 

 

 

বাল্ব পয়েন্টে তারের সংযোগ

 

মেইন সুইচ বোর্ডের দ্বিতীয় সুইচে লাগানো লাল তারটি একইভাবে বাল্ব পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে হবে৷ তারপর জয়েন্ট বক্স থেকে টিউব পয়েন্ট পর্যন্ত কালো তার মেপে কেটে নিতে হবে৷তারটির এক মুখ জয়েন্ট বক্সের কালো তারের সাথে প্লায়ার্স দিয়ে পিগ টেইল জয়েন্টে দিতে হবে৷ আগের নিয়মে তা বাল্ব পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে হবে৷ সেই সাথে চ্যানেলের কভারটিও লাগিয়ে ফেলতে হবে৷

 

ফ্যানের রেগুলেটরে তারের সংযোগ

এজন্য ফ্যানের সুইচের তারটি সুইচ থেকে ৬ ইঞ্চি কেটে নিতে হবে৷ কাটা তারের দুই মুখের সাথে ৮ ইঞ্চির মত দুটি তারের বেল হ্যাঙ্গার জোড়া দিতে হবে৷তারপর ৮ ইঞ্চি তারদুটির অপর দুই মুখ ফ্যানের রেগুলেটরের পয়েন্টদুটিতে লাগিয়ে দিতে হবে৷ দেয়ালে লাগানো বোর্ডটির সাথে সুইচ বোর্ডটি সোজা করে লাগিয়ে দিতে হবে৷

 

টিউব লাইটের পয়েন্টে তারের সংযোগ

এজন্য বোর্ডের বাম সুইচে লাগানো লাল তারটি চ্যানেলের মাঝ দিয়ে টেনে টিউব লাইটের পয়েন্ট পর্যন্ত নিতে হবে৷ তারপর জয়েন্ট বক্স থেকে পয়েন্ট পর্যন্ত কালো তার মেপে কেটে নিতে হবে৷ তারটির একটি মুখ বক্সের নিউট্রাল তারের মুখে নিয়ে দুটি তারকে পিগ টেইল জয়েন্ট দিতে হবে৷একইভাবে কালো তারটি নিয়েও এই কাজ করতে হবে৷ তারপর চ্যানেলের কভার লাগাতে হবে৷ সেইসাথে সিলিং রোজ বসানো বক্সটি স্ক্রু দিয়ে দেয়ালে লাগিয়ে দিতে হবে৷

 

ব্যাটেন হোল্ডারে তারের সংযোগ

বাল্ব লাগানো হোল্ডারটির প্যাঁচওয়ালা মুখ হাতের উপর রাখতে হবে৷ তারপর তা উল্টিয়ে বাল্ব পয়েন্টে রাখা লাল তারটি হোল্ডারের বাম পাশের পয়েন্টে ঢুকিয়ে দিতে হবে৷কালো তারটি ডান পাশের পয়েন্টে ঢুকিয়ে নাট দুটি এঁটে দিন৷ এবার হোল্ডারটির প্যাঁচওয়ালা মুখ ডানদিকে ঘুরিয়ে লাগাতে হবে৷ স্ক্রু পয়েন্ট দেয়ালের ছিদ্র বরাবর রেখে স্ক্রু লাগিয়ে দিতে হবে৷

 

ফ্যানের পয়েন্টে তারের সংযোগ

বোর্ডের তৃতীয় সুইচে লাগানো লাল তারটি বাল্ব পয়েন্টের মত একই নিয়মে ফ্যানের পয়েন্ট পর্যন্ত নিতে হবে৷ এবার জয়েন্ট বক্সের কালো তারটির সাথে আরেকটি কালো তার জোড়া দিতে হবে৷এই তারটি ফ্যানের পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে হবে৷ তারপর চ্যানেলের দুটি অংশ একে অপরের সাথে লাগিয়ে দিতে হবে৷ সিলিং এর বক্সটি স্ক্রু দিয়ে দেয়ালে আটকে দিতে হবে৷আগের নিয়মে সিলিং রোজের দুই পয়েন্টে তার দুটি লাগাতে হবে৷ সেই সাথে সিলিং রোজটি আগের নিয়মে দেয়ালে আটকে দিতে হবে৷

টিউব লাইটের তারের সংযোগ

 

টিউব লাইটের তারের সংযোগ টিউব লাইটের তার লাগানোর সব কাজ নিচ থেকে করে নিতে হবে৷ এজন্য প্রথমেই টিউব লাইটের ফ্রেম বা পাতের ডান পাশে ব্যালেস্ট লাগিয়ে ফেলতে হবে৷ ব্যালেস্টের ঠিক বাম পাশে ১টি টিউব হোল্ডারে লাগাতে হবে৷ তার আগে হোল্ডারের ঠিক উপরের নাটটি খুলে ফেলতে হবে৷নাটটি খুললে হোল্ডারের ভিতর থেকে স্প্রিং ও হোল্ডারের নাটবোল্ড বেরিয়ে আসবে৷হাতে থাকা লাল অথবা কালো তার থেকে ৪ ইঞ্চি তার কেটে নিতে হবে৷ তারটির দুই মুখের ইন্সুলেশন এক ইঞ্চি কেটে নিয়ে এক মুখ ঢুকিয়ে নিবো ব্যালেস্টের নিচের পয়েন্টে৷ ব্যালেস্টের স্ট্যার্টার হোল্ডারের কাজ শেষ হওয়ার পর ব্যালেস্টের উপরের পয়েন্টে তারের সংযোগ দিতে হবে৷

