টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং খুঁটিনাটি । ( দ্বিতীয় পর্ব)

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং খুঁটিনাটি । ( দ্বিতীয় পর্ব)

স্পেশালাইজেশন অফ ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং,

ইন্জিনিয়ার হিসেবে পড়াশোনা শেষ করার পর কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রকাশ করার জন্য সব বিষয়ে জ্ঞান থাকা বাধ্যতামূলক। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করাটাই যেন এখন এক ধরনের বড় চ্যালেঞ্জ। তারপর যদি আবার বস্ত্র প্রকৌশলী হয়ে থাকে তা হলে আর কী বলবো। এখানে উন্নতির চাবিকাঠি ই যেন জ্ঞান, ধৈর্য, পরিশ্রম ও সততা। বস্ত্রের সূচনা হয় এই স্পিনিং থেকে, আর তাই একজন বস্ত্র প্রকৌশলী হিসেবে এই বিষয়ে খুটিনাটি জ্ঞান রাখা যেন ছোটকালে স্বরবর্ণ শেখার মতো কিছুটা। উদাহরণস্বরূপ:মনে করেন আপনি একটা কাপড় কিনলেন যদি সেই কাপড়ের সুতা খারাপ হয়ে থাকে তাহলে কেমন লাগবে?? তাই কাপড় তৈরির জন্য প্রযোজ্য সুতা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে আজ আলোচনা করবো…

মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর একটি সুবিশাল ব্রাঞ্চ হল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। র-ম্যাটারিয়াল থেকে ফিনিশিং প্রোডাক্ট প্রস্তুতকরণে Yarn প্রস্তুত করার ধাপগুলোর সাথে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর রয়েছে নিবিড় প্রয়োগ যা Yarn Engineering আলোচনা করা হয়। 

 

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং কিঃ

ইয়ার্ন  অর্থ সুতা। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং হল সুতার ইঞ্জিনিয়ারিং।ফাইবার বা আঁশ থেকে সুতায় পরিণত করতে সকল প্রসেসিংই হল ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং।

সকল ধরনের ফাইবার থেকে ব্যবহারযোগ্য সুতা তৈরির জন্য ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং অত্যাবশ্যক।

সবচেয়ে পুরাতন সাব্জেক্ট হিসেবে টেক্সটাইল সেক্টরের যেকোন জবের জন্য ইয়ার্ন বেসিক কোর্স ।

Mother of Textile নামে খ্যাত এই অনুষদ টেক্সটাইল এর ভিত্তি ।একে Legend Making সাব্জেক্টও বলা হয়ে থাকে।

 

স্পিনিং সম্পর্কে জানতে হলে প্রথমে প্রশ্ন আসে যে স্পিনিং কি? সহজ কথায় বলতে গেলে স্পিনিং বলতে বোঝায় ফাইবার বা Raw materials থেকে সুতা তৈরির প্রক্রিয়া। স্পিনিং কে কয়েকভাগে ভাগ করা হয়ে থাকে, তার মধ্যে cotton spinning, Jute spinning প্রভৃতি। Cotton spinning বলতে সাধারণত তুলা থেকে সুতা তৈরির প্রক্রিয়া এবং Jute spinning বলতে পাট থেকে সুতা তৈরির প্রক্রিয়া কে বোঝানো হয়ে থাকে। সাধারণত cotton spinning এর ওপর ভিত্তি করেই বর্তমান এ বেশি পোশাক প্রস্তুত করা হয়ে থাকে।তাই cotton spinning এর খুঁটিনাটি নিম্নে আলোচনা করা হলো। প্রথমে বলা যাক, স্পিনিং এর মেশিন কিছু সাধারণ ধারনা সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এ conventional m/c গুলো দেখানো হয়। কিন্তু ইন্ডাস্ট্রিতে সব নতুন মেশিন থাকার কারনে অনেক সময় হকচকিয়ে যায়। তাই মেশিনের নামগুলো জানা অত্যাবশ্যক। Cotton spinning এ Blow room খুবই গুরুত্বপূর্ন। তা জেনে নেওয়া যাক এখানে কি কি ধরনের মেশিন আছে ও তাদের কাজ…

Different lines of Blow room:

CONVENTIONAL: 1.Auto bale opener 2.Automatic blender 3.Step cleaner 4.AXI-flow 5.Porcupine opener 6.Hopper feeder 7.Scatcher machine

TRUTZSCHLER: 1.Unifloc 2.Metal and fire detector 3.Uniclean 4.Unimix 5.Uniflex 6.Loptex

Cotton spinning থেকে সাধারণত তিন ধরনের সুতা তৈরি করা হয়ে থাকে , 1.carded yarn 2.combed yarn 3.Rotor yarn

