Hotel Management at BSDI

Hotel Management at BSDI

নিশ্চিত ক্যারিয়ার গড়ার সম্ভাবনাময় শিল্পক্ষেত্র হোটেল ম্যানেজমেন্ট। বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত বর্ধমান শিল্পক্ষেএ হচ্ছে ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্ট। পর্যটন শিল্পকে কেন্দ্র করে দেশে বিদেশে গড়ে উঠেছে বিভিন্ন নামিদামি তারকা হোটেল । বিশ্বের চাহিদা সম্পন্ন শিল্পগুলোর মধ্যে ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management) অষ্টম তম শিল্পক্ষেএ।

গ্লোবাল জিডিপির ১০.৪% আসে ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট থেকে এবং ধারনা করা হচ্ছে পরবর্তী ১০ বছরে প্রায় ৭২ মিলিয়ন চাকরী যুক্ত করা হবে এই সেক্টরে। আন্তর্জাতিক পর্যায়ে ৮ লাখের বেশি তারকা হোটেল রয়েছে যেখানে কাজ করছেন প্রায় লাক্ষ লাক্ষ দক্ষ লোক ।

বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এই শিল্পের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৬ লাখ ট্যুরিস্ট ভিজিটে আসছেন।

Bangladesh Skill Development Institute (BSDI) ২০০৬ সাল থেকে কনফেডারেশন অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (সিটিএইচ) বোর্ডের অধীনে হোটেল ম্যানেজমেন্ট এর উপরে ১ এবং ২ বছর মেয়াদী  ডিপ্লোমা পরিচালনা করে আসছে। এই ডিপ্লোম্যাটিক হচ্ছে প্রফেশনাল ডিপ্লোমা এবং এই কোর্সগুলোতে খুব বয়স সীমা নির্ধারন করা নেই। যেকোনো বয়সেই এই কোর্স করা সম্ভব। এই কোড গুলো তে ভর্তি হতে ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস হতে হবে যোগ্যতা এইচইসসি পাশ হতে হবে। এখানে কোর্সের সিলেবাস এবং কোর্স রিলেটেড সমস্ত কিছু সিটিএস বোর্ড থেকে নির্ধারণ করা হয় এবং সার্টিফিকেটও সিটিএইচ বোর্ডের অধীনে হয়।

Comments are closed.