 

এরপর তারের অপর মুখটি খোলা হোল্ডারের পিছনের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিতে হবে৷ খোলা হোল্ডারের মধ্যে দুটি নাটবোল্ট আছে৷ এই নাটবোল্ট দুটির মধ্যে উপরের নাটবোল্টে তার ঢুকিয়ে নাট এঁটে দিতে হবে৷হাতে থাকা লাল তার থেকে সাড়ে ৪ ফুট তার মেপে তারটির ইন্সুলেশন কেটে নিতে হবে৷ তারটির এক মুখ একই নিয়মে খোলা হোল্ডারে ভিতরের অপর নাটবোল্টে ঢুকিয়ে নাট এঁটে দিতে হবে৷ এবার এই তারটির অন্য মুখটি হোল্ডারের পিছনের ছিদ্র দিয়ে বাইরে বের করে নিতে হবে৷এখন হোল্ডারটির মুখ ভিতরের দিকে চাপ দিয়ে হোল্ডারের উপরের নাট লাগিয়ে দিতে হবে৷

 

এরপর হোল্ডারটি টিউব লাইটের ফ্রেমের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে ফেলতে হবে৷হোল্ডারের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসা তারটি ফ্রেমের অপর মুখে,‌ স্টার্টার পয়েন্টে নিয়ে যেতে হবে৷ এবার তারের এই মুখটি স্টার্টার হোল্ডারের ভিতরে বাম পাশের নাটবোল্টে লাগিয়ে এঁটে দিতে হবে৷হাতে থাকা অবশিষ্ট তার থেকে ৩ ফুট তার কেটে তারটির দুই মুখের ইন্সুলেশন কেটে নিবো৷ এবার তারটির এক মুখ স্টার্টার হোল্ডারের ভিতরের ডান পাশ থাক নাটবোল্টে লাগাতে হবে৷

 

তারপর হোল্ডারটি ফ্রেমে বসিয়ে নাট এঁটে দিতে হবে৷এবার ব্যালেস্টের উপরের পয়েন্টে তারের সংযোগ দিতে হবে৷ সেজন্য স্টার্টার হোল্ডারের ডানপাশের পয়েন্টে লাগানো তারটির অপর মুখ ব্যালেস্টের উপরের পয়েন্টে লাগিয়ে নাট এঁটে দিতে হবে৷ এভাবেই টিউব লাইটের তার লাগানোর কাজ শেষ হবে৷এবার তারের কাজ শেষ করে রাখা টিউব লাইটের ফ্রেমটি নিয়ে স্ক্রু পয়েন্ট বরাবর দেয়ালে ছিদ্র করতে হবে৷ দেয়ালের ছিদ্রের মধ্যে রাওয়াল প্লাগ ঢুকানোর পর ফ্রেমটি স্ক্রু দিয়ে দেয়ালের সাথে এঁটে দিতে হবে৷ সিলিং রোজের বাটিটি বামদিকে ঘুরিয়ে খুলে ফেলতে হবে৷টিউব লাইটের ফ্রেমের উপর ঝুলে থাকা লাল ও কালো তার দুটি সিলিং রোজের বাটির ছিদ্র দিয়ে ঢুকাতে হবে৷ এবার বাটিটির ছিদ্র দিয়ে ঢুকানো লাল তারটি সিলিং রোজের বামপাশের পয়েন্টে এবং কালো তারটি ডানপাশের পয়েন্টে ঢুকিয়ে দিতে হবে৷

 

এরপর নাট দুটি এঁটে সিলিং রোজের বাটিটি ডানদিকে ঘুরিয়ে পেঁচ লাগিয়ে দিতে হবে৷প্রথমেই ফ্যানের ৩টি পাখা বা ব্লেড ফ্যানের বডির সাথে স্ক্রু দিয়ে লাগাতে হবে৷ তারপর ফ্যানটি ছাদের সাথে লাগানো বাঁকা রডটিতে নাটবোল্ট দিয়ে আটকিয়ে দিতে হবে৷ এবার ফ্যান থেকে বের হওয়া তার দুটির সাথে সিলিং রোজের তার দুটির পিগ টেইল জয়েন্ট দিতে হবে৷ এরপর ঐ জয়েন্ট দুটি আলাদা আলাদাভাবে পিভিসি টেপ দিয়ে মুড়ে দিতে হবে৷ঘরের ভিতরের সব সুইচগুলো অফ করে মেইন সুইচের পাশে লাগাতে হবে৷ মেইন সুইচটি উপরের দিকে চাপ দিয়ে অন করতে হবে৷

 

এরপর সুইচ বোর্ডের যেকোন একটি সুইচও অন করতে হবে৷ যদি লাইট না জ্বলে বা ফ্যান না ঘোরে তাহলে বুঝতে হবে বৈদ্যুতিক সংযোগ ঠিকমত পাচ্ছে না৷ এক্ষেত্রে ঐ লাইনটি আবার ভালভাবে পরীক্ষা করতে হবে৷লাইন পরীক্ষার পর জয়েন্ট বক্সের ভিতরে কালো ও লাল তারের জয়েন্টটি টেপ দিয়ে মুড়ে দিতে হবে৷ এবার জয়েন্ট বক্সের ঢাকনা লাগিয়ে দিতে হবে৷ এভাবেই আমাদের কাজ শেষ হয়ে যাবে৷

 

লেখকঃ মোঃ আব্দুল্লা-আল-মামুন রুপম

ইন্সট্রাকটর, ইলেকট্রিক্যাল

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

Tags: No tags

Comments are closed.