*Flow chart of carded yarn:

Cotton → Blow Room → Lap → Carding → Carded Sliver → Breaker frame→ Breaker Sliver → Finisher Draw frame→ Finisher Drawn Sliver → Simplex → Roving → Ring Frame → Yarn

 

*Flow Chart of spinning (Combed Yarn)

Blow Room → Carding Machine → Draw Frame → Lap former → Comber → Simplex → Ring Frame

*Flow Chart of Rotor Spinning

Fiber Bale → Blow Room → Lap → Carding → Carded Sliver → Breaker Draw frame → Drawn Sliver → Finisher Draw frame → Drawn Sliver → Rotor Spinning → Rotor Yarn Automatic Bale opener:

ব্লো রোম লাইনের প্রথমেই রয়েছে অটোমেটিক বেল ওপেনার মেশিন। এ মেশিনের কাজ হল কটন বা তুলার বেল্ট কে কেটে ছোট ছোট টুকরা করে পরবর্তী মেশিনে এয়ার কারেন্ট এর মাধ্যমে প্রেরণ করা। অটোমেটিক বেল ওপেনার মেশিনে সাধারণত ম্যানুয়ালি raw cotton feed করা হয়। এ মেশিনে একটি ক্যারেজ থাকে যা চারদিকে ৩৬০ কোনে ঘুরে raw cotton গুলোকে ট্যালেস্কোপিক পাইপের মধ্য দিয়ে প্রেরণ করে। এখানে একটি কন্ডেন্সার থাকে যা এয়ার কারেন্ট সিস্টেমের মাধ্যমে raw cotton গুলোকে পরবর্তী মেশিনে স্থানান্তর করে।

 

Step Cleaner: এ মেশিন সাধারণত Mixing, Blending, Opening and Cleaning হয়ে থাকে। এখানে প্রধানত air current action, regulating action, opposite spike action and beating action হয়ে থাকে।

Air Current Action: এয়ার কারেন্ট একশনের মাধ্যমে সাধারণত raw cotton গুলো স্থানান্তরিত হয়ে থাকে। এছাড়াও এখানে cleaning হয়ে থাকে।

Regulating Action: রেগুলেটিং একশনের মাধ্যমেও ক্লিনিং হয়ে থাকে।

Opposite Spike Action: অপজিট স্পাইক একশনের মাধ্যমে রো কটন ওপেন হয়ে থাকে। এছাড়াও এখানে ক্লিনিং ও মিক্সিংও হয়ে থাকে।

Beating Action: বিটিং একশনের মাধ্যমে তুলার বেল্ট গুলোকে আরও ছোট ছোট টুকরায় পরিণত করা হয় ফলে এখানে ওপেনিং হয়ে থাকে।

Porcupine Opener: এ মেশিনে এসে কটনের বেল্ট গুলো আরও ওপেন, ক্লিন এবং ব্লেন্ডিং হয়ে থাকে। এটিই সাধারণ ব্লো রোম লাইনের শেষ মেশিন। এ মেশিনের আউটপুট হচ্ছে Lap. Blow room থেকে আমরা আউটপুট হিসেবে লেপ পেয়ে থাকি। ব্লো রোম এর পরের মেশিন হচ্ছে কার্ডিং মেশিন। Carding কে Heart or Mother of spinning বলা হয়।

Carding M/C: স্পিনিং এর পূর্ব শর্ত হচ্ছে ফাইবার গুলোকে open এবং individual করা। কার্ডিংই একমাত্র সেকশন যেখানে ফাইবার গুলো পরিপূর্ণ ভাবে ওপেন হয়ে থাকে। এছাড়াও ব্লো রোমে থেকে যাওয়া ময়লা কার্ডিং এ এসে রিমুভ হয়। কার্ডিং মেশিনের ইনপুট হচ্ছে লেপ এবং আউটপুট হচ্ছে কার্ডেড স্লাইভার। কার্ডিং মেশিনের উদ্দেশ্য হচ্ছে ফাইবারকে ওপেন , ক্লিন , ব্লেন্ড করা এবং পরবর্তী প্রসেস এর জন্য কার্ডেড স্লাইভার তৈরি করা।

Drawing Frame: ড্রইং ফ্রেম এর ইনপুট হচ্ছে কার্ডেড স্লাইভার এবং আউটপুট হচ্ছে drawn sliver. ড্রইং ফ্রেমে সাধারণত মিক্সিং ,ব্লেন্ডিং , ডাব্লিং এবং ড্রাফটিং হয়ে থাকে।

Mini Lap Former: মিনি লেপ ফরমার মেশিনের ফাংশন হচ্ছে ডাব্লিং , ড্রাফটিং ব্লেন্ডিং এবং কয়েলিং। মিনি লেপ ফরমার এর উদ্দেশ্য হচ্ছে drawn sliver থেকে কম্বিং মেশিনের জন্য মিনি লেপ তৈরি করা।

Combing M/C: কম্বিং মেশিনের প্রধান কাজ হচ্ছে ফাইবারকে প্যারালাল , হোমোজেনাস এবং ইন্ডিভিজুয়্যাল করা। এছাড়াও এখানে সর্ট ফাইবার এবং ডাস্ট রিমুভ হয়ে থাকে। কম্বিং মেশিনের ইনপুট হচ্ছে মিনি লেপ এবং আউটপুট হচ্ছে combed sliver.

Simplex: সিমপ্লেক্স এ ফাইবার গুলো সুতা তৈরির জন্য পরিপূর্ণ ভাবে উপযোগী হয়ে উঠে। সিমপ্লেক্স এর ইনপুট হচ্ছে combed sliver এবং আউটপুট হচ্ছে roving.

Ring Frame: রিং ফ্রেম হচ্ছে স্পিনিং এর সর্বশেষ মেশিন। এর ইনপুট হচ্ছে রভিং এবং আউটপুট হচ্ছে ইয়ার্ন। রিং ফ্রেমে উৎপন্ন ইয়ার্নকে bobbin এ সংরক্ষণ করা হয়।

উপরোক্ত প্রক্রিয়ার মাধ্যমে ই Raw materials থেকে yarn প্রস্তুত করা হয়ে থাকে।

 

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এর মুলনীতিঃ

ফাইবার হচ্ছে সুতা তৈরির মূল উপাদান।

এই ফাইবার দুই ধরণের হয়ে থাকে। প্রাকৃতিক ও সিন্থেসিস ।

ফাইবার থেকে সুতা তৈরি সংক্রান্ত সকল পড়াশুনা ইয়ার্নের অন্তর্ভুক্ত।

Carding ,Combing  ,Drawing Out  , Twisting , Spinning এই পাঁচটি ধাপে ফাইবার থেকে মানসম্মত সুতা পেয়ে থাকি।

জব ও বেতনঃ

Yarn Engineering থেকে যে কোন দিকে শিফট করা গেলেও এর রয়েছে বিশাল জব সেক্টর।

বাংলাদেশে প্রায় ৩২০ এর মত স্পিনিং মিল রয়েছে। যার প্রতিটায় প্রচুর ইঞ্জিনিয়ার লাগে।

সুতরাং জব সেক্টর পুরটাই তোমার দখলে।

এখানে স্টার্টিং সেলারি ২০,০০০ থেকে শুরু হলেও খুব তাড়াতাড়ি GM, AGM হওয়া সম্ভব।

খুব তাড়াতাড়ি ফাইবার এর নতুন ডিপার্টমেন্ট আসবে। দেশের বাইরে ব্যপক চাহিদা রয়েছে।

ভিয়েতনাম, চীন, জারমানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশে  দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারগন।

 

শিক্ষকতা যাদের ইচ্ছা তাদের জন্যও সুযোগ সবচেয়ে বেশি। সারাদেশেও এই সাবজেক্ট এর শিক্ষক সংকট রয়েছে।

হায়ার স্টাডিজের সুযোগঃ

ইয়ার্নের ক্ষেত্রে রিসার্চের সুযোগ সবচেয়ে বেশি কারণ ইয়ার্ন টেক্সটাইলের ভিত্তি।

জেনেটিক্যালি মডিফাইড ফাইবার এই মুহূর্তে রিসার্চের জন্য একটি ট্রেন্ডিং সেক্টর ডিপার্টমেন্ট ভিত্তিক বিদেশি Scholarship যদি বলি একমাত্র এই ডিপার্টমেন্ট এর আছে।

প্রতি বছর Switzerland এর Rieter কোম্পানি Yarn Engineering এর একজন ছাত্রকে দিয়ে থাকে।

বুটেক্স থেকেও প্রতিবছর স্কলারশীপের মাধ্যমে জার্মানী, তুরস্কে স্টুডেন্ট পাঠানো হয়।

টেক্সটাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হলে সবার আগে Yarn এর ডেভেলপমেন্ট করতে হবে।

তাই গবেষণার খাতও অনেক বিস্তৃত। Artificial fiber Development এর ব্যাপার তো আছেই।

BMW গাড়ীতে যে জুট কম্পোজিট ব্যবহার করা হয় তাও yarn এর ফসল।

চলবে………….

 

=======================================

লিখেছেন:

ইমাম  সাদ আহমেদ

ইন্সট্রাক্টর

ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

Tags: No tags

Comments are closed.